ETV Bharat / city

Sovan-Baishakhi at Nabanna: নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ শোভন-বৈশাখীর, তৃণমূলে ফেরার ইঙ্গিত - শোভন চট্টোপাধ্যায়

হঠাৎ নবান্নে গেলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Sovan-Baishakhi at Nabanna)৷ শোভন কি তবে তৃণমূলে ফিরছেন ? এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে (Sovan Chatterjee Baishakhi Banerjee visit Nabanna)৷

Sovan Chatterjee Baishakhi Banerjee visit Nabanna
হঠাৎ নবান্নে শোভন-বৈশাখী, তৃণমূলে ফিরছেন ?
author img

By

Published : Jun 22, 2022, 4:15 PM IST

Updated : Jun 22, 2022, 4:41 PM IST

কলকাতা, 22 জুন: আচমকাই নবান্নে শোভন-বৈশাখী (Sovan-Baishakhi at Nabanna)। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই গিয়েছেন । তাঁদের আচমকা নবান্ন যাত্রা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ? রাজনৈতিক মহলের ধারণা, শেষ মুহূর্তে কোনও নাটকীয় পট পরিবর্তন না-হলে বিজেপির সঙ্গে যাবতীয় সংশ্রব এবং সম্পর্ক চুকিয়ে শোভন ফিরছেন সেখানেই, যেখানে তিনি স্বচ্ছন্দ্য বোধ করেন (Sovan Chatterjee Baishakhi Banerjee visit Nabanna)।

2019-এর অগস্টে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায় । তার পর দীর্ঘ নিষ্ক্রিয়তা । ঠিক এক বছর বাদে 2020 সালের অগস্ট মাসে ফের শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তৎপরতা । রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন । তখন পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সর্বক্ষণের কর্মী হিসেবে ‘মিশন কানন’-এ নামিয়ে দেওয়া হয় । তবে সে সময় সেই দৌত্য সফল না হলেও, এ দিন নিজে হাতেই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: Sovans Reaction on Baishakhis Divorce : যেখানে বুক দেখাই সেখানে পিঠ দেখাই না, বৈশাখীর বিবাহ বিচ্ছেদে শোভনের প্রতিক্রিয়া

বিধানসভা ভোট মিটতেই শোভন ও তৃণমূলের দূরত্ব কমতে শুরু করে । তখন থেকেই তাঁর ঘর ওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয় । তবে এ ব্যপারে স্পষ্ট ভাবে মুখ খোলেননি তিনি । উল্টো দিকে শোভনের বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল । এখন বিধায়কও হয়েছেন তিনি । স্বামীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর তৃণমূলে ফেরায় আপত্তি জানিয়েছিলেন রত্না ।

তৃণমূল সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন শোভন চট্টোপাধ্যায় । তাঁর তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করতে ইতিমধ্যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছেন দলের নেতারা । মনে করা হচ্ছে, সব দিক সামলেই এ বার শোভন চট্টোপাধ্যায়ের ফেরা নিশ্চিত করতে চাইছে দল ।

কলকাতা, 22 জুন: আচমকাই নবান্নে শোভন-বৈশাখী (Sovan-Baishakhi at Nabanna)। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই গিয়েছেন । তাঁদের আচমকা নবান্ন যাত্রা নিয়ে তৈরি হয়েছে জল্পনা । ওয়াকিবহাল মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূল কংগ্রেসের ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায় ? রাজনৈতিক মহলের ধারণা, শেষ মুহূর্তে কোনও নাটকীয় পট পরিবর্তন না-হলে বিজেপির সঙ্গে যাবতীয় সংশ্রব এবং সম্পর্ক চুকিয়ে শোভন ফিরছেন সেখানেই, যেখানে তিনি স্বচ্ছন্দ্য বোধ করেন (Sovan Chatterjee Baishakhi Banerjee visit Nabanna)।

2019-এর অগস্টে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায় । তার পর দীর্ঘ নিষ্ক্রিয়তা । ঠিক এক বছর বাদে 2020 সালের অগস্ট মাসে ফের শোভন চট্টোপাধ্যায়কে ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তৎপরতা । রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোনে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন । তখন পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সর্বক্ষণের কর্মী হিসেবে ‘মিশন কানন’-এ নামিয়ে দেওয়া হয় । তবে সে সময় সেই দৌত্য সফল না হলেও, এ দিন নিজে হাতেই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন: Sovans Reaction on Baishakhis Divorce : যেখানে বুক দেখাই সেখানে পিঠ দেখাই না, বৈশাখীর বিবাহ বিচ্ছেদে শোভনের প্রতিক্রিয়া

বিধানসভা ভোট মিটতেই শোভন ও তৃণমূলের দূরত্ব কমতে শুরু করে । তখন থেকেই তাঁর ঘর ওয়াপসি নিয়ে জল্পনা শুরু হয় । তবে এ ব্যপারে স্পষ্ট ভাবে মুখ খোলেননি তিনি । উল্টো দিকে শোভনের বেহালা পশ্চিম কেন্দ্রে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে তৃণমূল । এখন বিধায়কও হয়েছেন তিনি । স্বামীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর তৃণমূলে ফেরায় আপত্তি জানিয়েছিলেন রত্না ।

তৃণমূল সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন শোভন চট্টোপাধ্যায় । তাঁর তৃণমূলে ফেরার রাস্তা তৈরি করতে ইতিমধ্যে রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছেন দলের নেতারা । মনে করা হচ্ছে, সব দিক সামলেই এ বার শোভন চট্টোপাধ্যায়ের ফেরা নিশ্চিত করতে চাইছে দল ।

Last Updated : Jun 22, 2022, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.