ETV Bharat / city

এবার বৈশাখীর নিরাপত্তা চেয়ে কলকাতার নগরপালকে চিঠি শোভনের - বৈশাখী বন্দোপাধ্যায়

শুক্রবার পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে শোভন লিখেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা রিলিনা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন । এঁরা গত চার বছর ধরে তাঁর সঙ্গে রয়েছেন ।

sovan-chatterjee-asks-for-physical-security-of-friend-baishakhi-banerjee-and-her-daughter
sovan-chatterjee-asks-for-physical-security-of-friend-baishakhi-banerjee-and-her-daughter
author img

By

Published : Jun 18, 2021, 10:03 PM IST

Updated : Jun 18, 2021, 10:59 PM IST

কলকাতা, 18 জুন: এবার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) নিরাপত্তা চেয়ে কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। চিঠিতে শোভন লিখেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় নন, তাঁকে খুনের পরিকল্পনা করছেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) । মাঝখান থেকে বৈশাখীকে বলির পাঁঠা করা হচ্ছে । এই পরিস্থিতিতে প্রিয়জন বৈশাখী এবং তাঁর কন্যার নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ৷

রত্না চট্টোপাধ্যায় হুমকি দিচ্ছেন বলে কলকাতা পুলিশের নগরপালকে গত কালই চিঠি দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । অভিযোগ ছিল, একাধিকবার তাঁকে হুমকি দিয়েছেন রত্না । পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি । ফলে এবার সরাসরি কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে চিঠি দিচ্ছেন তিনি । ওই চিঠিতে বৈশাখী লেখেন, রত্না চট্টোপাধ্যায় আমাকে ও শোভনকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাবেন বলে হুমকি দিয়েছেন । যে কারণে আমি আতঙ্কিত ও ভীত । বৈশাখী চিঠিতে উল্লেখ করেন, রত্না চট্টোপাধ্যায় শুধু একজন নাগরিক নন, প্রভাবশালী নেত্রীও বটে । ফলে তিনি সন্ত্রস্ত ৷ সেই চিঠির পর এবার বান্ধবীর নিরাপত্তার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷

sovan-chatterjee-asks-for-physical-security-of-friend-baishakhi-banerjee-and-her-daughter
নগরপাল সৌমেন মিত্রকে লেখা শোভন চট্টোপাধ্যায়ের চিঠি

শুক্রবার পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে শোভন লিখেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা রিলিনা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন । যাঁরা গত চার বছর ধরে তাঁর সঙ্গে রয়েছেন । শোভনের অভিযোগ, আগেও বৈশাখীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে । এখন প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে ৷ বলা হচ্ছে, বৈশাখীকে বিদুতের খুঁটিতে বেঁধে মারা উচিত ।

আরও পড়ুন: শোভন-বৈশাখী, নুসরতদের নিয়ে কি বেশি ভাবছে আমবাঙালি ?

শোভনের আরও অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন তাঁর বর্তমান বাড়ি ঘেরাও করেন রত্না চট্টোপাধ্যায় । এসএসকেএম-এ রত্নার সহযোগী অভিজিৎ মৈত্র এবং সঞ্জয় রাউত শোভনের উপর হামলা করতে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে ৷

কলকাতা, 18 জুন: এবার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) নিরাপত্তা চেয়ে কলকাতার নগরপাল সৌমেন মিত্রকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায় (sovan chatterjee)। চিঠিতে শোভন লিখেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় নন, তাঁকে খুনের পরিকল্পনা করছেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) । মাঝখান থেকে বৈশাখীকে বলির পাঁঠা করা হচ্ছে । এই পরিস্থিতিতে প্রিয়জন বৈশাখী এবং তাঁর কন্যার নিরাপত্তা চেয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ৷

রত্না চট্টোপাধ্যায় হুমকি দিচ্ছেন বলে কলকাতা পুলিশের নগরপালকে গত কালই চিঠি দিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । অভিযোগ ছিল, একাধিকবার তাঁকে হুমকি দিয়েছেন রত্না । পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি । ফলে এবার সরাসরি কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে চিঠি দিচ্ছেন তিনি । ওই চিঠিতে বৈশাখী লেখেন, রত্না চট্টোপাধ্যায় আমাকে ও শোভনকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটাবেন বলে হুমকি দিয়েছেন । যে কারণে আমি আতঙ্কিত ও ভীত । বৈশাখী চিঠিতে উল্লেখ করেন, রত্না চট্টোপাধ্যায় শুধু একজন নাগরিক নন, প্রভাবশালী নেত্রীও বটে । ফলে তিনি সন্ত্রস্ত ৷ সেই চিঠির পর এবার বান্ধবীর নিরাপত্তার আর্জি জানিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷

sovan-chatterjee-asks-for-physical-security-of-friend-baishakhi-banerjee-and-her-daughter
নগরপাল সৌমেন মিত্রকে লেখা শোভন চট্টোপাধ্যায়ের চিঠি

শুক্রবার পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে শোভন লিখেছেন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা রিলিনা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন । যাঁরা গত চার বছর ধরে তাঁর সঙ্গে রয়েছেন । শোভনের অভিযোগ, আগেও বৈশাখীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে । এখন প্রকাশ্যে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে ৷ বলা হচ্ছে, বৈশাখীকে বিদুতের খুঁটিতে বেঁধে মারা উচিত ।

আরও পড়ুন: শোভন-বৈশাখী, নুসরতদের নিয়ে কি বেশি ভাবছে আমবাঙালি ?

শোভনের আরও অভিযোগ, জেল হেফাজতে থাকাকালীন তাঁর বর্তমান বাড়ি ঘেরাও করেন রত্না চট্টোপাধ্যায় । এসএসকেএম-এ রত্নার সহযোগী অভিজিৎ মৈত্র এবং সঞ্জয় রাউত শোভনের উপর হামলা করতে গিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে ৷

Last Updated : Jun 18, 2021, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.