ETV Bharat / city

New House of Sourav Ganguly : 48 বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন ঠিকানায় প্রিন্স অফ ক্যালকাটা

author img

By

Published : May 21, 2022, 10:33 AM IST

বীরেন রায় রোডের মঙ্গলচণ্ডী ভবন থেকে 8/1এ লোয়ার রওডন স্ট্রিট ৷ প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন ঠিকানা হতে চলেছে এটি ৷ কাজ ও যাতায়াতের সমস্যার কারণে পৈতৃক বাড়ি ছেড়ে মধ্য কলকাতার বিলাশ বহুল বাংলোতে পাকাপাকিভাবে থাকা শুরু করছেন সৌরভ (Sourav Ganguly will Shift to New House in Lower Rawdon Street) ৷

Sourav Ganguly will Shift to New House in Lower Rawdon Street
Sourav Ganguly will Shift to New House in Lower Rawdon Street

কলকাতা, 21 মে : ঠিকানা বদলাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ এবার থেকে মধ্য কলকাতায় নতুন বাড়ি হবে তাঁর নয়া ঠিকানা (Sourav Ganguly will Shift to New House in Lower Rawdon Street) ৷ স্বাভাবিকভাবেই বেহালার পৈতৃক ভিটে ছাড়ছেন সৌরভ ৷ পাকাপাকিভাবে উঠে আসছেন মধ্য কলকাতার একটি বাংলোয় ৷ নতুন এই বাংলোটি কিংবদন্তী চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের 1 বিশপ লেফ্রয় রোডের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ 8/1এ লোয়ার রওডন স্ট্রিট (Lower Rawdon Street), সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন ঠিকানা ৷

তবে, নতুন বাড়ি সম্পর্কে মুখ খুলতে রাজি নন বিসিসিআই সভাপতি ৷ তবে, কলকাতা শহরের এক নম্বর সেলিব্রিটি তথা বাঙালির আইকনের ঠিকানা বদল নিয়ে জনমানসে আগ্রহ তো থাকবেই ৷ গাছগাছালি দিয়ে ঘেরা বাড়িটি বিশাল এলাকা নিয়ে রয়েছে ৷ এ বার থেকে সেখানেই সপরিবারে থাকবেন ৷ যাতায়াতের সুবিধার জন্য বাড়ি বদলের সিদ্ধান্ত বলে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন ৷

নিজাম প্যালেসের কাছে লোয়ার রওডন স্ট্রিটে 23.6 কাঠা জমির উপরে রয়েছে মহারাজের নতুন বাড়ি ৷ শোনা যাচ্ছে বাড়িটির দাম প্রায় 40 কোটি টাকা ৷ সবরকমের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই বাড়িতে ৷ সেই সঙ্গে নিরিবিলি শান্ত পরিবেশ ৷ এই বাড়িটি সৌরভ কিনেছেন অনুপমা বাগড়ি, কেশব দাস বিয়ানি এবং নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে ৷ মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা এবং কন্যা সানার নামে এই বাংলো কিনেছেন সৌরভ ৷ এ বার সপরিবারে সেখানে থাকবেন তিনি ৷ ভবিষ্যতে পুরো বাড়িটি ভেঙে নতুন করে তৈরি করার সম্ভাবনাও রয়েছে বলে শোনা যাচ্ছে ৷

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ৷ নিয়মিত তাঁকে বিভিন্ন কাজে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয় ৷ পাশাপাশি একটি জনপ্রিয় চ্যানেলের রিয়ালিটি শোয়ের সঞ্চালকও ৷ বেহালা থেকে যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল সৌরভের ৷ ট্রাফিক এবং দীর্ঘপথে অনেকটা সময় চলে যাচ্ছিল। সেক্ষেত্রে মধ্য কলকাতায় থাকলে তাঁর সব দিক থেকে সুবিধা ৷ এর আগেও তাঁর ঠিকানা বদলের কথা শোনা গিয়েছিল ৷ রাজারহাটে তাঁর নতুন ঠিকানা হবে বলেও খবর রটেছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বেহালা থেকে মধ্য কলকাতায় নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন : Sourav Visits Eden Gardens : ইডেনে আইপিএল প্লে-অফ, প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ

জন্মের পর থেকে দীর্ঘ 48 বছর বেহালার বীরেন রায় রোডের মঙ্গলচণ্ডী ভবনে গঙ্গোপাধ্যায় পরিবারেক সঙ্গে সময় কেটেছে ৷ ছোটবেলার স্মৃতি, ক্রিকেটার জীবন সব মিলিয়ে 48 বছরের সম্পর্ক ওই বাড়ির সঙ্গে ৷ সেই ঠিকানা ছাড়ছেন সৌরভ ৷ তাঁর কথায়, ‘‘48 বছর পর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত কঠিন ৷ তবে বেহালা থেকে যাতায়াতের প্রচণ্ড সমস্যা ছিল ৷ এর মধ্যেও চেষ্টা করেছি ৷ আর পারলাম না ৷ শহরের মাঝখানে বাড়ি থাকার বিস্তর সুবিধা ৷ কাজের ক্ষেত্রেও সুবিধে হবে ৷’’

কলকাতা, 21 মে : ঠিকানা বদলাচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ এবার থেকে মধ্য কলকাতায় নতুন বাড়ি হবে তাঁর নয়া ঠিকানা (Sourav Ganguly will Shift to New House in Lower Rawdon Street) ৷ স্বাভাবিকভাবেই বেহালার পৈতৃক ভিটে ছাড়ছেন সৌরভ ৷ পাকাপাকিভাবে উঠে আসছেন মধ্য কলকাতার একটি বাংলোয় ৷ নতুন এই বাংলোটি কিংবদন্তী চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের 1 বিশপ লেফ্রয় রোডের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ৷ 8/1এ লোয়ার রওডন স্ট্রিট (Lower Rawdon Street), সৌরভ গঙ্গোপাধ্যায়ের নতুন ঠিকানা ৷

তবে, নতুন বাড়ি সম্পর্কে মুখ খুলতে রাজি নন বিসিসিআই সভাপতি ৷ তবে, কলকাতা শহরের এক নম্বর সেলিব্রিটি তথা বাঙালির আইকনের ঠিকানা বদল নিয়ে জনমানসে আগ্রহ তো থাকবেই ৷ গাছগাছালি দিয়ে ঘেরা বাড়িটি বিশাল এলাকা নিয়ে রয়েছে ৷ এ বার থেকে সেখানেই সপরিবারে থাকবেন ৷ যাতায়াতের সুবিধার জন্য বাড়ি বদলের সিদ্ধান্ত বলে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন ৷

নিজাম প্যালেসের কাছে লোয়ার রওডন স্ট্রিটে 23.6 কাঠা জমির উপরে রয়েছে মহারাজের নতুন বাড়ি ৷ শোনা যাচ্ছে বাড়িটির দাম প্রায় 40 কোটি টাকা ৷ সবরকমের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে এই বাড়িতে ৷ সেই সঙ্গে নিরিবিলি শান্ত পরিবেশ ৷ এই বাড়িটি সৌরভ কিনেছেন অনুপমা বাগড়ি, কেশব দাস বিয়ানি এবং নিকুঞ্জ বিয়ানির কাছ থেকে ৷ মা নিরূপা গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা এবং কন্যা সানার নামে এই বাংলো কিনেছেন সৌরভ ৷ এ বার সপরিবারে সেখানে থাকবেন তিনি ৷ ভবিষ্যতে পুরো বাড়িটি ভেঙে নতুন করে তৈরি করার সম্ভাবনাও রয়েছে বলে শোনা যাচ্ছে ৷

সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ৷ নিয়মিত তাঁকে বিভিন্ন কাজে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয় ৷ পাশাপাশি একটি জনপ্রিয় চ্যানেলের রিয়ালিটি শোয়ের সঞ্চালকও ৷ বেহালা থেকে যাতায়াত করতে অসুবিধা হচ্ছিল সৌরভের ৷ ট্রাফিক এবং দীর্ঘপথে অনেকটা সময় চলে যাচ্ছিল। সেক্ষেত্রে মধ্য কলকাতায় থাকলে তাঁর সব দিক থেকে সুবিধা ৷ এর আগেও তাঁর ঠিকানা বদলের কথা শোনা গিয়েছিল ৷ রাজারহাটে তাঁর নতুন ঠিকানা হবে বলেও খবর রটেছিল ৷ কিন্তু শেষ পর্যন্ত বেহালা থেকে মধ্য কলকাতায় নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন : Sourav Visits Eden Gardens : ইডেনে আইপিএল প্লে-অফ, প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ

জন্মের পর থেকে দীর্ঘ 48 বছর বেহালার বীরেন রায় রোডের মঙ্গলচণ্ডী ভবনে গঙ্গোপাধ্যায় পরিবারেক সঙ্গে সময় কেটেছে ৷ ছোটবেলার স্মৃতি, ক্রিকেটার জীবন সব মিলিয়ে 48 বছরের সম্পর্ক ওই বাড়ির সঙ্গে ৷ সেই ঠিকানা ছাড়ছেন সৌরভ ৷ তাঁর কথায়, ‘‘48 বছর পর বাড়ি ছাড়ার সিদ্ধান্ত কঠিন ৷ তবে বেহালা থেকে যাতায়াতের প্রচণ্ড সমস্যা ছিল ৷ এর মধ্যেও চেষ্টা করেছি ৷ আর পারলাম না ৷ শহরের মাঝখানে বাড়ি থাকার বিস্তর সুবিধা ৷ কাজের ক্ষেত্রেও সুবিধে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.