ETV Bharat / city

ফুলবাগানে যুব মোর্চার বিক্ষোভ, গ্রেপ্তার সৌমিত্র খাঁ সহ 54 - BJP news

একাধিক অভিযোগে আজ ফুলবাগান DC অফিসের সামনে বিক্ষোভ দেখাল যুব মোর্চা । এখনও পর্যন্ত 54 জনকে গ্রেপ্তার করছে পুলিশ ।

গ্রেপ্তার সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসু
গ্রেপ্তার সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসু
author img

By

Published : Jun 15, 2020, 4:49 PM IST

কলকাতা, 15 জুন : দলীয় কার্যকর্তাদের উপর পুলিশি নির্যাতন, মিথ্যা মামলা রুজুর অভিযোগে ফুলবাগান DC অফিসের সামনে বিক্ষোভ দেখাল যুব মোর্চা । যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসু সহ 54 জনকে গ্রেপ্তার করছে পুলিশ ।

BJP-র অভিযোগ, কলকাতার চারটি সাংগঠনিক জেলাতেই দলীয় কার্যকর্তাদের মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে পুলিশ । সোশাল মিডিয়ায় কোনও কার্যকর্তা কোনও ভিডিয়ো পোস্ট করলে তাঁকে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা জেরা করছে । যুব মোর্চার কোনও কার্যকর্তা ত্রাণ বিলি করতে গেলে তাঁকে বাধা দেওয়া হচ্ছে । এই সব একাধিক অভিযোগে আজ ফুলবাগানে DC অফিস ঘেরাও করে যুব মোর্চা ।

সাংসদ সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসুর নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা মিছিল করে এসে DC অফিসের সামনে বিক্ষোভ দেখান । সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় । এরপর তাঁদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ।

যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম । কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় । পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে রেখেছে ।"

কলকাতা, 15 জুন : দলীয় কার্যকর্তাদের উপর পুলিশি নির্যাতন, মিথ্যা মামলা রুজুর অভিযোগে ফুলবাগান DC অফিসের সামনে বিক্ষোভ দেখাল যুব মোর্চা । যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসু সহ 54 জনকে গ্রেপ্তার করছে পুলিশ ।

BJP-র অভিযোগ, কলকাতার চারটি সাংগঠনিক জেলাতেই দলীয় কার্যকর্তাদের মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে পুলিশ । সোশাল মিডিয়ায় কোনও কার্যকর্তা কোনও ভিডিয়ো পোস্ট করলে তাঁকে লালবাজারে ডেকে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা জেরা করছে । যুব মোর্চার কোনও কার্যকর্তা ত্রাণ বিলি করতে গেলে তাঁকে বাধা দেওয়া হচ্ছে । এই সব একাধিক অভিযোগে আজ ফুলবাগানে DC অফিস ঘেরাও করে যুব মোর্চা ।

সাংসদ সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসুর নেতৃত্বে যুব মোর্চার কর্মীরা মিছিল করে এসে DC অফিসের সামনে বিক্ষোভ দেখান । সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয় । এরপর তাঁদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় পুলিশ ।

যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম । কিন্তু আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় । পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করে রেখেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.