কলকাতা, 15 সেপ্টেম্বর: হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhyay) ৷ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Justice Prakash Srivastava) ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Bandopadhay appeal to the SC challenging HC verdict)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে তার পুনর্নিয়োগ বেআইনি, তাই তাঁকে পদ থেকে সরানোর নির্দেশ প্রদান করে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
আচার্যের অনুমতির বিরুদ্ধাচারণ করে রাজ্যের এক্তিয়ার নেই উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ৷ তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পুনর্বহাল অবৈধ। 13 সেপ্টেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গেলেন সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ৷ এই মর্মে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্যও ৷ 2021 সালের 27 অগস্ট সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের চার বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাঁকে পুনর্নিয়োগ করে রাজ্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: টাটা মেটালিকে চাকরি হবে 1 হাজার, জানালেন মুখ্যমন্ত্রী
এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বাড়ানোর জন্য রাজ্য সরকার রাজ্যপালের অনুমতি চেয়েছিল। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পূর্বতন রাজ্যপাল তিনমাসের জন্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের পদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু রাজ্যপালের অনুমতি ছাড়াই রাজ্য তাঁকে পুনরায় চার বছরের জন্য নিয়োগ করা হয় ৷ রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।