ETV Bharat / city

আমাদের কর্তব্য ওঁর অসম্পূর্ণ লড়াইকে যৌথভাবে এগিয়ে নিয়ে যাওয়া : বিমান বসু

author img

By

Published : Jul 30, 2020, 5:37 AM IST

বুধবার গভীর রাতে প্রয়াত হন সোমেন মিত্র ৷ প্রদেশ কংগ্রেস সভাপতির মৃত্যুতে শোকের ছায়া রাজ্যের রাজনৈতিক মহলে ৷

mourning on death of Somen Mitra
বিমান বসু

কলকাতা, 30 জুলাই : সোমেন মিত্র নেই । গভীর রাতে এই খবরটা পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনেকে । যেমন, আবদুল মান্নান বললেন, "এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই ।" শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।

দীর্ঘদিন ধরে সোমেন মিত্রের সঙ্গে রাজনীতির ময়দানে কাজ করেছেন আবদুল মান্নান । বলেন, "রাজনৈতিক শূন্যতা তৈরি হল । এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই । দীর্ঘদিনের সহযোদ্ধা, আমার দাদা, পথপ্রদর্শক আজ চলে গেলেন । এ যেন আত্মীয় বিয়োগের শোক । "

তাঁর কথায়, "রাজনৈতিকভাবে যে লড়াই এই কঠিন সময়ে শুরু করেছিলাম তা অবশ্যই ধাক্কা খাবে । কারণ সোমেনদা বহু যুদ্ধের সৈনিক । তিনি জানতেন, কীভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ লড়াই গড়ে তুলতে হয় । আর কিছু ভালো লাগছে না । এই কঠিন সময়ে আর কত দুঃখ অপেক্ষা করছে ।"

সোমেন মিত্রর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ তিনি বলেন, "রাজনৈতিক দিক থেকে আমরা ভিন্ন মতাদর্শে বিশ্বাস করতাম । কিন্তু মানুষের স্বার্থে, ধর্মনিরপেক্ষ ঐক্যের স্বার্থে একমঞ্চে দাঁড়িয়ে লড়াইয়ের অঙ্গীকার করেছিলাম । তবে ঐক্য অটুট থাকবে । "

তিনি আরও বলেন, "ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো । ওঁর রাজনৈতিক জীবনের লড়াই শাসক এবং বিরোধী দুই শিবির থেকেই দেখেছি । সমালোচনা এবং সমর্থন করেছি । বয়সে আমার থেকে দু'তিন বছরের ছোটো হলেও ওঁর প্রতি ভালোবাসা মেশানো শ্রদ্ধা ছিল । এখন আমাদের কর্তব্য যৌথভাবে ওঁর অসম্পূর্ণ লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া ।"

কলকাতা, 30 জুলাই : সোমেন মিত্র নেই । গভীর রাতে এই খবরটা পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনেকে । যেমন, আবদুল মান্নান বললেন, "এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই ।" শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ।

দীর্ঘদিন ধরে সোমেন মিত্রের সঙ্গে রাজনীতির ময়দানে কাজ করেছেন আবদুল মান্নান । বলেন, "রাজনৈতিক শূন্যতা তৈরি হল । এখনও বিশ্বাস করতে পারছি না সোমেনদা নেই । দীর্ঘদিনের সহযোদ্ধা, আমার দাদা, পথপ্রদর্শক আজ চলে গেলেন । এ যেন আত্মীয় বিয়োগের শোক । "

তাঁর কথায়, "রাজনৈতিকভাবে যে লড়াই এই কঠিন সময়ে শুরু করেছিলাম তা অবশ্যই ধাক্কা খাবে । কারণ সোমেনদা বহু যুদ্ধের সৈনিক । তিনি জানতেন, কীভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ লড়াই গড়ে তুলতে হয় । আর কিছু ভালো লাগছে না । এই কঠিন সময়ে আর কত দুঃখ অপেক্ষা করছে ।"

সোমেন মিত্রর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ তিনি বলেন, "রাজনৈতিক দিক থেকে আমরা ভিন্ন মতাদর্শে বিশ্বাস করতাম । কিন্তু মানুষের স্বার্থে, ধর্মনিরপেক্ষ ঐক্যের স্বার্থে একমঞ্চে দাঁড়িয়ে লড়াইয়ের অঙ্গীকার করেছিলাম । তবে ঐক্য অটুট থাকবে । "

তিনি আরও বলেন, "ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক ছিল অত্যন্ত ভালো । ওঁর রাজনৈতিক জীবনের লড়াই শাসক এবং বিরোধী দুই শিবির থেকেই দেখেছি । সমালোচনা এবং সমর্থন করেছি । বয়সে আমার থেকে দু'তিন বছরের ছোটো হলেও ওঁর প্রতি ভালোবাসা মেশানো শ্রদ্ধা ছিল । এখন আমাদের কর্তব্য যৌথভাবে ওঁর অসম্পূর্ণ লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.