কলকাতা, 5 মে : তীব্র গরমে স্কুল পড়ুয়াদের সুস্থতার কথা মাথায় রেখে গত 2 মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ে গেলেও, একাধিক বেসরকারি স্কুল আবার ফিরিয়ে এনেছে অনলাইনে পঠনপাঠন ব্যবস্থা । তবে গত কয়েকদিন বৃষ্টি হয়ে কিছুটা আবহাওয়ার উন্নতি হতেই, বেশ কিছু বেসরকারি স্কুল পুনরায় পড়ুয়াদের নিয়ে স্কুলে পঠনপাঠন শুরু করেছে (some of the private schools call back students to schools) ।
গরমের জন্য একদিকে যেমন গরমের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে ৷ অন্যদিকে বেসরকারি স্কুলগুলিতে এখনও ছুটি ঘোষণা করেনি । বরং কিছু স্কুলে নিচু শ্রেণিতে অনলাইনে পড়াশোনা চলছে ৷ পাশাপাশি বড় ক্লাসের পড়ুয়াদের স্কুলে গিয়েই ক্লাস করতে হচ্ছে । গরমের আঁচ কিছুটা কম হতেই পড়ুয়ারা আবার ফিরেছে স্কুলে । সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, "আবহাওয়ার কিছুটা উন্নতি দেখে গত সোমবার থেকে দ্বিতীয় শ্রেণি থেকে একেবারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য আবার স্কুলে এসে পড়াশোনা শুরু হয়েছে । তবে সরকারি নির্দেশিকা মেনে আমরা হয়তো গরমের ছুটি কিছুটা এগিয়ে আনব । এই বিষয় দ্রুত স্কুল কতৃপক্ষ সিদ্ধান্ত নেবে ।"
অন্যদিকে একাধিক সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মতে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এ যেন স্বস্তির বৃষ্টি আর অস্বস্তির ছুটি । কারণ ছুটি পড়ে যাওয়ায় বহু স্কুলে পরীক্ষা মাঝপথেই বন্ধ হয়েছে । 45 দিনের গরমের ছুটির জন্য পড়ুয়ারা অনেকটা পিছিয়ে যাবে । সিলেবাস শেষ হওয়ার ক্ষেত্রেও সমস্যা হবে বলে মনে করছে শিক্ষামহল । এই বিষয় অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "অবিলম্বে সরকারি স্কুলগুলিতে পুনরায় খোলার আর্জি জানিয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছি । বর্তমানে রাজ্যের আবহাওয়া বেশ ভাল । নেই তাপপ্রবাহ । বৃষ্টি হয়ে যাওয়ার ফলে চারদিকের আবহাওয়া এখন অনেকটা ঠান্ডা ও স্বাভাবিক হয়েছে । এমনকি উত্তরবঙ্গে পড়ুয়ারা সোয়েটার পড়ে অনেকে স্কুলে গেছে । তাই অবিলম্বে সরকারি স্কুল গুলি খোলার আবেদন রইল । প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সহ একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক ।"
আরও পড়ুন : SSC to Start Recruitment in State : 6 বছর পর ফের এসএসসি‘র মাধ্যমে শিক্ষক নিয়োগ রাজ্যে
শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চর রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "বিদ্যালয়গুলিতে প্রথম পর্বের মূল্যায়ন, একাদশ শ্রেণির প্রাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মুখে শিক্ষাদফতর থেকে সকালে স্কুল চালুর পরামর্শ জারি হয় । এমনকি আবহাওয়া দফতরের ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও আচমকাই প্রায় দেড় মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করা হয় । উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে এই দাবদাহের কোনও চিহ্ন নেই । পর্বের মূল্যায়ন শেষ করা যেত অথবা পরিস্থিতি দেখে অল্প দিন করে ছুটি দেওয়া যেত । হঠাৎ করে দেড় মাসের জন্য ছুটি ঘোষণা অবাস্তবোচিত।" বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে চিঠি দিয়েছেন তাঁরা । সেন্ট জেমস স্কুলে এখনও ছুটি পড়েনি । একেবারে ছোট ক্লাস থেকে দ্বাদশ পর্যন্ত স্কুলে গিয়ে পঠন-পাঠন চালু রয়েছে আপাতত । ডিপিএস রুবি পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ছোটদের জন্য যেমন অনলাইনে পঠনপাঠন হচ্ছে, অপরদিকে বড় ক্লাসের পড়ুয়ারা স্কুলে এসেই পড়াশোনা করছে । এমনকি পুরোদমে চলছে সিবিএসই পরীক্ষাও ।
আরও পড়ুন : Mamata Banerjee on Lakshmir Bhandar: 1.5 কোটি মানুষ লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন: মমতা
ক্যালকাটা গার্লস স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীরা আবার স্কুলে আসবে, না ছুটি এগিয়ে নিয়ে আসা হয়, তা নিয়ে দ্রুত বৈঠক করা হবে । অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, "গরমের ছুটির জন্য অনেক পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না । মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী আগামী 7 মে-র মধ্যে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কাজ শেষ করার কথা । এই কাজটা অধিকাংশ উচ্চমাধ্যমিক বিদ্যালয় 2 মে থেকেই শুরু হওয়ার কথা ছিল । সেই পরীক্ষার পরিণতি কী হবে তা আমাদের জানা নেই ।"