ETV Bharat / city

হেরোইন হাত বদলের পূর্বে কলকাতায় গ্রেপ্তার যুবক - Lalbazar police station

হাত বদলের পূর্বেই গ্রেপ্তার হেরোইন পাচারকারী ৷ গাইঘাটার বাসিন্দা কলকাতায় পাচার করতে আসে ৷ শিয়ালদা আদালতে পেশ করা হয়েছে ৷

smuggling-drugs-arrested-1-in-kolkata
হেরোইন হাত বদলের পূর্বে কলকাতায় গ্রেপ্তার যুবক
author img

By

Published : Aug 9, 2020, 2:21 PM IST

কলকাতা, 9 অগাস্ট : হেরোইনের হাত বদলের পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ গ্রেপ্তার করা হয়েছে এক হেরোইন পাচারকারীকে ৷ পাচারকারীর কাছ থেকে 260 গ্রাম প্যাকেটজাত হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ যার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা ৷

ধৃতের নাম বাদল বালা ৷ বয়স 33 ৷ উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা এলাকার শিমুলপুরের বাসিন্দা ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের কাছে আগে থেকে খবর ছিল মানিকতলা থানা এলাকার বাগমারিতে হেরোইন পাচার হবে ৷ সেই মত গতকাল দুপুর দুটো নাগাদ বাগমারি রোড এলাকায় কড়া নজরদারি চালায় ৷ 52 নম্বর বাগমারি রোড এলাকা থেকে বাদল বালাকে আটক করা হয় ৷ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় প্যাকেটজাত হেরোইন ৷ গোয়েন্দারা ওই হেরোইন বাজেয়াপ্ত করে ৷

লালবাজার থানা সূত্রের খবর, আজ পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ গোয়েন্দারা নিশ্চিত, এই বাদলের সঙ্গে মাদকপাচার চক্রের যোগ রয়েছে ৷ এই পাচারচক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের হদিস চালাচ্ছে পুলিশ ৷ তদন্ত জারি রয়েছে ৷

কলকাতা, 9 অগাস্ট : হেরোইনের হাত বদলের পরিকল্পনা ভেস্তে দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ গ্রেপ্তার করা হয়েছে এক হেরোইন পাচারকারীকে ৷ পাচারকারীর কাছ থেকে 260 গ্রাম প্যাকেটজাত হেরোইন উদ্ধার করা হয়েছে ৷ যার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা ৷

ধৃতের নাম বাদল বালা ৷ বয়স 33 ৷ উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা এলাকার শিমুলপুরের বাসিন্দা ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যান্টি নারকোটিক সেলের কাছে আগে থেকে খবর ছিল মানিকতলা থানা এলাকার বাগমারিতে হেরোইন পাচার হবে ৷ সেই মত গতকাল দুপুর দুটো নাগাদ বাগমারি রোড এলাকায় কড়া নজরদারি চালায় ৷ 52 নম্বর বাগমারি রোড এলাকা থেকে বাদল বালাকে আটক করা হয় ৷ তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় প্যাকেটজাত হেরোইন ৷ গোয়েন্দারা ওই হেরোইন বাজেয়াপ্ত করে ৷

লালবাজার থানা সূত্রের খবর, আজ পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ গোয়েন্দারা নিশ্চিত, এই বাদলের সঙ্গে মাদকপাচার চক্রের যোগ রয়েছে ৷ এই পাচারচক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের হদিস চালাচ্ছে পুলিশ ৷ তদন্ত জারি রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.