শিয়ালদা ও হাওড়া, 11 জুলাই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের ৷ সোমবার হাওড়া ময়দান থেকে এই স্টেশনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani inaugurates Sealdah Metro Station) ৷ তবে এদিনই এই স্টেশনে শুরু হচ্ছে না পরিষেবা ৷ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত 9 কিমি যাত্রাপথে চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু হবে মেট্রো পরিষেবা ।
সোমবার হাওড়া ময়দান স্টেশন থেকে শিয়ালদা মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন স্মৃতি ইরানি । এই উদ্বোধনের ফলে সল্টলেক সেক্টর ফাইভ থেকে মেট্রোয় সরাসরি পৌঁছে যাওয়া যাবে শিয়ালদায় ৷ উল্লেখ্য ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে এই শিয়ালদা স্টেশন ৷ সামনের বছর হাওড়া ময়দান মেট্রো স্টেশনের সঙ্গে শিয়ালদা মেট্রো স্টেশন যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷
আরও পড়ুন: সেজে উঠেছে শিয়ালদা মেট্রো, দেখে নিন চোখধাঁধানো কিছু ছবি
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত 9 কিলোমিটার দীর্ঘ মেট্রো রুটে মোট 8টি স্টেশন রয়েছে ৷ 21 মিনিটের এই যাত্রাপথে ন্যূনতম ভাড়া 10 টাকা ৷ সর্বোচ্চ ভাড়া 20 টাকা । আপাতত শিয়ালদা মেট্রো স্টেশনে ভিড় সামলাতে থাকছে 9টি সিঁড়ি, 18টি চলমান সিঁড়ি । এছাড়াও শিয়ালদা স্টেশনে যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট 5টি লিফটের ব্যবস্থা । পাশাপাশি, যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনে তৈরি করা হয়েছে 27টি টিকিট কাউন্টার ।
এছাড়াও কলকাতায় এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম । এর মাধ্যমে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে যাত্রীদের ওঠা-নামার সুবিধা । যদিও হাওড়া ময়দান থেকে সম্পূর্ণ মেট্রো রুট চালু হলে মোট 13টি স্টেশন এই রুটে ৷ স্টেশনগুলি হল হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, চাঁদনী চক, এসপ্ল্যানেড, শিয়ালদা, ফুলবাগান, যুব ভারতী ক্রীড়াঙ্গন, বেঙ্গল ক্যামিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক,করুণাময়ী ও সল্টলেক সেক্টর ৫ ।