কলকাতা, 28 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (Foundation day of Trinamool Chhatra Parishad) উপলক্ষে সোমবার ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে বিশাল মঞ্চ করে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে । আর এই সভা মঞ্চের কারণেই স্থগিত হয়ে গেল চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ (SLST Agitation Postponed) ।
সোমবার একদিনের জন্য অবস্থা বিক্ষোভ করছেন না হবু শিক্ষকেরা । তাঁদের বক্তব্য, প্রশাসন নিরাপত্তার কারণে অবস্থান-বিক্ষোভ একদিনের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়েছিল । সেই অনুরোধে সাড়া দিয়ে তাঁরা আগামিকাল অবস্থান বিক্ষোভ করবেন না । শুধু কালই নয় । আগামী 1 সেপ্টেম্বরও তাঁরা অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছেন । কারণ, সেদিন জোড়াসাঁকো থেকে গান্ধি মূর্তি পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) নেতৃত্বে বিশাল মিছিল পৌঁছবে । দুর্গা পুজো ইউনেসকো স্বীকৃতি পাওয়া উপলক্ষে এই মিছিল আয়োজন করা হয়েছে । সেদিনও নিরাপত্তার কারণে পুলিশ চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ করে অবস্থান বিক্ষোভ স্থগিত করার জন্য । যা মেনে নেন চাকরিপ্রার্থীরা (SLST Candidates Protest) ৷
অবস্থানরত চাকরিপ্রার্থী ইলিয়াস বিশ্বাস বলেন, "ময়দান থানার পুলিশ মেইল মারফত নিরাপত্তা জনিত কারণে ওই দু'দিন অবস্থান বিক্ষোভ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে । প্রশাসনিক অনুরোধে আমরা দু'দিন অবস্থান বিক্ষোভ স্থগিত রাখছি । একইসঙ্গে আমরা আশা করছি আগামিকাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পুজোর আগেই আমাদের নিয়োগের বন্দোবস্ত করার ব্যবস্থা করবেন । কারণ রাজ্যের মানুষ দীর্ঘ উৎসবে যেমন আনন্দ মুখরিত থাকবে, আমরাও চাকরি পেয়ে সেই উৎসবের অংশ হতে চাই । আশা করি সরকার এবং মুখ্যমন্ত্রী আমাদের এই দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন ।"
আরও পড়ুন: 'আপনাদের জন্য জীবন দিতেও রাজি', বিক্ষোভরত চাকরী প্রার্থীদের আশ্বাস অধীরের
প্রসঙ্গত, রবিবার চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ 532 দিনে পড়ল । ঝড়, জল উপেক্ষা করে টানা প্রায় দেড় বছর ধরে রাস্তায় বসে আছেন চাকরিপ্রার্থীরা । অনেকে সংসার ছেড়ে সঠিক নিয়োগের দাবিতে রাস্তায় বসেছেন । কেউ আর অসুস্থ বাবা-মাকে ঘরে ফেলে রাস্তায় বসে আছেন । কিন্তু ন্যায্য চাকরিতে তাঁরা এখনও নিয়োগ হতে পারলেন না । এই আক্ষেপ তাঁদের রয়েই গেল । তাই, তাঁরা দ্রুত নিয়োগের দাবিতে অনড় ।