কলকাতা, 12 ডিসেম্বর : ই-কমার্স সাইট সাহায্য করছে ATM প্রতারণায় ! ভাবছেন উলট পুরাণ? এ কোনও গল্প নয় । বাস্তব । অনলাইন শপিং সংস্থা হয়ে উঠেছে প্রতারণা সহায়ক । ওয়েবসাইটে ঢালাও বিক্রি হচ্ছে চিনা স্কিমিং ডিভাইস ।
মোবাইল, জামাকাপড় অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে সাধারণভাবেই । পাঁচটা অনলাইন শপিং ওয়েবসাইটের মতোই । কিন্তু আলিবাবার মতো এই ওয়েবসাইটকে কাজে লাগাচ্ছে প্রতারকরা । কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর এমনটাই । সেখানে অর্ডার করলে হাতের নাগালে চলে আসছে ATM প্রতারণার প্রাথমিক শর্তের যন্ত্রপাতি । ওয়েবসাইটে স্কিমিং ডিভাইস বিক্রি হচ্ছে মাত্র 730 টাকা থেকে 3650 টাকার মধ্যে । বিশেষ মডেলের একটি যন্ত্র নাকি প্রায় 92 শতাংশ সফল, বলছে পুলিশ ।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ জেনেছে, অনলাইন সংস্থায় অর্ডার করলে অনায়াসেই তা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে চলে আসছে হাতের নাগালে । কলকাতার ATM প্রতারণাতেও ব্যবহৃত স্কিমার মেশিন ওই সংস্থা থেকেই কেনা । এ প্রসঙ্গে কলকাতা গোয়েন্দা প্রধান বলেন, ''নানা বেআইনি জিনিসপত্র কুরিয়ারের মাধ্যমে দেশে ঢুকছে । এর মধ্যে ATM স্কিমিং ডিভাইসও রয়েছে । বিষয়টি কীভাবে বন্ধ করা যায় তা দেখতে হবে । " কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, দিল্লি ও কলকাতার বেশ কয়েকটি মার্কেট রয়েছে যেখানে অসাধু ব্যবসায়ীরা অনলাইনের মাধ্যমে ওই বেআইনি জিনিসপত্র এনে চড়া দামে বিক্রি করছে প্রতারকদের । এই বিষয়গুলি নিয়ে এবার নজর দেবে পুলিশ ।