ETV Bharat / city

কলকাতায় ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ - mail motor services

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাক বিভাগ । কলকাতায় এই নিয়োগ হবে । নিয়োগের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল ।

চাকরির খবর
চাকরির খবর
author img

By

Published : Oct 18, 2020, 7:01 AM IST

ইন্ডিয়া পোস্টের মেইল মোটর সার্ভিস কলকাতায় 19 জন স্কিলড আর্টিশন তথা ট্রেডে দক্ষ কারিগর নিয়োগ করা হবে । আগ্রহী প্রার্থীকে নিজেদের বায়ো ডেটা কলকাতার বেলেঘাটা রোডের মেইল মোটর সার্ভিসের অফিসে স্পিড বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে । এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

শূন্য আসন : 19

  • মোটর ভেহিকেল মেকানিক - 8
  • মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ান - 4
  • ব্ল্যাকস্মিথ - 2
  • টায়ারম্যান - 2
  • পেইন্টার - 1
  • আপহোল্ডার - 1
  • কার্পেন্টার অ্যান্ড জয়েনার - 1

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে VIII পাশের যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

মোটর ভেহিকেল মেকানিকের জন্য আবেদনকারীর ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।

বসয়সীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 30 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত

প্রার্থী বাছাই প্রক্রিয়া : প্রতিযোগিতামূলক ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে ।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা সমস্ত প্রাসঙ্গিক নথি-সহ রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন । 2 নভেম্বর বিকেল 5টার আগে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছে যেতে হবে । ঠিকানা : সিনিয়র ম্যানেজার, মেইল মোটর সার্ভিসেস, 139, বেলেঘাটা রোড, কলকাতা - 7000151

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনপত্র গ্রহণের শেষ দিন : 02.11.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ইন্ডিয়া পোস্টের মেইল মোটর সার্ভিস কলকাতায় 19 জন স্কিলড আর্টিশন তথা ট্রেডে দক্ষ কারিগর নিয়োগ করা হবে । আগ্রহী প্রার্থীকে নিজেদের বায়ো ডেটা কলকাতার বেলেঘাটা রোডের মেইল মোটর সার্ভিসের অফিসে স্পিড বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে । এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হল...

শূন্য আসন : 19

  • মোটর ভেহিকেল মেকানিক - 8
  • মোটর ভেহিকেল ইলেক্ট্রিশিয়ান - 4
  • ব্ল্যাকস্মিথ - 2
  • টায়ারম্যান - 2
  • পেইন্টার - 1
  • আপহোল্ডার - 1
  • কার্পেন্টার অ্যান্ড জয়েনার - 1

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে VIII পাশের যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

মোটর ভেহিকেল মেকানিকের জন্য আবেদনকারীর ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ।

বসয়সীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 30 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত

প্রার্থী বাছাই প্রক্রিয়া : প্রতিযোগিতামূলক ট্রেড টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে ।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা সমস্ত প্রাসঙ্গিক নথি-সহ রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে আবেদন করতে পারবেন । 2 নভেম্বর বিকেল 5টার আগে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পৌঁছে যেতে হবে । ঠিকানা : সিনিয়র ম্যানেজার, মেইল মোটর সার্ভিসেস, 139, বেলেঘাটা রোড, কলকাতা - 7000151

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনপত্র গ্রহণের শেষ দিন : 02.11.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.