কলকাতা, 17 ফেব্রুয়ারি : পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশুর সংকট এখনও কাটেনি ৷ SSKM-এর CTVS-এ চিকিৎসাধীন ঋষভ সিং ৷ দিব্যাংশ ভকতকে ট্রমা কেয়ার সেন্টারেই রাখা হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ঋষভের ফুসফুসে তেমন উন্নতি দেখা যায়নি ৷ গতকালও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে দুই শিশুর ৷ পরিস্থিতির ওপর নজর রাখছেন চিকিৎসকরা ৷
গত শুক্রবার হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় জখম দুই শিশুকে প্রথমে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে গ্রিন করিডরের মাধ্যমে SSKM-এ নিয়ে আসা হয় তাদের ৷ ঋষভ সিং ও দিব্যাংশ ভকতকে প্রথমে ভেন্টিলেশনে রাখা হয় ৷ কিন্তু ভেন্টিলেশনের সাপোর্ট নিতে পারছিল না ঋষভ ৷ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ ফুসফুসে কাদা জল ঢুকে যাওয়ায় তার প্রাণ সংশয় দেখা দেয় ৷ এই পরিস্থিতিতে ঋষভকে শুক্রবার রাত থেকেই CTVS-এর এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO) -ও স্থানান্তর করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, গতকাল তার এক্স-রে সহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে ৷ ঋষভের ট্র্যাকিওস্টমি করা হয়েছে ৷ তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে ৷ অন্যদিকে দিব্যাংশের মাথার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ SSKM-এর মেডিকেল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল রঘুনাথ মিশ্র জানিয়েছেন, ঋষভ ও দিব্যাংশের সংকট কাটেনি ৷