ETV Bharat / city

SIO Protest Rally মোদি ও মমতার সরকারের বিরুদ্ধে পথে নামল স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন - মোদি ও মমতার সরকার

জামায়াতে ইসলামী হিন্দের ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন (Student Islamic Organisation) বৃহস্পতিবার কলকাতায় মিছিল করে ৷ বিধানসভায় স্মারকলিপিও জমা দেয় ৷ মিছিল থেকে কেন্দ্র ও রাজ্য, দুই সরকারকে উৎখাত করার আওয়াজ ওঠে (SIO Protest Rally) ।

sio-protest-rally-at-kolkata-against-modi-and-mamata-government
SIO Protest Rally মোদি ও মমতার সরকারের বিরুদ্ধে পথে নামল স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন
author img

By

Published : Aug 25, 2022, 6:22 PM IST

কলকাতা, 25 অগস্ট : বেকারত্ব (Unemployment) ও দুর্নীতি (Corruption)-সহ একাধিক ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন পথে নামছে । কেন্দ্র ও রাজ্য, দুই সরকারকে উৎখাত করার আওয়াজ তুলছে । এবার একই ইস্যুতে জামায়াতে ইসলামী হিন্দের ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন (Student Islamic Organisation) বা এসআইও পথে নামল ।

SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল

গত কয়েক সপ্তাহ রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় প্রচার, মিটিং, মিছিল, পথসভা করার পর বৃহস্পতিবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা (SIO Protest Rally) । সেই মিছিল থেকে ‘শিক্ষার পুনর্মূল্যায়ন-সমুন্নত শিক্ষাঙ্গন-বেকারত্ব দূরীকরণ’ শিরোনামে 13 দফা দাবি তোলে ওই সংগঠন ৷ পরে এসআইও-র রাজ্য সংগঠন বিকাশ ভবন ও রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয় ।

SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল
SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল

এসআইও-র রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, "রাজ্যে শিক্ষাঙ্গনের হাল খুবই খারাপ । কর্মসংস্থানে দেশে 70 শতাংশ ভর্তি হয়েও স্কুল ছেড়ে দিচ্ছে । বিশেষ করে 15 থেকে 17 বছর বয়সী স্কুলছুট সংখ্যা বাড়ছে । করোনার (Covid Pandemic) কারণে স্কুলছুটের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে । কলেজ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ রয়েছে । অগ্নিপথ প্রকল্পের নামে ঠিকাসেনা নিয়োগের অপচেষ্টা চলছে । যা ভবিষ্যতের দেশের সহিংসতা সৃষ্টি করবে । সার্বিকভাবে স্বাধীনতার 75 বছর পরেও আমরা সামাজিক বিপদসীমায় অবস্থান করছি । এই সার্বিক পরিস্থিতির বদলের দাবি আমাদের ।’’

SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল

জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, "রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতি হয়েছে ৷ সিবিআই তদন্ত চলছে । সেই তদন্ত স্বচ্ছতার পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করছি ৷ দ্রুত শূন্য পদে নিয়োগেরও দাবি করা হচ্ছে । সার্বিকভাবে রাজ্যের মাদ্রাসাগুলির হাল খুবই খারাপ তার পরিকাঠামোগত উন্নয়ন-সহ সার্বিক উন্নয়নের দিকেও সরকার নজর দিক ।"

মোদি ও মমতার সরকারের বিরুদ্ধে পথে নামল স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন

এছাড়াও একাধিক দাবি করা হয়েছে ওই সংগঠনের ৷ সেগুলি হল -

  • সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করতে হবে ।
  • করোনার প্রভাবে স্কুলছুটের পরিসংখ্যান প্রকাশ করতে হবে ও স্কুলছুট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
  • উৎসশ্রী প্রকল্পের পূর্নমূল্যায়ন করতে হবে ।
  • সমস্ত প্রকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি হ্রাস করতে হবে ।
  • ছাত্র-যুবকদের যোগ্যতানুযায়ী স্বনির্ভরতার লক্ষ্যে পরিকাঠামো গড়ে তুলতে হবে ।
  • দ্রুত শিক্ষক নিয়োগ করে ব্লকের স্কুলগুলোতে শিক্ষক ঘাটতি মেটাতে হবে ।
  • মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে ।
  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন ও কোর্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে ।
  • জঙ্গিপুর সংসদীয় এলাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে ।
  • জঙ্গিপুর মহকুমায় একটি আইন কলেজ প্রতিষ্ঠা করতে হবে ।
  • কলেজকেন্দ্রিক এলাকাগুলোতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক হস্টেল তৈরি করতে হবে ।
  • এসএসসি, এমএসসি, সিএসসি, পিএসসি ও প্রাইমারি-সহ অন্যান্য চাকরির শূন্যপদ পূরণে নিয়মিত ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে ।

আরও পড়ুন : ভুয়ো সমীক্ষায় কলকাতায় হকারের সংখ্যা কমানো হয়েছে, দাবি আজাদ হিন্দ মঞ্চের

কলকাতা, 25 অগস্ট : বেকারত্ব (Unemployment) ও দুর্নীতি (Corruption)-সহ একাধিক ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন পথে নামছে । কেন্দ্র ও রাজ্য, দুই সরকারকে উৎখাত করার আওয়াজ তুলছে । এবার একই ইস্যুতে জামায়াতে ইসলামী হিন্দের ছাত্র সংগঠন স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন (Student Islamic Organisation) বা এসআইও পথে নামল ।

SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল

গত কয়েক সপ্তাহ রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় প্রচার, মিটিং, মিছিল, পথসভা করার পর বৃহস্পতিবার কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে তারা (SIO Protest Rally) । সেই মিছিল থেকে ‘শিক্ষার পুনর্মূল্যায়ন-সমুন্নত শিক্ষাঙ্গন-বেকারত্ব দূরীকরণ’ শিরোনামে 13 দফা দাবি তোলে ওই সংগঠন ৷ পরে এসআইও-র রাজ্য সংগঠন বিকাশ ভবন ও রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয় ।

SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল
SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল

এসআইও-র রাজ্য সভাপতি সাবির আহমেদ বলেন, "রাজ্যে শিক্ষাঙ্গনের হাল খুবই খারাপ । কর্মসংস্থানে দেশে 70 শতাংশ ভর্তি হয়েও স্কুল ছেড়ে দিচ্ছে । বিশেষ করে 15 থেকে 17 বছর বয়সী স্কুলছুট সংখ্যা বাড়ছে । করোনার (Covid Pandemic) কারণে স্কুলছুটের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে । কলেজ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ রয়েছে । অগ্নিপথ প্রকল্পের নামে ঠিকাসেনা নিয়োগের অপচেষ্টা চলছে । যা ভবিষ্যতের দেশের সহিংসতা সৃষ্টি করবে । সার্বিকভাবে স্বাধীনতার 75 বছর পরেও আমরা সামাজিক বিপদসীমায় অবস্থান করছি । এই সার্বিক পরিস্থিতির বদলের দাবি আমাদের ।’’

SIO Protest Rally at Kolkata against Modi and Mamata Government
কলকাতায় এসআইওর মিছিল

জামায়াতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, "রাজ্যে একাধিক নিয়োগ দুর্নীতি হয়েছে ৷ সিবিআই তদন্ত চলছে । সেই তদন্ত স্বচ্ছতার পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করছি ৷ দ্রুত শূন্য পদে নিয়োগেরও দাবি করা হচ্ছে । সার্বিকভাবে রাজ্যের মাদ্রাসাগুলির হাল খুবই খারাপ তার পরিকাঠামোগত উন্নয়ন-সহ সার্বিক উন্নয়নের দিকেও সরকার নজর দিক ।"

মোদি ও মমতার সরকারের বিরুদ্ধে পথে নামল স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন

এছাড়াও একাধিক দাবি করা হয়েছে ওই সংগঠনের ৷ সেগুলি হল -

  • সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করতে হবে ।
  • করোনার প্রভাবে স্কুলছুটের পরিসংখ্যান প্রকাশ করতে হবে ও স্কুলছুট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
  • উৎসশ্রী প্রকল্পের পূর্নমূল্যায়ন করতে হবে ।
  • সমস্ত প্রকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি হ্রাস করতে হবে ।
  • ছাত্র-যুবকদের যোগ্যতানুযায়ী স্বনির্ভরতার লক্ষ্যে পরিকাঠামো গড়ে তুলতে হবে ।
  • দ্রুত শিক্ষক নিয়োগ করে ব্লকের স্কুলগুলোতে শিক্ষক ঘাটতি মেটাতে হবে ।
  • মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন দ্রুত সম্পন্ন করতে হবে ।
  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আহিরন ক্যাম্পাসের পরিকাঠামোগত উন্নয়ন ও কোর্সের সংখ্যা বৃদ্ধি করতে হবে ।
  • জঙ্গিপুর সংসদীয় এলাকায় একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করতে হবে ।
  • জঙ্গিপুর মহকুমায় একটি আইন কলেজ প্রতিষ্ঠা করতে হবে ।
  • কলেজকেন্দ্রিক এলাকাগুলোতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক হস্টেল তৈরি করতে হবে ।
  • এসএসসি, এমএসসি, সিএসসি, পিএসসি ও প্রাইমারি-সহ অন্যান্য চাকরির শূন্যপদ পূরণে নিয়মিত ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা করতে হবে ।

আরও পড়ুন : ভুয়ো সমীক্ষায় কলকাতায় হকারের সংখ্যা কমানো হয়েছে, দাবি আজাদ হিন্দ মঞ্চের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.