ETV Bharat / city

ছৌ নাচে ফুটে উঠবে নেতাজির জীবন, সৌজন্যে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় - ছৌ-নাচ

পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী বিশেষভাবে পালনের জন্য ছৌ-নাচকে সম্বল করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছৌ-বিভাগের ছাত্র-ছাত্রীরা প্রস্তুত করেছেন ছৌ-পালা। যার মাধ্যমে তুলে ধরা হবে সুভাষচন্দ্র বসুর জীবনযাত্রা।

sidhu kanhu birsa university will celebrate netaji birth anniversary via chhau dance
ছৌ নাচে ফুটে উঠবে নেতাজির জীবন, সৌজন্যে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Jan 21, 2021, 8:44 PM IST

কলকাতা, 21 জানুয়ারি: ছৌ-নাচের মাধ্যমে কোরোনা সচেতনতার বার্তা দিয়ে সাড়া ফেলে দিয়েছিল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী বিশেষভাবে পালনের জন্য ফের ছৌ-নাচকেই সম্বল করে নিয়েছে তারা। বিশ্ববিদ্যালয়ের ছৌ-বিভাগের ছাত্র-ছাত্রীরা প্রস্তুত করেছেন ছৌ-পালা। যার মাধ্যমে তুলে ধরা হবে সুভাষচন্দ্র বসুর জীবনযাত্রা। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মঞ্চস্থ করা হবে প্রায় 22 মিনিটের ছৌ-পালা।

ছৌ-নাচের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের বিষয়ে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর বলেন, "পুরুলিয়ার বিশেষত্ব হচ্ছে ছৌ-সংস্কৃতি। এ বার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। তাই আমরা নেতাজির উপর ছৌ-পালা তৈরি করেছি। আমাদের ছৌ-বিভাগের ছেলে-মেয়েরা ওইদিনের অনুষ্ঠানে সেই পালা করবে। আমরা ওই পালা ইউটিউব ও সোশ‍াল মিডিয়াতেও আপলোড করে দেব। আর যেহেতু কোরোনার কারণে খুব বেশি মানুষের জমায়েত করা যাবে না, তাই কম সংখ্যক মানুষ নিয়ে ওই দিনের অনুষ্ঠান হবে।"



পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ছৌ-বিভাগে স্নাতক পরবর্তী ডিপ্লোমা কোর্স করানো হয়। সঙ্গে বানানো হয় ছৌ-এর মুখোশও। কোরোনা আবহে ছৌ-নাচের মাধ‍্যমেই মানুষকে সচেতনতার পাঠ দিতে সচেষ্ট হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এ বার সেই ছৌ-নাচের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করতে প্রস্তুত তাঁরা। ছৌ-বিভাগের কো-অর্ডিনেটর সুদীপ ভুঁই বলেন, "আমরা পালায় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামের সময়কার উপর ফোকাস করেছি। উনি গৃহবন্দী থাকা অবস্থায় এলগিন রোডের বাড়ি থেকে চলে গেলেন। সেখান থেকে আমাদের পালা শুরু হয়ে তাঁর অন্তর্ধান পর্যন্ত যাত্রা, কর্মকাণ্ড দেখিয়েছি আমাদের পালায়। শেষ দৃশ্যে আমরা রাখছি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ও তাঁর আদর্শকে মানুষ কীভাবে মনে রাখছে এবং তাঁর বীরত্বের গাঁথা আপামর মানুষের মনে মিশে যাচ্ছে। এটাই পালার মধ্যে আমরা দেখাচ্ছি।"

sidhu kanhu birsa university will celebrate netaji birth anniversary via chhau dance
ছৌ নাচে ফুটে উঠবে নেতাজির জীবন
17-18 জনের একটি দল গঠন করা হয়েছে এই ছৌ-পালার জন্য। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ছৌ-বিভাগে বর্তমান পড়ুয়া নেই‌‌। তাই প্রাক্তন পড়ুয়া ও প্রশিক্ষকদের নিয়েই তৈরি করা হয়েছে এই দল। সুদীপবাবু জানাচ্ছেন, যেহেতু নেতাজিকে নিয়ে ছৌ-পালা আগে কখনও হয়নি, তাই এর জন্য মুখোশ, পোশাক সবই তাঁরা নিজেরা নতুন করে তৈরি করেছেন। পালাটি 23 জানুয়ারি মঞ্চস্থ করার পাশাপাশি বিভিন্ন সোশ‍্যাল মিডিয়ায় প্রচারও করা হবে। সুদীপ ভুঁই বলেন, "আমরা লকডাউন চলাকালীন ছৌ-নাচের মাধ্যমে কোরোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছিলাম। এখন নেতাজিকে নিয়ে করছি। কারণ, পুরুলিয়ার অনেক মানুষ নেতাজির ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। তাই ছৌ-শিল্পটাও যাতে নেতাজির ভাবাদর্শের সঙ্গে জনপ্রিয়তা পায় তাই আমরা এটা করার উদ্যোগ নিয়েছি।"

কলকাতা, 21 জানুয়ারি: ছৌ-নাচের মাধ্যমে কোরোনা সচেতনতার বার্তা দিয়ে সাড়া ফেলে দিয়েছিল পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আগামী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী বিশেষভাবে পালনের জন্য ফের ছৌ-নাচকেই সম্বল করে নিয়েছে তারা। বিশ্ববিদ্যালয়ের ছৌ-বিভাগের ছাত্র-ছাত্রীরা প্রস্তুত করেছেন ছৌ-পালা। যার মাধ্যমে তুলে ধরা হবে সুভাষচন্দ্র বসুর জীবনযাত্রা। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে মঞ্চস্থ করা হবে প্রায় 22 মিনিটের ছৌ-পালা।

ছৌ-নাচের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের বিষয়ে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর বলেন, "পুরুলিয়ার বিশেষত্ব হচ্ছে ছৌ-সংস্কৃতি। এ বার নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। তাই আমরা নেতাজির উপর ছৌ-পালা তৈরি করেছি। আমাদের ছৌ-বিভাগের ছেলে-মেয়েরা ওইদিনের অনুষ্ঠানে সেই পালা করবে। আমরা ওই পালা ইউটিউব ও সোশ‍াল মিডিয়াতেও আপলোড করে দেব। আর যেহেতু কোরোনার কারণে খুব বেশি মানুষের জমায়েত করা যাবে না, তাই কম সংখ্যক মানুষ নিয়ে ওই দিনের অনুষ্ঠান হবে।"



পুরুলিয়ার সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ছৌ-বিভাগে স্নাতক পরবর্তী ডিপ্লোমা কোর্স করানো হয়। সঙ্গে বানানো হয় ছৌ-এর মুখোশও। কোরোনা আবহে ছৌ-নাচের মাধ‍্যমেই মানুষকে সচেতনতার পাঠ দিতে সচেষ্ট হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এ বার সেই ছৌ-নাচের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করতে প্রস্তুত তাঁরা। ছৌ-বিভাগের কো-অর্ডিনেটর সুদীপ ভুঁই বলেন, "আমরা পালায় নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সংগ্রামের সময়কার উপর ফোকাস করেছি। উনি গৃহবন্দী থাকা অবস্থায় এলগিন রোডের বাড়ি থেকে চলে গেলেন। সেখান থেকে আমাদের পালা শুরু হয়ে তাঁর অন্তর্ধান পর্যন্ত যাত্রা, কর্মকাণ্ড দেখিয়েছি আমাদের পালায়। শেষ দৃশ্যে আমরা রাখছি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে ও তাঁর আদর্শকে মানুষ কীভাবে মনে রাখছে এবং তাঁর বীরত্বের গাঁথা আপামর মানুষের মনে মিশে যাচ্ছে। এটাই পালার মধ্যে আমরা দেখাচ্ছি।"

sidhu kanhu birsa university will celebrate netaji birth anniversary via chhau dance
ছৌ নাচে ফুটে উঠবে নেতাজির জীবন
17-18 জনের একটি দল গঠন করা হয়েছে এই ছৌ-পালার জন্য। সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ছৌ-বিভাগে বর্তমান পড়ুয়া নেই‌‌। তাই প্রাক্তন পড়ুয়া ও প্রশিক্ষকদের নিয়েই তৈরি করা হয়েছে এই দল। সুদীপবাবু জানাচ্ছেন, যেহেতু নেতাজিকে নিয়ে ছৌ-পালা আগে কখনও হয়নি, তাই এর জন্য মুখোশ, পোশাক সবই তাঁরা নিজেরা নতুন করে তৈরি করেছেন। পালাটি 23 জানুয়ারি মঞ্চস্থ করার পাশাপাশি বিভিন্ন সোশ‍্যাল মিডিয়ায় প্রচারও করা হবে। সুদীপ ভুঁই বলেন, "আমরা লকডাউন চলাকালীন ছৌ-নাচের মাধ্যমে কোরোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছিলাম। এখন নেতাজিকে নিয়ে করছি। কারণ, পুরুলিয়ার অনেক মানুষ নেতাজির ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। তাই ছৌ-শিল্পটাও যাতে নেতাজির ভাবাদর্শের সঙ্গে জনপ্রিয়তা পায় তাই আমরা এটা করার উদ্যোগ নিয়েছি।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.