কলকাতা, 13 সেপ্টেম্বর : আগামিকাল, বুধবার থেকে রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) শুরু হতে চলেছে স্বল্পকালীন অধিবেশন । বুধবার শোক প্রস্তাবের মাধ্যমেই এই অধিবেশন শুরু হবে । এখনও পর্যন্ত সোমবারের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী 19 তারিখ পর্যন্ত কর্মসূচি দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে এই ক'দিনের মধ্যে আলোচনায় থাকবে এসসি-এসটি নিয়ে একটি সংশোধনী বিল, থাকবে সিবিআইয়ের (CBI) অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব ৷ এছাড়া একটি রিপলিং বিলও থাকছে ।
মোটের উপর এবারের বিধানসভা অধিবেশনে রাজ্যবাসীর চোখ থাকবে বিরোধী রাজনৈতিক দল বিজেপির (BJP) দিকে । কারণ শাসক-বিরোধী তরজায় এবার উত্তপ্ত হতে পারে বিধানসভা । এই মুহূর্তে দুর্নীতি ইস্যুতে ঘরে বাইরে অনেকটাই কোণঠাসা সরকার পক্ষ । বিধানসভা চলাকালীন এর কতটা লাভ বিজেপি নিতে পারে, সেদিকে চোখ থাকবে রাজ্যবাসীর ।
তবে রাজনৈতিক মহল মনে করছে, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) উদারহণ টেনে সাধারণ মানুষকে শাসক দলের বিরুদ্ধে বার্তা দিতে তৎপর বিরোধীকে এবার বিধানসভা অধিবেশনের সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে । অন্যদিকে রাজ্যের শাসক দল সরব হতে পারে কেন্দ্রীয় সংস্থাগুলি ভূমিকা নিয়ে । এই আবহে বিধানসভা অধিবেশন যে শাসক ও বিরোধীর তরজার উত্তপ্ত হতে চলেছে, তা বলার অপেক্ষায় রাখে না । এখন দেখার 14 সেপ্টেম্বর শুরু হওয়া এই অধিবেশন চলাকালীন শাসক এবং বিরোধী নিজের রাজনৈতিক অস্তিত্ব আরও সুদৃঢ় করতে কি কৌশল নেয় ?
আরও পড়ুন : পুজোর আগেই বিধানসভায় স্বল্পকালীন অধিবেশন