ETV Bharat / city

শোভনবাবুর পক্ষে সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়, মন্তব্য রত্নার - kolkata

শোভন চট্টোপাধ্যায় কংগ্রেস করা মানুষ ৷ তাঁর পক্ষে কোনও সাম্প্রদায়িক দলে টিকে থাকা সম্ভব নয় ৷ শোভন চট্টোপাধ্যায়ের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে মন্তব্য করলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷

রত্না
author img

By

Published : Sep 1, 2019, 3:11 PM IST

Updated : Sep 1, 2019, 3:27 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: শোভন চট্টোপাধ্যায় কংগ্রেস করা মানুষ ৷ তাঁর পক্ষে কোনও সাম্প্রদায়িক দলে টিকে থাকা সম্ভব নয় ৷ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে মন্তব্য করলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷

আজ বেহালার রবীন্দ্রনগরে একটি গণেশ পুজোর উদ্বোধন করেন রত্না ৷ সেখানেই শোভনের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে রত্না বলেন," উনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দলত্যাগ করেননি ৷ তবে যে মানুষ কংগ্রেস করে এসেছেন, কংগ্রেস করে যাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, তিনি কখনও একটা সাম্প্রদায়িক দলে থাকতে পারেন না ৷ সম্ভব নয় ৷ জোর গলায় বলতে পারি, শোভনবাবু তো স্ব-ইচ্ছায় BJP-তে যাননি ৷ কেউ তাঁকে বাধ্য করেছিল যেতে ৷ কোনও ব্যক্তি যদি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শোভনবাবুকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, BJP-তে গিয়ে ঘুঁটি সাজিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে, তবে সেটা সম্ভব নয়৷ যেহেতু ওঁর ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়নি, তাই উনি শোভনবাবুকে নিয়ে ফিরে আসছেন ৷" নাম না করে বৈশাখি বন্দ্যোপাধ্যায়কেই এভাবে কটাক্ষ করলেন রত্না ৷

ভিডিয়োয় শুনুন রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : 15 দিনেই সম্পর্কে ফাটল, BJP ছাড়ছেন শোভন-বৈশাখি ?

প্রসঙ্গত, গতকালই শোভনবাবু ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথা বলেছেন ৷ মাত্র দিন পনেরো আগেই তৃণমূল ছেড়ে​ BJP-তে যোগদান করেছিলেন তিনি ৷ কিন্তু "বন্ধু" বৈশাখিকে নিয়ে দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে অসন্তুষ্ট হন শোভন ৷ তাই ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতির কথা বলেছেন ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর: শোভন চট্টোপাধ্যায় কংগ্রেস করা মানুষ ৷ তাঁর পক্ষে কোনও সাম্প্রদায়িক দলে টিকে থাকা সম্ভব নয় ৷ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে মন্তব্য করলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ৷

আজ বেহালার রবীন্দ্রনগরে একটি গণেশ পুজোর উদ্বোধন করেন রত্না ৷ সেখানেই শোভনের BJP ছাড়ার জল্পনা প্রসঙ্গে রত্না বলেন," উনি দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দলত্যাগ করেননি ৷ তবে যে মানুষ কংগ্রেস করে এসেছেন, কংগ্রেস করে যাঁর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল, তিনি কখনও একটা সাম্প্রদায়িক দলে থাকতে পারেন না ৷ সম্ভব নয় ৷ জোর গলায় বলতে পারি, শোভনবাবু তো স্ব-ইচ্ছায় BJP-তে যাননি ৷ কেউ তাঁকে বাধ্য করেছিল যেতে ৷ কোনও ব্যক্তি যদি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শোভনবাবুকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, BJP-তে গিয়ে ঘুঁটি সাজিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে, তবে সেটা সম্ভব নয়৷ যেহেতু ওঁর ব্যক্তি স্বার্থ চরিতার্থ হয়নি, তাই উনি শোভনবাবুকে নিয়ে ফিরে আসছেন ৷" নাম না করে বৈশাখি বন্দ্যোপাধ্যায়কেই এভাবে কটাক্ষ করলেন রত্না ৷

ভিডিয়োয় শুনুন রত্না চট্টোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : 15 দিনেই সম্পর্কে ফাটল, BJP ছাড়ছেন শোভন-বৈশাখি ?

প্রসঙ্গত, গতকালই শোভনবাবু ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতি চাওয়ার কথা বলেছেন ৷ মাত্র দিন পনেরো আগেই তৃণমূল ছেড়ে​ BJP-তে যোগদান করেছিলেন তিনি ৷ কিন্তু "বন্ধু" বৈশাখিকে নিয়ে দলের কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে অসন্তুষ্ট হন শোভন ৷ তাই ঘনিষ্ঠ মহলে BJP থেকে নিষ্কৃতির কথা বলেছেন ৷

Intro:বেহালা রবীন্দ্র নগরে পর্ণশ্রী ইউনাইটেড কাফের গনেশ পূজা আজ উধবোধন করলেন রত্না চ্যাটার্জী। এখানে এসে প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে গনেশ ঠাকুরের পায়ে ফুল দিয়ে এই পূজার সূচনা করলেন। অনুষ্ঠানের শেষে গত কালকের শোভন চ্যাটার্জী এর bjp দল ছাড়ার ইচ্ছে নিয়ে বললেন যে শোভন বাবু কংগ্রেস করা রাজনৈতিক লোক। আমি জানতাম যে ওনার পক্ষ্যে সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়। এখনো উনি দল ছাড়েননি। কেউ একজন নিজের উদেশ্য সফল করার জন্য শোভন বাবু কে bjp তে নিয়ে গেছিলেন, তিনি নিজের ইচ্ছেতে যাননি। তবে বিজেপি দল উনি করতে পারবেননা ওনাকে ফিরতে হবে ।Body:বেহালা রবীন্দ্র নগরে পর্ণশ্রী ইউনাইটেড কাফের গনেশ পূজা আজ উধবোধন করলেন রত্না চ্যাটার্জী। এখানে এসে প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে গনেশ ঠাকুরের পায়ে ফুল দিয়ে এই পূজার সূচনা করলেন। অনুষ্ঠানের শেষে গত কালকের শোভন চ্যাটার্জী এর bjp দল ছাড়ার ইচ্ছে নিয়ে বললেন যে শোভন বাবু কংগ্রেস করা রাজনৈতিক লোক। আমি জানতাম যে ওনার পক্ষ্যে সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়। এখনো উনি দল ছাড়েননি। কেউ একজন নিজের উদেশ্য সফল করার জন্য শোভন বাবু কে bjp তে নিয়ে গেছিলেন, তিনি নিজের ইচ্ছেতে যাননি। তবে বিজেপি দল উনি করতে পারবেননা ওনাকে ফিরতে হবে ।Conclusion:বেহালা রবীন্দ্র নগরে পর্ণশ্রী ইউনাইটেড কাফের গনেশ পূজা আজ উধবোধন করলেন রত্না চ্যাটার্জী। এখানে এসে প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে গনেশ ঠাকুরের পায়ে ফুল দিয়ে এই পূজার সূচনা করলেন। অনুষ্ঠানের শেষে গত কালকের শোভন চ্যাটার্জী এর bjp দল ছাড়ার ইচ্ছে নিয়ে বললেন যে শোভন বাবু কংগ্রেস করা রাজনৈতিক লোক। আমি জানতাম যে ওনার পক্ষ্যে সাম্প্রদায়িক দল করা সম্ভব নয়। এখনো উনি দল ছাড়েননি। কেউ একজন নিজের উদেশ্য সফল করার জন্য শোভন বাবু কে bjp তে নিয়ে গেছিলেন, তিনি নিজের ইচ্ছেতে যাননি। তবে বিজেপি দল উনি করতে পারবেননা ওনাকে ফিরতে হবে ।
Last Updated : Sep 1, 2019, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.