কলকাতা, 20 জুলাই: কংগ্রেসী রাজনীতিতে এক শূন্যতা তৈরি হল৷ শীলা দীক্ষিতের মৃত্যুর পর একথাই বলছেন এরাজ্যের কংগ্রেসের নেতারা৷
শীলা দীক্ষিতের মৃত্যুর পর শোকপ্রকাশ করতে গিয়ে বারবার স্মৃতি রোমন্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ বলেন, "মুখ্যমন্ত্রী হয়ে দিল্লির আমূল পরিবর্তন করেছিলেন তিনি ৷ দিল্লির উন্নয়নের মূল কারিগর ছিলেন শীলা দীক্ষিত ৷ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বেশি সাফল্য পেয়েছেন ৷ রাজনীতির অভিজ্ঞ মানুষ ছিলেন শীলা দীক্ষিত ৷ রাজনৈতিক পরিবারেই তাঁর জন্ম ৷ উমাশংকর দীক্ষিত ব্যক্তিগতভাবে নেহরু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ৷ সেই পরিবেশ থেকেই শীলা দীক্ষিতের রাজনীতিতে আসা ৷ সফল ব্যক্তিত্ব ৷ তাঁর মৃত্যু কেবল দুঃখের নয়, শূন্যতারও ৷ ভয়ঙ্কর শূন্যতা তৈরি হল কংগ্রেসের রাজনীতিতে ৷ "
আরও পড়ুন : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত
কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও বলেন, "নতুন পরিকল্পনা, ভাবনা নিয়ে দিল্লিকে তিনি নির্মাণ করেছিলেন । তাঁর মৃত্যুতে গভীর শূন্যতা তৈরি হল ৷ "