ETV Bharat / city

কংগ্রেসী রাজনীতিতে তৈরি হল শূন্যতা, শোকপ্রকাশ সোমেন ও প্রদীপের - pradip bhattacharya

শীলা দীক্ষিতের মৃত্যুর পর শোকপ্রকাশ করতে গিয়ে বারবার স্মৃতি রোমন্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ বলেন, " রাজনীতির অভিজ্ঞ মানুষ ছিলেন শীলা দীক্ষিত ৷ রাজনৈতিক পরিবারেই তাঁর জন্ম ৷ উমাশংকর দীক্ষিত ব্যক্তিগতভাবে নেহরু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ৷ সেই পরিবেশ থেকেই শীলা দীক্ষিতের রাজনীতিতে আসা ৷ সফল ব্যক্তিত্ব ৷ তাঁর মৃত্যু কেবল দুঃখের নয়, শূন্যতারও ৷ "

ফাইল ছবি
author img

By

Published : Jul 20, 2019, 11:00 PM IST

Updated : Jul 20, 2019, 11:56 PM IST

কলকাতা, 20 জুলাই: কংগ্রেসী রাজনীতিতে এক শূন্যতা তৈরি হল৷ শীলা দীক্ষিতের মৃত্যুর পর একথাই বলছেন এরাজ্যের কংগ্রেসের নেতারা৷

শীলা দীক্ষিতের মৃত্যুর পর শোকপ্রকাশ করতে গিয়ে বারবার স্মৃতি রোমন্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ বলেন, "মুখ্যমন্ত্রী হয়ে দিল্লির আমূল পরিবর্তন করেছিলেন তিনি ৷ দিল্লির উন্নয়নের মূল কারিগর ছিলেন শীলা দীক্ষিত ৷ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বেশি সাফল্য পেয়েছেন ৷ রাজনীতির অভিজ্ঞ মানুষ ছিলেন শীলা দীক্ষিত ৷ রাজনৈতিক পরিবারেই তাঁর জন্ম ৷ উমাশংকর দীক্ষিত ব্যক্তিগতভাবে নেহরু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ৷ সেই পরিবেশ থেকেই শীলা দীক্ষিতের রাজনীতিতে আসা ৷ সফল ব্যক্তিত্ব ৷ তাঁর মৃত্যু কেবল দুঃখের নয়, শূন্যতারও ৷ ভয়ঙ্কর শূন্যতা তৈরি হল কংগ্রেসের রাজনীতিতে ৷ "

ভিডিয়োয় শুনুন সোমেন মিত্রর বক্তব্য

আরও পড়ুন : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও বলেন, "নতুন পরিকল্পনা, ভাবনা নিয়ে দিল্লিকে তিনি নির্মাণ করেছিলেন । তাঁর মৃত্যুতে গভীর শূন্যতা তৈরি হল ৷ "

কলকাতা, 20 জুলাই: কংগ্রেসী রাজনীতিতে এক শূন্যতা তৈরি হল৷ শীলা দীক্ষিতের মৃত্যুর পর একথাই বলছেন এরাজ্যের কংগ্রেসের নেতারা৷

শীলা দীক্ষিতের মৃত্যুর পর শোকপ্রকাশ করতে গিয়ে বারবার স্মৃতি রোমন্থন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ বলেন, "মুখ্যমন্ত্রী হয়ে দিল্লির আমূল পরিবর্তন করেছিলেন তিনি ৷ দিল্লির উন্নয়নের মূল কারিগর ছিলেন শীলা দীক্ষিত ৷ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বেশি সাফল্য পেয়েছেন ৷ রাজনীতির অভিজ্ঞ মানুষ ছিলেন শীলা দীক্ষিত ৷ রাজনৈতিক পরিবারেই তাঁর জন্ম ৷ উমাশংকর দীক্ষিত ব্যক্তিগতভাবে নেহরু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ৷ সেই পরিবেশ থেকেই শীলা দীক্ষিতের রাজনীতিতে আসা ৷ সফল ব্যক্তিত্ব ৷ তাঁর মৃত্যু কেবল দুঃখের নয়, শূন্যতারও ৷ ভয়ঙ্কর শূন্যতা তৈরি হল কংগ্রেসের রাজনীতিতে ৷ "

ভিডিয়োয় শুনুন সোমেন মিত্রর বক্তব্য

আরও পড়ুন : দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রয়াত

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও বলেন, "নতুন পরিকল্পনা, ভাবনা নিয়ে দিল্লিকে তিনি নির্মাণ করেছিলেন । তাঁর মৃত্যুতে গভীর শূন্যতা তৈরি হল ৷ "

Intro:Body:২০ জুলাই, কলকাতা: দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শোক জ্ঞাপন করলেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
সোমেন মিত্র আজ দলীয় কর্মসূচিতে কলকাতার বাইরে রয়েছেন। সেখান থেকে তিনি জানিয়েছেন, শীলা দীক্ষিতের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। কংগ্রেস রাজনীতিতে শূন্যতা তৈরি হলো। যা পূরণ করতে বহু সময় লাগবে। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন সোমেন মিত্র।
সোমেন মিত্র বলেন,"শীলা দীক্ষিতকে বহুদিন ধরে আমি চিনি। তার শ্বশুর মশাই উমাশঙ্কর দীক্ষিত এ রাজ্যের রাজ্যপাল ছিলেন। সেই সুবাদে তার সঙ্গে আমার যোগাযোগ হয়। আমাকে উমাশঙ্কর দীক্ষিত অত্যন্ত স্নেহ করতেন। সেই সময় থেকে শিলা দীক্ষিতের সঙ্গে আমার পরিচয়। তারপর উনি দিল্লিতে গেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হয়ে দিল্লির আমূল পরিবর্তন করেছেন। এই উন্নয়নের মূল কারিগর ছিলেন শীলা দীক্ষিত। শীলা দীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে বেশি সাফল্য পেয়েছেন। রাজনীতির অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি। রাজনৈতিক পরিবার থেকেই তার জন্ম। উমাশঙ্কর দীক্ষিত ব্যক্তিগতভাবে নেহেরু পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই পরিবেশ থেকেই শীলা দীক্ষিতের রাজনীতিতে আসা। সফল ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু কেবল দুঃখের নয়, শূন্যতারও। ভয়ঙ্কর শূন্যস্থান তৈরি হলো কংগ্রেস রাজনীতিতে।"
কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন,"শীলা দীক্ষিতের নির্বাচনী কেন্দ্রে কয়েকদিন আগেও আমি প্রচারে গিয়েছি। সেখানকার ছোট রাস্তা দেখে আমি স্থানীয় মানুষকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের চলাফেরা করতে অসুবিধা হয় না? তাঁরা আমাকে বললেন এক সময় নৌকো নিয়ে চলাফেরা করতে হতো। এখন উনি রাস্তা করে দিয়েছেন। শীলা দীক্ষিত ক্ষমতায় আসার পর এই রাস্তা তৈরি হয়েছিল।নতুন পরিকল্পনা ভাবনা নিয়ে তিনি দিল্লি কে নির্মাণ করেছেন। মাতৃসম ভাবছিল তাঁর। তার মৃত্যুতে গভীর শূন্যতা তৈরি হলো। বিরোধীদের প্রতি সদয় ছিলেন শীলা দীক্ষিত। সকলকে সমানভাবে দেখতেন। কলকাতায় একবার তিনি প্রচার এসেছিলেন। গেস্ট হাউসে শীলা দীক্ষিত ঘুমিয়ে ছিলেন। সেই সময় তাকে প্রচারে যেতে বলায়, শীলা দীক্ষিত আমাকে বলেছিলেন রাজনীতির এই এক মুশকিল। শরীর না দিলেও জোর করে যেতে হয়। সেবার ভোটে কলকাতায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল। কংগ্রেসের প্রার্থীকে অনেক জায়গায় না পেয়ে শীলা দীক্ষিত হতাশ হয়েছিলেন। দিল্লিকে সাজিয়ে দিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী থাকার সময় শীলা দীক্ষিত। রাজনীতি অপূরণীয় ক্ষতি হল।"
Conclusion:
Last Updated : Jul 20, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.