কলকাতা, 8 সেপ্টেম্বর: পররাষ্ট্র নীতি নিয়ে কিছু বলব না বলেও কেন্দ্রের বিরুদ্ধে এই নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on Hasina Visit)। ভারত সফরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও কেন্দ্রের তরফে আমন্ত্রণ না আসায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে সেই ক্ষোভ উগড়ে দিলেন তিনি ।
এ দিন মমতা বলেন, "হাসিনাজির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো ৷ পুজোর সময় আমি শাড়ি পাঠাই, ওরা আম পাঠায়, ইলিশ পাঠায় ৷ তিনি নিজে আমার সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন ৷ একটি সংবাদমাধ্যমেই সেটা দেখলাম ৷ তবে এই প্রথম দেখলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রী এসেছেন, সেখানে বাংলা বাদ ৷ এত রাগ কীসের ৷ এত ভয়ের কী আছে ?"
এর আগেও বিভিন্ন দেশ থেকে নানা সময়ে আমন্ত্রণ এলেও কেন্দ্রীয় সরকার তাঁকে যেতে বাধা দিয়েছে বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "শিকাগো থেকে আমন্ত্রণ এসেছিল, আমায় আটকে দিয়েছিল ৷ যেতে দিল না ৷ স্টিফেনস কলেজ থেকে আমন্ত্রণ এসেছে যেতে দেয়নি, চিন থেকে আমন্ত্রণ এল, সেখানেও যেতে দিল না ৷ ওরা যেখানে ঘোরে ঘুরুক ৷ আমি একটাই কথা বলি, বাংলাতেই সব আছে ৷ এই বাংলায় ঘুরেই আমার বিশ্ব ঘোরা হয়ে যায় ৷"
আরও পড়ুন: আমি কি চাকর-বাকর ? দিল্লির অনুষ্ঠানের আগেই বাংলায় নেতাজিকে উদযাপন 'অসম্মানিত' মমতার
বাংলার ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, "2023 সালে বার্লিনে বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড বাংলাই পাবে ৷ ডেস্টিনেশন অফ দ্য টুরিস্ট স্পট হিসেবে সেরা বাংলা ৷ দুর্গাপুজোর পুরস্কারও পেয়েছি ৷ আমি শুধু বলি, আমাদের কাজ করতে দাও ৷" এ দিন তিনি নানা ইস্যুতে একহাত নেন কেন্দ্রীয় সরকারকে ৷