ETV Bharat / city

লকডাউনে মানসিক অবসাদ কাটাতে শিশুদের লুডো বোর্ড বিলি মন্ত্রীর - coronavirus updates

মানসিক অবসাদের জেরে ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্ত থেকে আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে । জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট বলছে, লকডাউনে বাড়ছে গার্হস্থ্য হিংসাও । মানসিক অবসাদে ভুগছে শিশুরাও । তাই তাদের হাতে লুডো বোর্ড তুলে দিলেন রাজ্যের মন্ত্রী ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 6, 2020, 4:16 PM IST

কলকাতা, 6 এপ্রিল : লকডাউনের জেরে ঘরেই বন্দী দেশের অধিকাংশ বাসিন্দা। ঘরবন্দী ছোটোরাও । এভাবেই কেটে গেছে বারো দিন । ঘরে বদ্ধ হয়ে থাকতে থাকতে মানসিক অবসাদ বাড়ছে বড় এমনকী ছোটোদের মধ্যেও । এরই মধ্যে আবার পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল আর TV-র প্রতি আসক্তি । তাই এবার ছোটোদের মধ্যে লুডো বোর্ড বিলি করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

শ্যামপুকুর থানা এলাকায় আজ প্রায় তিনশো পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন শশী পাঁজা । বাড়ির ছোটোদের হাতে তুলে দেন লুডো বোর্ডও ।

মানসিক অবসাদের জেরে ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্ত থেকে আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে । জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট বলছে লকডাউনে বাড়ছে গার্হস্থ্য হিংসাও । এই পরিস্থিতিতে রাজ্যের হাল যাতে নাগালের বাইরে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করতে আগেভাগেই ব্যবস্থা নিচ্ছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

কলকাতা, 6 এপ্রিল : লকডাউনের জেরে ঘরেই বন্দী দেশের অধিকাংশ বাসিন্দা। ঘরবন্দী ছোটোরাও । এভাবেই কেটে গেছে বারো দিন । ঘরে বদ্ধ হয়ে থাকতে থাকতে মানসিক অবসাদ বাড়ছে বড় এমনকী ছোটোদের মধ্যেও । এরই মধ্যে আবার পাল্লা দিয়ে বাড়ছে মোবাইল আর TV-র প্রতি আসক্তি । তাই এবার ছোটোদের মধ্যে লুডো বোর্ড বিলি করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

শ্যামপুকুর থানা এলাকায় আজ প্রায় তিনশো পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন শশী পাঁজা । বাড়ির ছোটোদের হাতে তুলে দেন লুডো বোর্ডও ।

মানসিক অবসাদের জেরে ইতিমধ্যেই দেশের একাধিক প্রান্ত থেকে আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে । জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট বলছে লকডাউনে বাড়ছে গার্হস্থ্য হিংসাও । এই পরিস্থিতিতে রাজ্যের হাল যাতে নাগালের বাইরে বেরিয়ে না যায়, তা নিশ্চিত করতে আগেভাগেই ব্যবস্থা নিচ্ছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.