কলকাতা, 6 সেপ্টেম্বর : কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি (RKS)-র চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শান্তনু সেনকে ৷ নতুন চেয়ারম্যান হলেন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা৷ স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বদলের এই নির্দেশ আসে গতকাল ৷
শান্তনু সেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য ৷ সেইসঙ্গে তিনি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর সর্বভারতীয় সভাপতি ৷ জুনে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে ৷ অবশেষে, 17 জুন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পরে প্রত্যাহার করা হয় কর্মবিরতি ৷
নবান্নের ওই বৈঠকে হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয় ৷ এরপরে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা হিসাবে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী এবং তাঁদের পরিজনদের অবাধ যাতায়াতের উপরে নিয়ন্ত্রণ শুরু হয় ৷ এই সিদ্ধান্ত অনুযায়ী, আউটডোরের রোগীর সঙ্গে একজন, ইমার্জেন্সির রোগীর সঙ্গে দু'জনকে হাসপাতালে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় ৷ হাসপাতালে ভরতি রোগীদের জন্য যেমন এই ব্যবস্থা চালু রয়েছে ৷ তেমনি ভিজিটিং আওয়ার্সে রোগীর সঙ্গে পরিজনদের সাক্ষাতের ব্যবস্থাও চালু রাখা হয় ৷ তবে, এক্ষেত্রেও হাসপাতালের গেট থেকে কার্ড দেখে পরিজনদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া শুরু হয় ৷ এই ব্যবস্থা নেওয়া হয় এক নম্বর গেটে ৷
হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি ছিল, এভাবে নিয়ন্ত্রণের জেরে হাসপাতালের মধ্যে অবাঞ্ছিত মানুষের ভিড় নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই নিয়ন্ত্রণের বিষয়টি পুলিশের প্রশংসা পেয়েছে ৷ কিন্তু এই বিষয়টি নিয়েই তৈরি হয় জটিলতা ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়, এই নিয়ন্ত্রণের সুফল পাওয়া যাচ্ছে ৷ অন্যদিকে, এই নিয়ন্ত্রণের জেরে রোগী এবং তাঁদের পরিজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷ সূত্রের খবর, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে মতানৈক্য দেখা দেয় চেয়ারম্যান শান্তনু সেন এবং রোগী কল্যাণ সমিতির সদস্য, বিধায়ক স্বর্ণকমল সাহার মধ্যে ৷ ডাক্তার শান্তনু সেন এই নিয়ন্ত্রণের পক্ষে মত দেন ৷ অন্যদিকে, বিধায়ক স্বর্ণকমল সাহা এর বিপক্ষে মত দেন ৷ রোগী কল্যাণ সমিতির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু শিথিলতা আনা হবে ৷
এরইমধ্যে গতকাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল ডাক্তার শান্তনু সেনকে ৷ গেট সংক্রান্ত এমন বিষয়ের জেরেই কি এই বদল? এই বিষয়ে শান্তনু সেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও বক্তব্য মেলেনি ৷ তবে, বিধায়ক স্বর্ণকমল সাহা বলেন, " দল একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে ৷ আমার বিধানসভা এলাকার মধ্যেই পড়ে কলকাতা মেডিকেল কলেজ ৷ এলাকার মানুষ, রোগীদের স্বার্থ, পরিজনদের স্বার্থ সবকিছু সমন্বয় রেখেই কাজ যাতে হয়, সেই চেষ্টা করব ৷ " রোগী কল্যাণ সমিতির বৈঠক প্রসঙ্গে তিনি জানান, যেভাবে গেট দিয়ে হাসপাতালে রোগী এবং তাঁদের পরিজনদের প্রবেশ করতে দেওয়া শুরু হয়, সে বিষয়ে তাঁর কাছে অভিযোগ আসছিল ৷ তবে, এজন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে এই বদল নয় বলে তিনি জানিয়েছেন ৷