ETV Bharat / city

SFI Tribute to PR Thakur মতুয়া স্মরণে বাম ছাত্র সংগঠন এসএফআই - Jatha

এসএফআই এর তরফে জাঠার (Jatha) সূচনা হল মঙ্গলবার ৷ ঠাকুরনগর গভর্মেন্ট কলেজের সামনে সামাজিক আন্দোলনের বিশিষ্ট নেতা পিআর ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয় (SFI Tribute to PR Thakur) ।

SFI pays tribute to Pramatha Ranjan Thakur
March for Education
author img

By

Published : Aug 23, 2022, 7:57 PM IST

Updated : Aug 23, 2022, 9:46 PM IST

কলকাতা, 23 অগস্ট: রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে নদিয়া ও উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া মতুয়াদের নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে । গত দশ এগারো বছরে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ব্যাটন দখলে দিল্লি থেকে বিজেপি নেতৃত্ব ছুটে এসেছেন বারবার । বাদ যায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

এবার সেই মতুয়াদের স্মরণে দেখা গেল বাম ছাত্র যুব সংগঠন এসএফআই-কে । জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধতা-সহ একাধিক দাবিতে সর্বভারতীয় জাঠা (March for Education) শুরু করেছে এসএফআই । সোমবার উত্তর ঠাকুরনগরে সেই জাঠার সূচনা হয় ৷ ঠাকুরনগর গভর্মেন্ট কলেজের সামনে সামাজিক আন্দোলনের বিশিষ্ট নেতা পিআর ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয় (SFI pays tribute to Pramatha Ranjan Thakur) । শুধু তাই নয়, বনগাঁ ঠাকুরনগর গাইঘাটা-সহ বিভিন্ন এলাকার মতুয়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই জাঠায় অংশগ্রহণ করেন বলেও এসএফআই সূত্রে খবর ।

SFI pays tribute to Pramatha Ranjan Thakur
এসএফআই এর তরফে জাঠার সূচনা হল মঙ্গলবার

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, তৃণমূল বিজেপি উভয়ই মতুয়াদের নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছেন তাদের উন্নয়ন ও মানোন্নয়নে কোনও কিছুই করেনি । তাই মতুয়াদের প্রত্যাশা পূরণে তাদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষাক্ষেত্রে ন্যায় সঙ্গত সুবিধা পাইয়ে দিতে এসএফআই সকলকে ঐক্যবদ্ধ করতে চায় ।

এসএফআই (SFI) উত্তর 24 পরগনা জেলা সম্পাদক আকাশ কর বলেন, "মতুয়া-সহ সমাজের সমস্ত প্রান্তিক স্তরের মানুষকে নিয়ে আমাদের রাজ্যে তৃণমূল আর বিজেপি শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি ও রাজনীতি করছে । এতে কারোরই ভালো হচ্ছে না । বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা এবং চাকরি সুযোগ নিয়ে অভূতপূর্ব অসভ্যতা হচ্ছে । তার বিরুদ্ধেই আমাদের লড়াই । আমাদের সমাজের যারা বিশিষ্ট মানুষ, বামপন্থী, আবামপন্থী ও সামাজিক আন্দোলনের নেতা তাদের সকলকে স্মরণ করে আমরা জাঠা করছি । তারই অঙ্গ হিসাবে ঠাকুরনগরের পিয়ার ঠাকুরকে স্মরণ করে আমাদের মিছিলের সূচনা । ব্রাহ্মণ্যবাদের কারণে পিআর ঠাকুরকে ছোটবেলায় পড়াশোনা করতে মাদ্রাসা যেতে হয়েছিল । মতুয়া হওয়ার কারণে তিনি কোন স্কুলে পড়তে পারেননি । বর্তমান দেশের শাসক সেই সিস্টেম আবারও ফেরাতে চাইছে । যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি । বনগাঁ ঠাকুরনগর গাইঘাটা-সহ সমস্ত অংশের মানুষকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এবং নোংরা রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে আমরা বার্তা দিতে উদ্যোগী হয়েছি । ঠাকুরবাড়ি দখলের রাজনীতির বাইরে গিয়ে মতুয়া-সহ সমস্ত প্রান্তিক স্তরের মানুষের ছেলেমেয়েদের শিক্ষার অধিকারের জন্য আমরা লড়ছি ।"

আরও পড়ুন : কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা

এসএফআই শীর্ষ নেতৃত্বের দাবি, শুধু বাম ছাত্রছাত্রীরা নয়, সমাজে বিভিন্ন স্তরের মানুষকে এই জাঠায় অংশগ্রহণ করছেন । এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাণিজ্যায়ন ও বেসরকারি পথকে প্রশস্ত করবে । উপরন্ত ধর্মীয় মেরুকরণ ঘটাবে । এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব । কৃষি আইনের মতই এই নীতি প্রত্যাহার করতে বাধ্য থাকবে কেন্দ্রের বিজেপি সরকার ।"

জাঠা সম্পর্কে এসএফআই উত্তর 24 পরগনার জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য

কলকাতা, 23 অগস্ট: রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে নদিয়া ও উত্তর 24 পরগনার সীমান্ত লাগোয়া মতুয়াদের নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে । গত দশ এগারো বছরে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ব্যাটন দখলে দিল্লি থেকে বিজেপি নেতৃত্ব ছুটে এসেছেন বারবার । বাদ যায়নি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

এবার সেই মতুয়াদের স্মরণে দেখা গেল বাম ছাত্র যুব সংগঠন এসএফআই-কে । জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধতা-সহ একাধিক দাবিতে সর্বভারতীয় জাঠা (March for Education) শুরু করেছে এসএফআই । সোমবার উত্তর ঠাকুরনগরে সেই জাঠার সূচনা হয় ৷ ঠাকুরনগর গভর্মেন্ট কলেজের সামনে সামাজিক আন্দোলনের বিশিষ্ট নেতা পিআর ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয় (SFI pays tribute to Pramatha Ranjan Thakur) । শুধু তাই নয়, বনগাঁ ঠাকুরনগর গাইঘাটা-সহ বিভিন্ন এলাকার মতুয়া সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই জাঠায় অংশগ্রহণ করেন বলেও এসএফআই সূত্রে খবর ।

SFI pays tribute to Pramatha Ranjan Thakur
এসএফআই এর তরফে জাঠার সূচনা হল মঙ্গলবার

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, তৃণমূল বিজেপি উভয়ই মতুয়াদের নিয়ে শুধুমাত্র রাজনীতি করেছেন তাদের উন্নয়ন ও মানোন্নয়নে কোনও কিছুই করেনি । তাই মতুয়াদের প্রত্যাশা পূরণে তাদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষাক্ষেত্রে ন্যায় সঙ্গত সুবিধা পাইয়ে দিতে এসএফআই সকলকে ঐক্যবদ্ধ করতে চায় ।

এসএফআই (SFI) উত্তর 24 পরগনা জেলা সম্পাদক আকাশ কর বলেন, "মতুয়া-সহ সমাজের সমস্ত প্রান্তিক স্তরের মানুষকে নিয়ে আমাদের রাজ্যে তৃণমূল আর বিজেপি শুধুমাত্র কাদা ছোড়াছুড়ি ও রাজনীতি করছে । এতে কারোরই ভালো হচ্ছে না । বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের শিক্ষা ব্যবস্থা এবং চাকরি সুযোগ নিয়ে অভূতপূর্ব অসভ্যতা হচ্ছে । তার বিরুদ্ধেই আমাদের লড়াই । আমাদের সমাজের যারা বিশিষ্ট মানুষ, বামপন্থী, আবামপন্থী ও সামাজিক আন্দোলনের নেতা তাদের সকলকে স্মরণ করে আমরা জাঠা করছি । তারই অঙ্গ হিসাবে ঠাকুরনগরের পিয়ার ঠাকুরকে স্মরণ করে আমাদের মিছিলের সূচনা । ব্রাহ্মণ্যবাদের কারণে পিআর ঠাকুরকে ছোটবেলায় পড়াশোনা করতে মাদ্রাসা যেতে হয়েছিল । মতুয়া হওয়ার কারণে তিনি কোন স্কুলে পড়তে পারেননি । বর্তমান দেশের শাসক সেই সিস্টেম আবারও ফেরাতে চাইছে । যার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি । বনগাঁ ঠাকুরনগর গাইঘাটা-সহ সমস্ত অংশের মানুষকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি এবং নোংরা রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে আমরা বার্তা দিতে উদ্যোগী হয়েছি । ঠাকুরবাড়ি দখলের রাজনীতির বাইরে গিয়ে মতুয়া-সহ সমস্ত প্রান্তিক স্তরের মানুষের ছেলেমেয়েদের শিক্ষার অধিকারের জন্য আমরা লড়ছি ।"

আরও পড়ুন : কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা

এসএফআই শীর্ষ নেতৃত্বের দাবি, শুধু বাম ছাত্রছাত্রীরা নয়, সমাজে বিভিন্ন স্তরের মানুষকে এই জাঠায় অংশগ্রহণ করছেন । এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাণিজ্যায়ন ও বেসরকারি পথকে প্রশস্ত করবে । উপরন্ত ধর্মীয় মেরুকরণ ঘটাবে । এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব । কৃষি আইনের মতই এই নীতি প্রত্যাহার করতে বাধ্য থাকবে কেন্দ্রের বিজেপি সরকার ।"

জাঠা সম্পর্কে এসএফআই উত্তর 24 পরগনার জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য
Last Updated : Aug 23, 2022, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.