ETV Bharat / city

সরকারকে হলুদ কার্ড, অভিনব প্রতিবাদ বাম ছাত্র-যুবর - নয়া শিক্ষানীতির প্রতিবাদ বাম ছাত্র-যুবর

কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির বিরোধিতায় SFI এবং DYFI-এর মিছিল । 15 সেপ্টেম্বর কয়েকশো হলুদ ছাতা নিয়ে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে SFI এবং DYFI-এর সদস্যরা ।

SFI-DYFI
SFI-DYFI
author img

By

Published : Sep 12, 2020, 2:22 PM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির তীব্র বিরোধিতা করে পথে নামছে বাম ছাত্র-যুব সংগঠন । অভিনব হলুদ ছাতায় কালো কালিতে লেখা হয়েছে দাবি । 15 সেপ্টেম্বর শহরের রাস্তায় কয়েকশো হলুদ ছাতা নিয়ে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে SFI এবং DYFI-এর সদস্যরা ।

বাম ছাত্র-যুব সংগঠনের দাবি, কোরোনা পরিস্থিতিতে অসৎ উদ্দেশে ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকার নয় শিক্ষানীতি চালু করেছে দেশজুড়ে । তারই প্রতিবাদে 15 সেপ্টেম্বর হলুদ ছাতায় কালো কালিতে একগুচ্ছ দাবি লিখে পথে নামছে সংগঠনের সদস্যরা । প্রতি বছরের মতো এ বছরও সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজের দাবি নিয়ে 'দাবি দিবস' কর্মসূচি করবে বাম ছাত্র-যুব সংগঠন ।

ছাত্রনেতা কলতান দাশগুপ্ত জানিয়েছেন, সরকারকে হলুদ কার্ড দেখাতেই হলুদ ছাতার ব্যবহার করা হয়েছে । ছাতার উপর কালো কালি দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার কথা এবং পড়ুয়াদের দাবির কথা লেখা থাকবে । নয়া শিক্ষানীতি জারি করে শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেন কলতান দাশগুপ্ত । তিনি বলেন, "প্যানডেমিককে হাতিয়ার করে যেভাবে কর্মক্ষেত্রে ছাঁটাই চলছে, ইতিমধ্যেই বিভিন্ন সংস্থায় 30 থেকে 40 শতাংশ বেতন কমানো হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ । নয়া শিক্ষানীতি বাতিল করার দাবি জানিয়ে শিক্ষায় বিনিয়োগের দাবির কথা বলা হয়েছে । ছাঁটাই বন্ধ করে সরকার কড়া পদক্ষেপ নিক । বেকারদের প্রতি মাসে 6000 টাকা করে ভাতা দেওয়ার দাবি জানানো হবে । অভিনব এই মিছিল । সরকারকে হলুদ কার্ড দেখানোর জন্যেই হলুদ ছাতাকে প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে । এতেও যদি সরকারের হুঁশ না ফেরে তবে বছর ঘুরলে লাল কার্ড নিয়ে রাস্তায় নামবে বাম ছাত্র সংগঠন ।"

কলকাতা, 12 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির তীব্র বিরোধিতা করে পথে নামছে বাম ছাত্র-যুব সংগঠন । অভিনব হলুদ ছাতায় কালো কালিতে লেখা হয়েছে দাবি । 15 সেপ্টেম্বর শহরের রাস্তায় কয়েকশো হলুদ ছাতা নিয়ে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে SFI এবং DYFI-এর সদস্যরা ।

বাম ছাত্র-যুব সংগঠনের দাবি, কোরোনা পরিস্থিতিতে অসৎ উদ্দেশে ষড়যন্ত্র করে কেন্দ্রীয় সরকার নয় শিক্ষানীতি চালু করেছে দেশজুড়ে । তারই প্রতিবাদে 15 সেপ্টেম্বর হলুদ ছাতায় কালো কালিতে একগুচ্ছ দাবি লিখে পথে নামছে সংগঠনের সদস্যরা । প্রতি বছরের মতো এ বছরও সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজের দাবি নিয়ে 'দাবি দিবস' কর্মসূচি করবে বাম ছাত্র-যুব সংগঠন ।

ছাত্রনেতা কলতান দাশগুপ্ত জানিয়েছেন, সরকারকে হলুদ কার্ড দেখাতেই হলুদ ছাতার ব্যবহার করা হয়েছে । ছাতার উপর কালো কালি দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার কথা এবং পড়ুয়াদের দাবির কথা লেখা থাকবে । নয়া শিক্ষানীতি জারি করে শিক্ষা ব্যবস্থাকে সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেন কলতান দাশগুপ্ত । তিনি বলেন, "প্যানডেমিককে হাতিয়ার করে যেভাবে কর্মক্ষেত্রে ছাঁটাই চলছে, ইতিমধ্যেই বিভিন্ন সংস্থায় 30 থেকে 40 শতাংশ বেতন কমানো হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ । নয়া শিক্ষানীতি বাতিল করার দাবি জানিয়ে শিক্ষায় বিনিয়োগের দাবির কথা বলা হয়েছে । ছাঁটাই বন্ধ করে সরকার কড়া পদক্ষেপ নিক । বেকারদের প্রতি মাসে 6000 টাকা করে ভাতা দেওয়ার দাবি জানানো হবে । অভিনব এই মিছিল । সরকারকে হলুদ কার্ড দেখানোর জন্যেই হলুদ ছাতাকে প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে । এতেও যদি সরকারের হুঁশ না ফেরে তবে বছর ঘুরলে লাল কার্ড নিয়ে রাস্তায় নামবে বাম ছাত্র সংগঠন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.