ETV Bharat / city

বর্ণবিদ্বেষ বিরোধী লড়াইয়ে সংহতি বাম ছাত্র-যুবর

অ্যামেরিকায় শ্বেতাঙ্গ পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ভিডিয়ো প্রকাশ্যে আসতে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় সারা বিশ্বে । এবার সেই লড়াইয়ে অ্যামেরিকার পাশে দাঁড়াল কলকাতা । এই নির্মম ঘটনার প্রতিবাদ করল বাম ছাত্র-যুবরা ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 3, 2020, 7:29 AM IST

কলকাতা, 3 মে : এবার বর্ণবিদ্বেষী লড়াইয়ে অ্যামেরিকার পাশে কলকাতা । এই লড়াইকে সংহতি জানিয়ে পথে নামল SFI এবং DYFI । "আমরা সবাই জর্জ ফ্লয়েড", শাসকের বিরুদ্ধে সেই বার্তাই দিল তারা ।

শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ বন্দীর মৃত্যুর ভিডিয়ো প্রকাশ্যে আসতে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় অ্যামেরিকার বিরুদ্ধে । গতকাল অ্যামেরিকার 40টি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কারফিউ জারি করা হয়েছিল । বিক্ষোভকারীদের চাপে পড়ে বন্ধ করে দিতে হয়েছে হোয়াইট হাউস ।

কালো চামড়ার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না । এই দাবি জানিয়ে গতকাল পথে নামল ছাত্ররা। লকডাউনের নিয়ম মেনে, দৈহিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ দেখাল বাম ছাত্র-যুবরা । কেন মারা হল কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে ? সেই প্রশ্ন তুলল বাম ছাত্র-যুবরা । অতীতের মতো এবারও ফের সতর্ক করা হল অ্যামেরিকাকে। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র বলে আমেরিকায় সাধারণ মানুষের কিছু নেই । এমনই বললেন SFI-র রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য । নির্মমভাবে কীভাবে পুলিশ একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করল, তার প্রতিবাদে ধিক্কার জানাল এ রাজ্যের ছাত্র-যুবরা ।

কলকাতা, 3 মে : এবার বর্ণবিদ্বেষী লড়াইয়ে অ্যামেরিকার পাশে কলকাতা । এই লড়াইকে সংহতি জানিয়ে পথে নামল SFI এবং DYFI । "আমরা সবাই জর্জ ফ্লয়েড", শাসকের বিরুদ্ধে সেই বার্তাই দিল তারা ।

শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ বন্দীর মৃত্যুর ভিডিয়ো প্রকাশ্যে আসতে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় অ্যামেরিকার বিরুদ্ধে । গতকাল অ্যামেরিকার 40টি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কারফিউ জারি করা হয়েছিল । বিক্ষোভকারীদের চাপে পড়ে বন্ধ করে দিতে হয়েছে হোয়াইট হাউস ।

কালো চামড়ার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না । এই দাবি জানিয়ে গতকাল পথে নামল ছাত্ররা। লকডাউনের নিয়ম মেনে, দৈহিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ দেখাল বাম ছাত্র-যুবরা । কেন মারা হল কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে ? সেই প্রশ্ন তুলল বাম ছাত্র-যুবরা । অতীতের মতো এবারও ফের সতর্ক করা হল অ্যামেরিকাকে। স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র বলে আমেরিকায় সাধারণ মানুষের কিছু নেই । এমনই বললেন SFI-র রাজ‍্য সম্পাদক সৃজন ভট্টাচার্য । নির্মমভাবে কীভাবে পুলিশ একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করল, তার প্রতিবাদে ধিক্কার জানাল এ রাজ্যের ছাত্র-যুবরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.