কলকাতা, 20 সেপ্টেম্বর: এসএফআই ও ডিওয়াইএফআই-এর ইনসাফ সভা (SFI DYFI Insaaf Sabha) ঘিরে স্তব্ধ হল ধর্মতলা চত্বর (Esplanade standstill)৷ সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যা, আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে শুরু হয়েছে এই দুই বাম সংগঠনের কলকাতা জেলার মিছিল ৷ পার্ক স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড ধরে মিছিল যায় ধর্মতলায় । ধর্মতলা ওয়াই চ্যানেল সভাস্থলে বিশাল জমায়েত হয়েছে (SFI DYFI Rally)। পুলিশ অনুমতি না দিলেও সভাস্থল ভিক্টোরিয়া হাউসের নিচে হবে বলে সমর্থকদের উদ্দেশে ঘোষণা করেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷
রাজ্যজুড়ে দুর্নীতির প্রতিবাদ ও আনিস খান, সুদীপ্ত গুপ্তদের 'হত্যা'র বিচার চেয়ে আজ ধর্মতলায় সিপিএম ছাত্র ও যুব সংগঠন ইনসাফ সভার ডাক দিয়েছে । শুরু থেকেই সভাস্থল নিয়ে পুলিশের সঙ্গে সমস্যা তৈরি হয় । শেষে পুলিশের প্রস্তাবে রাজি হয় এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব । 21 জুলাই সভাস্থল সমাবেশমঞ্চে না করে ওয়াই চ্যানেলেই সভা করা হবে বলে ঠিক হয় ৷ তবে শিয়ালদা, হাওড়া ও পার্ক স্ট্রিট থেকে বিপুল সংখ্যক বাম সমর্থকের জমায়েতে মীনাক্ষী বারবার পুলিশকে অনুরোধ করেন যে, ওয়াই চ্যানেলে এত জনসমাগমকে জায়গা দেওয়া যাচ্ছে না ৷ তাই সভাস্থল ভিক্টোরিয়া হাউসের নিচেই করতে দেওয়ার অনুমতি দেওয়া হোক ৷ তবে পুলিশের তরফে অনুমতি না মেলায় বাম নেত্রী সমর্থকদের উদ্দেশে ঘোষণা করেন, 21 জুলাই সভাস্থলেই হবে ইনসাফ সভা ৷
আরও পড়ুন: ধর্মতলায় একুশে জুলাইয়ের সভাস্থানেই হবে বামেদের সভা; হুঁশিয়ারি মীনাক্ষীর
এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ডিওয়াইএফআই কলকাতা জেলা সম্পাদক পৌলবি মজুমদার, এসএফআই কলকাতা জেলা সভাপতি দেবাঞ্জন দে-সহ অন্যান্য নেতৃত্ব । পৌলবি মজুমদার বলেন, "ইনসাফ চাইতে লাখ লাখ ছাত্র-যুব জমায়েতে স্তব্ধ হবে ধর্মতলা । কলকাতা জেলার ছাত্র যুবরা পার্ক স্ট্রিট থেকে মিছিল করে যাবে । পুলিশ বাধা দিলে আমাদেরও জমায়েত আছে, বুঝে নেব ।"