ETV Bharat / city

SFI March for Education রাজ্যে শূন্য পদে নিয়োগের দাবিতে সরব এসএফআই - Dipsita Dhar

সিভিক মাস্টার ও ডাক্তার দিয়ে রাজ্য চলবে না ৷ শূন্য পদে নিয়োগ চাই, এই দাবিতে এবার সরব হয়েছে এসএফআই (SFI) ৷

SFI March for Education
SFI March for Education
author img

By

Published : Aug 25, 2022, 9:26 PM IST

কলকাতা, 25 অগস্ট: 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও' এই স্লোগানে পূর্ব ভারত জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে জাঠা করছে এসএফআই । কলকাতার বিভিন্ন অংশে এই জাঠার সমর্থনে সভা সমাবেশ হয়েছে (SFI March for Education) । বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনের সামনে কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয় । সেই সমাবেশ থেকেই রাজ্য ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা (SFI attacks Mamata govt) ।

বৃহস্পতিবারের কেন্দ্রীয় সমাবেশে অন্যতম বক্তা ছিলেন এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর (Dipsita Dhar,) প্রাক্তন এসএফআই নেতা সায়নদ্বীপ মিত্র, এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি দেবাঞ্জন দে প্রমূখ । এদিন দীপ্সিতা বলেন, "বাংলার ইতিহাস জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় । আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের ইতিহাস জানেন না তিনি । শুধুমাত্র ক্ষমতা জাহির করতে সিধু, কানু প্রমূখ আদিবাসী-সাঁওতাল নেতাদের নামে বিশ্ববিদ্যালয় করার কথা বলছেন । যা তিনি কখনই সফলভাবে করতে পারবেন না । তিনি শুধু জাত পাতের নামে ভেদাভেদ করতে পারেন । ভাগাভাগি করতে পারেন । যাতে আমি আপনি তাঁর অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করতে পারি । তাঁর নেতৃত্বে রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা চুরি করছে, লুঠ করছে, দুর্নীতি করছে । যা আপনার আমার সাধারণ মানুষের টাকা । প্রতিবাদ করতে গেলেই মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে ।"

SFI attacks Mamata govt from Rally
পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় নজরুল মূর্তিতে মাল্যদান করছেন ঐশী ঘোষ

প্রাক্তন এসএফআই নেতা সায়নদ্বীপ মিত্র বলেন, "চারিদিকে শুধু লুঠ আর লুঠ। কাঠমানি ছাড়া কোন কাজ হচ্ছে না । হাজার হাজার শূন্য পদ খালি । সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, সিভিক মাস্টার নিয়োগ করে দলভারি করতে চাইছেন দিদিমণি । সরকারি সিস্টেমটাকেই ধ্বংস করে দিতে চাইছেন । কিন্তু আমরা বলছি এসব করলে চলবে না, দ্রুত সঠিক নিয়ম মেনে স্থায়ী পদে নিয়োগ করতে হবে ।"

কলকাতা জেলার সভাপতি দেবাঞ্জন দে বলেন, "কাশ্মীর থেকে শুরু হওয়া পূর্ব ভারতের জাঠা সম্মিলিতভাবে আগামী 2 সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে মিলিত হবে । রাজ্যে বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রাক্তন ছাত্রনেতা বিমান বসু সেখানে রাজ্যের দুরাবস্থা তুলে ধরবেন । ঠিক তেমনি আমরা গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ভারত জুড়ে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগানে মূল সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরেছি । কীভাবে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে ধর্মের নামে, জাতপাতের নামে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে তা সকলের কাছে স্পষ্ট । যার বিরুদ্ধে আমরা প্রথম থেকেই আন্দোলন করে আসছি । দাবি পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ।"

আরও পড়ুন: কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা

এদিন কলকাতা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া, কালিয়াচক ও মালদা শহর-সহ বিভিন্ন জায়গায় জাঠার সমর্থনে সমাবেশ মিছিল হয় । চুরুলিয়াতে কাজী নজরুল ইসলামের জন্মস্থানে তাঁর মূর্তিতে মাল্যদান করা হয় ।

কলকাতা, 25 অগস্ট: 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও' এই স্লোগানে পূর্ব ভারত জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে জাঠা করছে এসএফআই । কলকাতার বিভিন্ন অংশে এই জাঠার সমর্থনে সভা সমাবেশ হয়েছে (SFI March for Education) । বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনের সামনে কেন্দ্রীয় সমাবেশের আয়োজন করা হয় । সেই সমাবেশ থেকেই রাজ্য ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা (SFI attacks Mamata govt) ।

বৃহস্পতিবারের কেন্দ্রীয় সমাবেশে অন্যতম বক্তা ছিলেন এসএফআই-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর (Dipsita Dhar,) প্রাক্তন এসএফআই নেতা সায়নদ্বীপ মিত্র, এসএফআই কলকাতা জেলা কমিটির সভাপতি দেবাঞ্জন দে প্রমূখ । এদিন দীপ্সিতা বলেন, "বাংলার ইতিহাস জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় । আদিবাসী পিছিয়ে পড়া মানুষদের ইতিহাস জানেন না তিনি । শুধুমাত্র ক্ষমতা জাহির করতে সিধু, কানু প্রমূখ আদিবাসী-সাঁওতাল নেতাদের নামে বিশ্ববিদ্যালয় করার কথা বলছেন । যা তিনি কখনই সফলভাবে করতে পারবেন না । তিনি শুধু জাত পাতের নামে ভেদাভেদ করতে পারেন । ভাগাভাগি করতে পারেন । যাতে আমি আপনি তাঁর অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করতে পারি । তাঁর নেতৃত্বে রাজ্য সরকার বা তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা চুরি করছে, লুঠ করছে, দুর্নীতি করছে । যা আপনার আমার সাধারণ মানুষের টাকা । প্রতিবাদ করতে গেলেই মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে ।"

SFI attacks Mamata govt from Rally
পশ্চিম বর্ধমানের চুরুলিয়ায় নজরুল মূর্তিতে মাল্যদান করছেন ঐশী ঘোষ

প্রাক্তন এসএফআই নেতা সায়নদ্বীপ মিত্র বলেন, "চারিদিকে শুধু লুঠ আর লুঠ। কাঠমানি ছাড়া কোন কাজ হচ্ছে না । হাজার হাজার শূন্য পদ খালি । সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ, সিভিক ডাক্তার, সিভিক মাস্টার নিয়োগ করে দলভারি করতে চাইছেন দিদিমণি । সরকারি সিস্টেমটাকেই ধ্বংস করে দিতে চাইছেন । কিন্তু আমরা বলছি এসব করলে চলবে না, দ্রুত সঠিক নিয়ম মেনে স্থায়ী পদে নিয়োগ করতে হবে ।"

কলকাতা জেলার সভাপতি দেবাঞ্জন দে বলেন, "কাশ্মীর থেকে শুরু হওয়া পূর্ব ভারতের জাঠা সম্মিলিতভাবে আগামী 2 সেপ্টেম্বর কলেজ স্ট্রিটে মিলিত হবে । রাজ্যে বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রাক্তন ছাত্রনেতা বিমান বসু সেখানে রাজ্যের দুরাবস্থা তুলে ধরবেন । ঠিক তেমনি আমরা গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ভারত জুড়ে আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও' স্লোগানে মূল সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরেছি । কীভাবে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে ধর্মের নামে, জাতপাতের নামে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে তা সকলের কাছে স্পষ্ট । যার বিরুদ্ধে আমরা প্রথম থেকেই আন্দোলন করে আসছি । দাবি পূরণ হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ।"

আরও পড়ুন: কেন্দ্রের শিক্ষানীতি বাতিলের দাবিতে ঝাড়গ্রামে ঐশী ঘোষের নেতৃত্বে এসএফআইয়ের জাঠা

এদিন কলকাতা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলার চুরুলিয়া, কালিয়াচক ও মালদা শহর-সহ বিভিন্ন জায়গায় জাঠার সমর্থনে সমাবেশ মিছিল হয় । চুরুলিয়াতে কাজী নজরুল ইসলামের জন্মস্থানে তাঁর মূর্তিতে মাল্যদান করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.