ETV Bharat / city

Sealdah Metro Station : পরিষেবা শুরুর আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ে আগ্রহী বহু সংস্থা - পরিষেবা শুরুর আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ে আগ্রহী বহু সংস্থা

ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) শিয়ালদহ স্টেশনের পরিষেবা শুরু হলে তা সম্ভবত দেশের ব্যস্ততম মেট্রো স্টেশন হতে চলেছে ৷ তাই পরিষেবা শুরুর আগেই সেখানে ব্র্যান্ডিংয়ে আগ্রহী বিভিন্ন বেসরকারি সংস্থা (Several Corporate Company submits Application to co brand Sealdah Metro Station) ৷

several-corporate-company-submits-application-to-co-brand-sealdah-metro-station
Sealdah Metro Station : পরিষেবা শুরুর আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ে আগ্রহী বহু সংস্থা
author img

By

Published : May 27, 2022, 6:50 PM IST

কলকাতা, 27 মে : ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) শিয়ালদহ স্টেশনের কাজ প্রায় শেষের পথে ৷ শিগগিরই হয়তো চালু হয়ে যাবে ওই মেট্রো স্টেশনটি ৷ কিন্তু তার আগেই ওই স্টেশনে বিজ্ঞাপন দিতে আগ্রহী কর্পোরেট সংস্থাগুলি ৷ ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের কাছে সেখানে ব্র্যান্ডিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছে ওই সংস্থাগুলি (Several Corporate Company submits Application to co brand Sealdah Metro Station) ৷ মেট্রোর এক আধিকারিকের কাছ থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে কো-ব্র্যান্ডিং-এর প্রস্তাব জানিয়ে একাধিক আবেদনপত্র এসেছে ৷ আবেদনপত্র এসেছে স্বাস্থ্যক্ষেত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং বিমা সংস্থা-সহ আরও কর্পোরেট সংস্থা থেকে । তাই এই বিষয়ে চলতি মাসেই দরপত্র প্রকাশ করেছে মেট্রোরেল । দরপত্র জমা নেওয়ার শেষ দিন আগামী 3 জুন । বিজ্ঞাপন দেওয়ার চুক্তির মেয়াদ 3 বছর ।

মেট্রো রেল যে সংস্থার সঙ্গে চুক্তি করবে, সেই সংস্থা কো-ব্র্যান্ডিং-এর অংশ হিসেবে স্টেশনের নামের শুরুতে বা শেষে তাদের নাম যুক্ত করতে পারবে । শুধু স্টেশনের নামেই নয় স্টেশনের প্রতিটি গেট, দেওয়াল, পিলার, দরজা, প্ল্যাটফর্ম চত্বরে সেই সংস্থা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবে ৷ সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা প্রায় 1500 স্কোয়ার ফুট জায়গা ব্যবহার করতে পারবে ।

তিনি জানান, এতে যেমন বাড়বে মেট্রোর আয়, তেমনই ওই কর্পোরেট সংস্থার জনসংযোগের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে । কারণ প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । এবং এবার শিয়ালদহ (Sealdah Metro Station) থেকে পরিষেবা শুরু হলে, সম্ভবত এটিই হবে দেশের ব্যস্ততম মেট্রো স্টেশন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীদের কাছে ।

এর আগেও সেন্ট্রাল পার্ক, এসপ্ল্যানেড, দমদম, নোয়াপাড়া, সল্টলেক স্টেডিয়াম, করুণাময়ী, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, বরানগর, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি ও চাঁদনি চক মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া লেগেছে । তবে শিয়ালদহ দিয়ে যেহেতু অনেক মানুষের যাতায়াতের সম্ভাবনা রয়েছে, তাই সুযোগ হারাতে চাইছেন না কোনও সংস্থাই ৷

আরও পড়ুন : Sealdah Metro Station : সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন শেষ, এবার ছাড়পত্রের অপেক্ষায় শিয়ালদা মেট্রো স্টেশন

কলকাতা, 27 মে : ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) শিয়ালদহ স্টেশনের কাজ প্রায় শেষের পথে ৷ শিগগিরই হয়তো চালু হয়ে যাবে ওই মেট্রো স্টেশনটি ৷ কিন্তু তার আগেই ওই স্টেশনে বিজ্ঞাপন দিতে আগ্রহী কর্পোরেট সংস্থাগুলি ৷ ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষের কাছে সেখানে ব্র্যান্ডিংয়ের জন্য উৎসাহ দেখিয়েছে ওই সংস্থাগুলি (Several Corporate Company submits Application to co brand Sealdah Metro Station) ৷ মেট্রোর এক আধিকারিকের কাছ থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷

তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে কো-ব্র্যান্ডিং-এর প্রস্তাব জানিয়ে একাধিক আবেদনপত্র এসেছে ৷ আবেদনপত্র এসেছে স্বাস্থ্যক্ষেত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাংক এবং বিমা সংস্থা-সহ আরও কর্পোরেট সংস্থা থেকে । তাই এই বিষয়ে চলতি মাসেই দরপত্র প্রকাশ করেছে মেট্রোরেল । দরপত্র জমা নেওয়ার শেষ দিন আগামী 3 জুন । বিজ্ঞাপন দেওয়ার চুক্তির মেয়াদ 3 বছর ।

মেট্রো রেল যে সংস্থার সঙ্গে চুক্তি করবে, সেই সংস্থা কো-ব্র্যান্ডিং-এর অংশ হিসেবে স্টেশনের নামের শুরুতে বা শেষে তাদের নাম যুক্ত করতে পারবে । শুধু স্টেশনের নামেই নয় স্টেশনের প্রতিটি গেট, দেওয়াল, পিলার, দরজা, প্ল্যাটফর্ম চত্বরে সেই সংস্থা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবে ৷ সংশ্লিষ্ট বেসরকারি সংস্থা প্রায় 1500 স্কোয়ার ফুট জায়গা ব্যবহার করতে পারবে ।

তিনি জানান, এতে যেমন বাড়বে মেট্রোর আয়, তেমনই ওই কর্পোরেট সংস্থার জনসংযোগের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে । কারণ প্রতিদিন মেট্রোয় লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন । এবং এবার শিয়ালদহ (Sealdah Metro Station) থেকে পরিষেবা শুরু হলে, সম্ভবত এটিই হবে দেশের ব্যস্ততম মেট্রো স্টেশন । তাই কোনও সংস্থার পক্ষে মেট্রোয় নিজেদের বিজ্ঞাপন করতে পারলে, তা পৌঁছে যাবে লক্ষ লক্ষ যাত্রীদের কাছে ।

এর আগেও সেন্ট্রাল পার্ক, এসপ্ল্যানেড, দমদম, নোয়াপাড়া, সল্টলেক স্টেডিয়াম, করুণাময়ী, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, বরানগর, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি ও চাঁদনি চক মেট্রো স্টেশনে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া লেগেছে । তবে শিয়ালদহ দিয়ে যেহেতু অনেক মানুষের যাতায়াতের সম্ভাবনা রয়েছে, তাই সুযোগ হারাতে চাইছেন না কোনও সংস্থাই ৷

আরও পড়ুন : Sealdah Metro Station : সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন শেষ, এবার ছাড়পত্রের অপেক্ষায় শিয়ালদা মেট্রো স্টেশন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.