কলকাতা, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান জানিয়ে পথে নামল সাতটি বামপন্থী সংগঠন ৷ CPI(M-L), রেড স্টার, পিপলস্ ব্রিগেড সহ সাতটি বামপন্থী দল আজ মিছিল করল মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত । CAA প্রত্যাহার করা না হলে জঙ্গি আন্দোলন শুরু করা হবে রাজ্যে ৷ এমনই হুঁশিয়ারি দিলেন আজকের মিছিলে অংশগ্রহনকারী সাতটি বামপন্থী সংগঠনের যৌথ ফোরামের আহ্বায়ক অলীক চক্রবর্তী ।
রাজ্যে তৃণমূল স্বৈরাচারী শাসন চালাচ্ছে বলে অভিযোগ করা হল আজকের মিছিল থেকে । জাতীয় নাগরিকপঞ্জি, নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও NPR বাতিল করতে হবে ৷ মূলত এই দাবি নিয়ে আজ পথে নামেন তারা ৷ নাগরিকত্বের নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয় মিছিল থেকে । স্লোগান ওঠে 'কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস অবিলম্বে বন্ধ হোক' ৷ পাশাপাশি লাভজনক রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারিকরণ চলবে না বলেও কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলে মিছিলে অংশগ্রহণকারী দলগুলি ।
আরও পড়ুন : CAA ইশু, অসমে বিক্ষোভের তদন্তে SIT গঠনের ঘোষণা সোনওয়ালের
একইসঙ্গে রাজ্যে সমস্ত বন্ধ কলকারখানা খোলা, কৃষককে ফসলের ন্যায্য মূল্য দেওয়ার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয় মিছিল থেকে । দেশ তথা রাজ্যের জনসাধারণ এক দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। দেশের অর্থনীতির সংকট এমন মাত্রায়, যে বহু সরকারি ব্যাংক তুলে দিতে হচ্ছে । সরকার রিজার্ভ ব্যাংকের জমানো টাকা নিচ্ছে । এমনই বেশ কিছু ইশুতে শহরের রাজপথে মিছিল করল বামপন্থী সংগঠনগুলির যৌথ ফোরাম ।