ETV Bharat / city

BJP MLAs Suspension : বিধানসভায় সাসপেনশন উঠল শুভেন্দু-সহ সাত বিজেপি বিধায়কের - BJP MLA Agnimitra Paul

চলতি বছরের শুরুতে বাজেট অধিবেশন চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari)-সহ সাতজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে ৷ বৃহস্পতিবার সেই সাসপেনশন তুলে নেওয়া হল ৷

seven-bjp-mlas-suspension-withdrawn-from-bengal-assembly
BJP MLAs Suspension : বিধানসভায় সাসপেনশন উঠল শুভেন্দু-সহ সাত বিজেপি বিধায়কের
author img

By

Published : Jun 16, 2022, 7:39 PM IST

কলকাতা, 16 জুন : বিধানসভায় সাসপেনশন উঠল 7 বিজেপি বিধায়কের (Seven BJP MLAs Suspension Withdrawn from Bengal Assembly) । বাজেট অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari), বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা-সহ সাতজন বিজেপি বিধায়ক । তারপর থেকেই তাঁদের সাসপেনশনের বিষয়টি নিয়ে কম বিতর্ক হয়নি । অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে সাসপেনশন উঠল 7 বিজেপি বিধায়কের ।

প্রসঙ্গত, গত সোমবার আদালতের নির্দেশে বিধানসভায় দু’টি মোশন নিয়ে আসে বিজেপি । এই মোশন বা প্রস্তাবের মূল লক্ষ্য ছিল বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য আবেদন । কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) তরফ থেকে এই আবেদন ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দেওয়া হয় ।

Seven BJP MLAs Suspension Withdrawn from Bengal Assembly
বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারে বিজেপির আবেদন

বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে যখন আবার বিষয়টি বিবেচনার জন্য যায়, তখন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul) বিধানসভায় বক্তব্য রাখেন ৷ সেখানে তিনি দাবি করেন, ত্রুটিপূর্ণ হওয়ার কারণে নয়, বরং পছন্দ না হওয়ার জন্য আগেরবার আবেদন ফিরিয়ে দিয়েছিলেন অধ্যক্ষ । তাৎপর্যপূর্ণ ভাবে এদিনই 7 বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে নিল রাজ্য বিধানসভা ।

Seven BJP MLAs Suspension Withdrawn from Bengal Assembly
বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারে বিজেপির আবেদন

বিধানসভায় ঠিক বলেছিলেন অগ্নিমিত্রা পাল ? তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা এবং বিরোধী দলের মুখ্য সচেতক অনুপস্থিত, সেখানে বিধানসভা কীভাবে চলতে পারে । আগেও আমরা আপনার কথামতো মোশন এনেছিলাম । তবে সেই মোশনের লেখা আপনার পছন্দ হয়নি ।’’

এদিন অগ্নিমিত্রা পাল অধ্যক্ষকে পছন্দ-অপছন্দের কথা বলে দোষারোপ করার চেষ্টা করলেও এই নিয়ে আর কথা বাড়াননি বিমান বন্দ্যোপাধ্যায় । শুধু মনে করিয়ে দেন যে আগেরবার যে আবেদন করা হয়েছিল সেখানে অতিরিক্ত বিষয় ছিল, সেটাকে সংশোধন করার কথা তিনি বলেছিলেন ।

সাসপেনশন প্রত্যাহার নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনাদের হাই কোর্টে যাওয়ার দরকার ছিল না । আমি বারবার বলেছি, আপনারা বিধানসভায় আসুন, মানুষের কথা বলুন । কিন্তু আপনারা তা না করে বিধানসভার গেটে এসে এমন কিছু বলেন, যা মানায় না ।’’

অন্যদিকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) বলেন, ‘‘আমরা তিক্ততা চাই না । সকলকে বলব মোশনকে সমর্থন করুন । আমরা সকলে মিলে বিধানসভা চালাব । কাউকে বাইরে রেখে বিধানসভা চালাতে চাই না । কিন্তু বিধানসভা যেমন বিরোধীদের ছাড়া চলতে পারে না, তেমনই বিরোধীদেরও কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে । যা তাঁদের পালন করা উচিত ।’’

এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের সংযোজন, ‘‘আপনাদের হাইকোর্টে যাওয়ার দরকার ছিল না । বারবার বলেছি আপনারা বিধানসভায় আসুন মানুষের কথা বলুন । কিন্তু আপনারা তা না করে বিধানসভার গেটে এসে এমন কিছু বলেন যা মানায় না ৷ শুধু তাই নয়, বিধানসভা চালানোর দায়িত্ব অধ্যক্ষ্যর । ধন্যবাদ বিচারপতিকে, তিনি বলেছেন বিধানসভার অধ্যক্ষের কথাই শেষ কথা ।’’ পরিষদীয় রীতিনীতি মেনে বাংলার হয়ে বিজেপি বিধায়কদের কাজের বার্তাও দেন পার্থ ৷

এনিয়ে বালুরঘাটের বিজেপি অশোক লাহিড়ী অধ্যক্ষের ভূমিকার প্রশংসা করেন । বলেন, ‘‘আপনার মহান নেতৃত্বে আজ ঐতিহাসিক বিধানসভার গরিমা অক্ষুন্ন থাকল । ইতিহাসের পাতায় আপনার নেতৃত্বের কথা লেখা থাকবে ।’’ তবে তাঁর এহেন মন্তব্যকে দ্ব্যর্থবোধক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । এরপর বিজেপির আনা দু’টো মোশনের উপর ধ্বনি ভোট হয় এবং সাত বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে যায় । এবার রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ সাত বিধায়ক ।

এদিকে নিজেদের ত্রুটি না মানলেও এদিন অধ্যক্ষ বিজেপি বিধায়কদের সাসপেনশন তুলে নেওয়ায় তাদের নৈতিক জয় দেখছেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা । তিনি বলেন, ‘‘আমাদের সাসপেনশন অবৈধ । আমরা কোর্টে গিয়েছি । কোর্টের নির্দেশেই মোশান এনেছিলাম । আমরা মনে করি, এটা আমাদের জয় ।’’

আরও পড়ুন : BJP MLAs Suspension: জমা পড়েনি ত্রুটিমুক্ত আবেদন, এখনও সাসপেন্ড বিজেপি'র সাত বিধায়ক

কলকাতা, 16 জুন : বিধানসভায় সাসপেনশন উঠল 7 বিজেপি বিধায়কের (Seven BJP MLAs Suspension Withdrawn from Bengal Assembly) । বাজেট অধিবেশন চলাকালীন সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari), বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা-সহ সাতজন বিজেপি বিধায়ক । তারপর থেকেই তাঁদের সাসপেনশনের বিষয়টি নিয়ে কম বিতর্ক হয়নি । অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে সাসপেনশন উঠল 7 বিজেপি বিধায়কের ।

প্রসঙ্গত, গত সোমবার আদালতের নির্দেশে বিধানসভায় দু’টি মোশন নিয়ে আসে বিজেপি । এই মোশন বা প্রস্তাবের মূল লক্ষ্য ছিল বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য আবেদন । কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) তরফ থেকে এই আবেদন ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দেওয়া হয় ।

Seven BJP MLAs Suspension Withdrawn from Bengal Assembly
বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারে বিজেপির আবেদন

বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে যখন আবার বিষয়টি বিবেচনার জন্য যায়, তখন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul) বিধানসভায় বক্তব্য রাখেন ৷ সেখানে তিনি দাবি করেন, ত্রুটিপূর্ণ হওয়ার কারণে নয়, বরং পছন্দ না হওয়ার জন্য আগেরবার আবেদন ফিরিয়ে দিয়েছিলেন অধ্যক্ষ । তাৎপর্যপূর্ণ ভাবে এদিনই 7 বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে নিল রাজ্য বিধানসভা ।

Seven BJP MLAs Suspension Withdrawn from Bengal Assembly
বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারে বিজেপির আবেদন

বিধানসভায় ঠিক বলেছিলেন অগ্নিমিত্রা পাল ? তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা এবং বিরোধী দলের মুখ্য সচেতক অনুপস্থিত, সেখানে বিধানসভা কীভাবে চলতে পারে । আগেও আমরা আপনার কথামতো মোশন এনেছিলাম । তবে সেই মোশনের লেখা আপনার পছন্দ হয়নি ।’’

এদিন অগ্নিমিত্রা পাল অধ্যক্ষকে পছন্দ-অপছন্দের কথা বলে দোষারোপ করার চেষ্টা করলেও এই নিয়ে আর কথা বাড়াননি বিমান বন্দ্যোপাধ্যায় । শুধু মনে করিয়ে দেন যে আগেরবার যে আবেদন করা হয়েছিল সেখানে অতিরিক্ত বিষয় ছিল, সেটাকে সংশোধন করার কথা তিনি বলেছিলেন ।

সাসপেনশন প্রত্যাহার নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনাদের হাই কোর্টে যাওয়ার দরকার ছিল না । আমি বারবার বলেছি, আপনারা বিধানসভায় আসুন, মানুষের কথা বলুন । কিন্তু আপনারা তা না করে বিধানসভার গেটে এসে এমন কিছু বলেন, যা মানায় না ।’’

অন্যদিকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Bengal Minister Partha Chatterjee) বলেন, ‘‘আমরা তিক্ততা চাই না । সকলকে বলব মোশনকে সমর্থন করুন । আমরা সকলে মিলে বিধানসভা চালাব । কাউকে বাইরে রেখে বিধানসভা চালাতে চাই না । কিন্তু বিধানসভা যেমন বিরোধীদের ছাড়া চলতে পারে না, তেমনই বিরোধীদেরও কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে । যা তাঁদের পালন করা উচিত ।’’

এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের সংযোজন, ‘‘আপনাদের হাইকোর্টে যাওয়ার দরকার ছিল না । বারবার বলেছি আপনারা বিধানসভায় আসুন মানুষের কথা বলুন । কিন্তু আপনারা তা না করে বিধানসভার গেটে এসে এমন কিছু বলেন যা মানায় না ৷ শুধু তাই নয়, বিধানসভা চালানোর দায়িত্ব অধ্যক্ষ্যর । ধন্যবাদ বিচারপতিকে, তিনি বলেছেন বিধানসভার অধ্যক্ষের কথাই শেষ কথা ।’’ পরিষদীয় রীতিনীতি মেনে বাংলার হয়ে বিজেপি বিধায়কদের কাজের বার্তাও দেন পার্থ ৷

এনিয়ে বালুরঘাটের বিজেপি অশোক লাহিড়ী অধ্যক্ষের ভূমিকার প্রশংসা করেন । বলেন, ‘‘আপনার মহান নেতৃত্বে আজ ঐতিহাসিক বিধানসভার গরিমা অক্ষুন্ন থাকল । ইতিহাসের পাতায় আপনার নেতৃত্বের কথা লেখা থাকবে ।’’ তবে তাঁর এহেন মন্তব্যকে দ্ব্যর্থবোধক বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । এরপর বিজেপির আনা দু’টো মোশনের উপর ধ্বনি ভোট হয় এবং সাত বিজেপি বিধায়কের উপর থেকে সাসপেনশন উঠে যায় । এবার রাজ্য বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ সাত বিধায়ক ।

এদিকে নিজেদের ত্রুটি না মানলেও এদিন অধ্যক্ষ বিজেপি বিধায়কদের সাসপেনশন তুলে নেওয়ায় তাদের নৈতিক জয় দেখছেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা । তিনি বলেন, ‘‘আমাদের সাসপেনশন অবৈধ । আমরা কোর্টে গিয়েছি । কোর্টের নির্দেশেই মোশান এনেছিলাম । আমরা মনে করি, এটা আমাদের জয় ।’’

আরও পড়ুন : BJP MLAs Suspension: জমা পড়েনি ত্রুটিমুক্ত আবেদন, এখনও সাসপেন্ড বিজেপি'র সাত বিধায়ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.