ETV Bharat / city

কলকাতায় উদ্ধার 10 লাখের গাঁজা, গ্রেপ্তার 7 - কলকাতায় গাঁজা পাচার চক্র

বাজেয়াপ্ত করা হয়েছে 134 কেজি 770 গ্রাম গাঁজা । যার বাজার দর 10 লাখ টাকারও বেশি ।

Ganja smuggling ring found
গাঁজা
author img

By

Published : Jul 28, 2020, 5:53 AM IST

কলকাতা, 28 জুলাই: বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতায় গাঁজা পাচার করতে এসেছিল সাতজনের একটি দল । কলকাতায় এক ব্যক্তির কাছে তুলে দেওয়ার কথা ছিল প্রায় 135 কেজি গাঁজা । কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল ফোর্সের সক্রিয়তায় সফল হল না পাচারকারীরা । গ্রেপ্তার করা হয়েছে সাতজনকেই । উদ্ধার হয়েছে গাঁজা । বাজেয়াপ্ত করা হয়েছে দু'টি গাড়ি ।

পুলিশ সূত্রে খবর, আগের দিন গোয়েন্দারা খবর পান প্রচুর পরিমাণ গাঁজা ঢুকতে চলেছে কলকাতা শহরে । সেই মতো আমহার্স্ট স্ট্রিট এলাকায় নজরদারি চালানো হচ্ছিল । সন্ধ্যা সাতটা নাগাদ একটি সন্দেহজনক ট্রাক আটকান গোয়েন্দারা । ট্রাকের সঙ্গে ছিল একটি মারুতি সুজুকি গাড়িও । ট্রাকের কভার সরাতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো গাঁজার প্যাকেট ।

পুলিশ জানিয়েছে, ওই গাজা উত্তর 24 পরগনার বাগদা থেকে আনা হয়েছিল । এনেছিল স্বপন মজুমদার ওরফে ভোলা (48), মিলন মণ্ডল (33), বিষ্ণু হালদার (24), অসীম পলাশ (28), আমিনুর মণ্ডল (33), আমিনুর বিশ্বাস (28), সেলিম খান (31) । প্রত্যেকেই বাগদা এলাকার বাসিন্দা । সাতজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে 134 কেজি 770 গ্রাম গাঁজা । যার বাজার দর 10 লাখ টাকারও বেশি ।

গোয়েন্দাদের ধারণা, ধৃতদের জেরা করে কলকাতার একটি বড় গাঁজা চক্রের হদিশ মিলবে । দলটিকে লালবাজারে জেরার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ জেরায় পুলিশ জানতে চাইছে, কার হাতে ওই গাঁজা পৌঁছে দিতে চেয়েছিল দলটি ।

কলকাতা, 28 জুলাই: বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতায় গাঁজা পাচার করতে এসেছিল সাতজনের একটি দল । কলকাতায় এক ব্যক্তির কাছে তুলে দেওয়ার কথা ছিল প্রায় 135 কেজি গাঁজা । কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল ফোর্সের সক্রিয়তায় সফল হল না পাচারকারীরা । গ্রেপ্তার করা হয়েছে সাতজনকেই । উদ্ধার হয়েছে গাঁজা । বাজেয়াপ্ত করা হয়েছে দু'টি গাড়ি ।

পুলিশ সূত্রে খবর, আগের দিন গোয়েন্দারা খবর পান প্রচুর পরিমাণ গাঁজা ঢুকতে চলেছে কলকাতা শহরে । সেই মতো আমহার্স্ট স্ট্রিট এলাকায় নজরদারি চালানো হচ্ছিল । সন্ধ্যা সাতটা নাগাদ একটি সন্দেহজনক ট্রাক আটকান গোয়েন্দারা । ট্রাকের সঙ্গে ছিল একটি মারুতি সুজুকি গাড়িও । ট্রাকের কভার সরাতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো গাঁজার প্যাকেট ।

পুলিশ জানিয়েছে, ওই গাজা উত্তর 24 পরগনার বাগদা থেকে আনা হয়েছিল । এনেছিল স্বপন মজুমদার ওরফে ভোলা (48), মিলন মণ্ডল (33), বিষ্ণু হালদার (24), অসীম পলাশ (28), আমিনুর মণ্ডল (33), আমিনুর বিশ্বাস (28), সেলিম খান (31) । প্রত্যেকেই বাগদা এলাকার বাসিন্দা । সাতজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । বাজেয়াপ্ত করা হয়েছে 134 কেজি 770 গ্রাম গাঁজা । যার বাজার দর 10 লাখ টাকারও বেশি ।

গোয়েন্দাদের ধারণা, ধৃতদের জেরা করে কলকাতার একটি বড় গাঁজা চক্রের হদিশ মিলবে । দলটিকে লালবাজারে জেরার জন্য নিয়ে যাওয়া হয়েছে ৷ জেরায় পুলিশ জানতে চাইছে, কার হাতে ওই গাঁজা পৌঁছে দিতে চেয়েছিল দলটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.