ETV Bharat / city

শহরের পানশালায় অসামাজিক কাজের অভিযোগ, ধৃত 7 - Police

লালবাজারে মাঝে মাঝেই অভিযোগ যাচ্ছিল পানশালায় সন্ধ্যা নামলেই অসামাজিক কাজকর্মের আসর বসে৷ সেই মতোই অভিযান চালিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয় ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 13, 2019, 7:19 PM IST

কলকাতা, 13 অক্টোবর : নিউ মার্কেট থানা এলাকার একটি পানশালা ৷ আনন্দপুরের অপর একটি ৷ প্রগতি ময়দান থানা এলাকায় আরও একটি ৷ অভিযোগ ছিল, সন্ধ্যা নামলেই অসামাজিক কাজকর্ম হয় পানশালাগুলিতে৷ গতকাল রাতে এই তিনটি পানশালায় পুলিশ তল্লাশি চালায় ৷ পুলিশি হানায় গ্রেপ্তার হয় মোট সাতজন ৷

গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযানে যায় লালবাজার থানার পুলিশ ৷ শুরু হয় তল্লাশি ৷ তল্লাশিতে বেশ কিছু পানশালায় অসামাজিক কাজের হদিশ পান গোয়েন্দারা ৷ অভিযানে মোট 7জনকে গ্রেপ্তার করা হয় ৷

উৎসবের মরশুম৷ এরই মাঝে গজিয়ে উঠেছে বেশ কিছু পানশালা-রেস্তরাঁ এবং হুক্কা পাব ৷ আইনকে তোয়াক্কা না করেই চলে এগুলি ৷ কোনও কোনও পানশালায় অনুমতি আছে শুধুই গানের ৷ সেখানে লাইভ ব্যান্ড গান গাইতে পারে ৷ লালবাজারে মাঝে মাঝেই অভিযোগ যাচ্ছিল, সেইসব পানশালায় সন্ধ্যা নামলেই শুরু হয় নাচ, চলে অসামাজিক কাজকর্ম ৷ বেশ কিছু পানশালা আবার খোলা থাকে নির্দিষ্ট সময়ের পরেও ৷ রাত বাড়লেই তাতে ভিড় বাড়ে ৷ এবার থেকে মাঝেমধ্যেই এই ধরনের তল্লাশি অভিযান চালানো হবে বলে লালবাজার সূত্রের খবর ৷

Arrest
পাঁচ ধৃত

কলকাতা, 13 অক্টোবর : নিউ মার্কেট থানা এলাকার একটি পানশালা ৷ আনন্দপুরের অপর একটি ৷ প্রগতি ময়দান থানা এলাকায় আরও একটি ৷ অভিযোগ ছিল, সন্ধ্যা নামলেই অসামাজিক কাজকর্ম হয় পানশালাগুলিতে৷ গতকাল রাতে এই তিনটি পানশালায় পুলিশ তল্লাশি চালায় ৷ পুলিশি হানায় গ্রেপ্তার হয় মোট সাতজন ৷

গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ অভিযানে যায় লালবাজার থানার পুলিশ ৷ শুরু হয় তল্লাশি ৷ তল্লাশিতে বেশ কিছু পানশালায় অসামাজিক কাজের হদিশ পান গোয়েন্দারা ৷ অভিযানে মোট 7জনকে গ্রেপ্তার করা হয় ৷

উৎসবের মরশুম৷ এরই মাঝে গজিয়ে উঠেছে বেশ কিছু পানশালা-রেস্তরাঁ এবং হুক্কা পাব ৷ আইনকে তোয়াক্কা না করেই চলে এগুলি ৷ কোনও কোনও পানশালায় অনুমতি আছে শুধুই গানের ৷ সেখানে লাইভ ব্যান্ড গান গাইতে পারে ৷ লালবাজারে মাঝে মাঝেই অভিযোগ যাচ্ছিল, সেইসব পানশালায় সন্ধ্যা নামলেই শুরু হয় নাচ, চলে অসামাজিক কাজকর্ম ৷ বেশ কিছু পানশালা আবার খোলা থাকে নির্দিষ্ট সময়ের পরেও ৷ রাত বাড়লেই তাতে ভিড় বাড়ে ৷ এবার থেকে মাঝেমধ্যেই এই ধরনের তল্লাশি অভিযান চালানো হবে বলে লালবাজার সূত্রের খবর ৷

Arrest
পাঁচ ধৃত
Intro:কলকাতা, 13 অক্টোবর: নিয়মবহির্ভূতভাবে চলছে কলকাতার বেশ কিছু বার কাম রেস্তোরাঁ এবং হুক্কা পাব। অভিযোগ পাচ্ছিল লালবাজার। সেই সূত্র ধরে গতরাতে অভিযানে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। দেখা যায় অভিযোগ সত্যি। রেইড চলাকালীন গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।
Body:কোথাও অনুমতি আছে শুধুই গানের। সেখানে লাইভ ব্যান্ড পারফরম্যান্স করতে পারে বার গুলিতে। অভিযোগ আসছিল, সেই সব বারে চলছে বারগার্লদের লাস্যময়ী নাচ। অথচ তার অনুমোদন নেই। কোথাও আবার হাতে শুধু মাউথপিস ধরে রেখে ছোট পোশাকে শরীরী হিল্লোল তোলে যুবতীরা। রাত বাড়লে নাকি পোশাকও ছোট হতে থাকে। কোথাও আবার নির্দিষ্ট সময়ের পরেও খোলা থাকে বার। আর সেসবকে কেন্দ্র করে ভিড় জমায় বাইকবাজরা। তৈরি হয় অপরাধপ্রবণতা। এমন নানা অভিযোগ পেয়ে শহর জুড়ে বিভিন্ন বারে তল্লাশি অভিযানে নামে কলকাতা পুলিশ। গত রাত সাড়ে এগারোটা থেকে শুরু হয় তল্লাশি। সেই তল্লাসি অভিযানে বেশ কিছু বারে নিয়মবহির্ভূত কাজ হচ্ছে বলে দেখতে পায় গোয়েন্দারা। তল্লাশিতে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।Conclusion:লালবাজার সূত্রে জানা গেছে, গতরাতে অভিযান চালানো হয় মূলত নিউমার্কেট প্রগতি ময়দান এবং আনন্দপুর থানা এলাকায়। নিউমার্কেট থানা এলাকার স্বস্তিক নামে একটি বার, আনন্দপুর এ গুরুস এবং প্রগতি ময়দান থানা এলাকায় লারিকা নামে একটি বারে চলছিল অশ্লীল নাচ। এই তিনটি বার থেকেই অশ্লীল নাচ এবং বেআইনি কাজের অভিযোগে গ্রেপ্তার করা হয় মোট সাত জনকে। লালবাজার সূত্রে জানা গেছে, এবার থেকে মাঝেমধ্যেই এই ধরনের তল্লাশী অভিযান চালানো হবে। পাশাপাশি সতর্ক করা হবে এই ধরনের বার গুলিকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.