কলকাতা, 17 ডিসেম্বর : শেষ হল কলকাতা পুরভোটের প্রচার পর্ব। শুক্রবার বিকেল 5টা থেকেই শুরু হয়েছে সাইলেন্স জোন। হাতে বাকি মাত্র আর দু'দিন। তাই নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনওরকম নিরাপত্তার ফাঁক না থাকে, সে বিষয়ে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। নিরাপত্তা সম্পর্কিত সমস্ত বিষয় খতিয়ে দেখতে কমিশনের কর্তারা দফায়-দফায় বৈঠক করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং পুলিশ প্রশাসনের সঙ্গে। বিশেষ নজর দেওয়া হচ্ছে সংবেদনশীল বুথগুলিতে (Election Commission keeps a close eye on the sensitive booths)।
কলকাতা পৌর নির্বাচনে মোট বুথের সংখ্যা 4959। তার মধ্যে প্রধান বুথ 4739, অতিরিক্ত বা অক্সিলিয়ারি বুথের সংখ্যা 220।
কমিশন সূত্রে প্রাপ্ত বরোভিত্তিক সংবেদনশীল বুথের তালিকা একনজরে (sensitive booths for KMC election):
বরো:1- মোট বুথ: 345
সংবেদনশীল বুথ :112
বরো:2- মোট বুথ: 201
সংবেদনশীল বুথ :69
বরো:3- মোট বুথ: 400
সংবেদনশীল বুথ :100
বরো:4- মোট বুথ: 270
সংবেদনশীল বুথ :91
বরো:5- মোট বুথ: 244
সংবেদনশীল বুথ :36
বরো:6- মোট বুথ: 305
সংবেদনশীল বুথ :71
বরো:7- মোট বুথ: 587
সংবেদনশীল বুথ :250
বরো:8- মোট বুথ: 293
সংবেদনশীল বুথ :31
বরো:9- মোট বুথ: 365
সংবেদনশীল বুথ :43
বরো:10- মোট বুথ: 477
সংবেদনশীল বুথ :67
বরো:11- মোট বুথ: 243
সংবেদনশীল বুথ :48
বোরো:12- মোট বুথ: 278
সংবেদনশীল বুথ :44
বরো:13- মোট বুথ: 208
সংবেদনশীল বুথ :22
বরো:14- মোট বুথ: 264
সংবেদনশীল বুথ :36
বরো:15- মোট বুথ: 245
সংবেদনশীল বুথ :73
বরো:16- মোট বুথ: 236
সংবেদনশীল বুথ :46
সবমিলিয়ে কলকাতা পুরভোটে সংবেদনশীল বুথের সংখ্যা 1139 ৷