ETV Bharat / city

KP summons Nupur Sharma: নূপুর শর্মাকে দ্বিতীয়বার সমন পাঠাল কলকাতা পুলিশ - নূপুর শর্মাকে দ্বিতীয়বার সমন পাঠাল কলকাতা পুলিশ

আমহার্স্ট স্ট্রিট থানায় তলব করা হল সাসপেন্ড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Nupur Sharma)। আগামী 25 জুন তাঁকে ফের তলব করা হল ৷

Second time Kolkata Police summons Nupur Sharma
Nupur Sharma
author img

By

Published : Jun 23, 2022, 8:13 PM IST

কলকাতা, 23 জুন: আমহার্স্ট স্ট্রিট থানায় তলব করা হল সাসপেন্ড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Kolkata Police summons Nupur Sharma)। আগামী 25 জুন তাঁকে ফের তলব করা হল ৷

এর আগে নূপুর শর্মাকে তলব করেছিল নারকেলডাঙ্গা থানার পুলিশ । অবশ্য সেবার তিনি কলকাতা পুলিশের কাছ থেকে চার সপ্তাহের সময়সীমা চেয়েছিলেন । তবে আগের তলবেও তাঁকে সময় দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি লালবাজার ।

সম্প্রতি নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তি ছড়িয়েছে সারা দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এমনকি হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার এবং হাওড়া কমিশনারেটের নগরপালও পরিবর্তন করতে হয়েছে । হাওড়ার গ্রামীণ এলাকার ডোমজুর, সলপ, ধূলাগড়-সহ একাধিক জায়গায় বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল ৷

আরও পড়ুন : KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

এর ফলে একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তার জন্যই নূপুর শর্মাকে ফের একবার তলব করল কলকাতা পুলিশ । যদিও নূপুর শর্মা কলকাতা পুলিশের তরফ থেকে পাওয়া তাঁর দ্বিতীয় সমন অনুযায়ী সাড়া দেবেন কি না, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । আজ নুপুর শর্মাকে মেল মারফত এই নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফে (Second time Kolkata Police summons Nupur Sharma)।

কলকাতা, 23 জুন: আমহার্স্ট স্ট্রিট থানায় তলব করা হল সাসপেন্ড বিজেপি নেত্রী নূপুর শর্মাকে (Kolkata Police summons Nupur Sharma)। আগামী 25 জুন তাঁকে ফের তলব করা হল ৷

এর আগে নূপুর শর্মাকে তলব করেছিল নারকেলডাঙ্গা থানার পুলিশ । অবশ্য সেবার তিনি কলকাতা পুলিশের কাছ থেকে চার সপ্তাহের সময়সীমা চেয়েছিলেন । তবে আগের তলবেও তাঁকে সময় দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি লালবাজার ।

সম্প্রতি নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তি ছড়িয়েছে সারা দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এমনকি হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার এবং হাওড়া কমিশনারেটের নগরপালও পরিবর্তন করতে হয়েছে । হাওড়ার গ্রামীণ এলাকার ডোমজুর, সলপ, ধূলাগড়-সহ একাধিক জায়গায় বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল ৷

আরও পড়ুন : KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

এর ফলে একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ তার জন্যই নূপুর শর্মাকে ফের একবার তলব করল কলকাতা পুলিশ । যদিও নূপুর শর্মা কলকাতা পুলিশের তরফ থেকে পাওয়া তাঁর দ্বিতীয় সমন অনুযায়ী সাড়া দেবেন কি না, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি । আজ নুপুর শর্মাকে মেল মারফত এই নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুলিশের তরফে (Second time Kolkata Police summons Nupur Sharma)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.