ETV Bharat / city

স্ক্রাব টাইফাস : "পরিস্থিতি উদ্বেগজনক নয়", সতর্ক চিকিৎসকরা - doctors in kolkata

পরিস্থিতি উদ্বেগজনক নয় । কারণ, স্ক্রাব টাইফাস এখন ভেরি কমন ইনফেকশন । বলছেন চিকিৎসকরা

interview
author img

By

Published : Nov 24, 2019, 1:31 PM IST

কলকাতা, 24 নভেম্বর : স্ক্রাব টাইফাসে মৃত্যু এড়ানো যাচ্ছে না । গ্রামের পাশাপাশি শহরাঞ্চলের মানুষও আক্রান্ত হচ্ছেন । আক্রান্তের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে ।
কলকাতার মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ১৩ নভেম্বর মুর্শিদাবাদের ডাঙাপাড়ার বাসিন্দা মহাদেব মণ্ডল (৪৯)-এর মৃত্যু হয় । তিনি স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছিলেন । জানা গেছে, ২২ নভেম্বর মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা তরুণ সরকার (৩৩)-র মৃত্যু হয়েছে বহরমপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে‌ । তিনিও স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে । গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও এমনকী, কলকাতাতেও স্ক্রাব টাইফাসের সংক্রমণ দেখা যাচ্ছে । কলকাতার পার্কসার্কাসে অবস্থিত বেসরকারি একটি শিশু হাসপাতালে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন ৷ তাঁদের আপাতত চিকিৎসা চলছে ।

স্ক্রাব টাইফাসের পরিস্থিতি কতটা উদ্বেগজনক? এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পরিস্থিতি উদ্বেগজনক নয় । কারণ, স্ক্রাব টাইফাস এখন ভেরি কমন ইনফেকশন । তবে, রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু হতে যাতে দেরি না হয়, তার জন্য চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়েছে ।" একইসঙ্গে তিনি বলেন, "স্ক্রাব টাইফাসের ওষুধ রয়েছে । রোগ নিরাময়ের জন্য চিকিৎসাও করা হচ্ছে । এই রোগ খুব সহজে সেরে যায় ।" যদিও, স্ক্রাব টাইফাসে মৃত্যু কেন হচ্ছে, তা দেখতে হবে বলেও তিনি জানিয়েছেন।

সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক

তবে, শুধুমাত্র স্বাস্থ্য অধিকর্তা নন । এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি অংশও জানিয়েছেন, স্ক্রাব টাইফাসের পরিস্থিতি এখনও উদ্বেগজনক হয়ে ওঠেনি । সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "স্ক্রাব টাইফাসে উদ্বেগের খুব বেশি কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি না ।" তবে তিনি বলেন, "যে সব এলাকায় অনেক জঞ্জাল, অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, সে সব এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন । পৌরসভা, পঞ্চায়েত যাতে এই দায়িত্ব পালন করে সেটা দেখুন । স্বাস্থ্যকর পরিবেশ যাতে বজায় থাকে, সেটা দেখা জরুরি ।"

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "স্ক্রাব টাইফাসে মৃত্যু হচ্ছে । তবে, এখনও এটা খুব যে বড় এলাকা জুড়ে হয়েছে, এপিডেমিক বা বিশাল আউটব্রেক হয়েছে, তা বলার মতো জায়গায় নেই । প্রতিবছরই কিছু কিছু ঘটনা দেখা যায়, এবারও হচ্ছে । যা-ই ঘটুক না কেন, যে কোনও রোগে মৃত্যু দুর্ভাগ‍্যজনক, অত‍্যন্ত দুঃখজনক । কারণ, স্ক্রাব টাইফাস সামান্য একটি পোকার কামড়ে হচ্ছে । শুরুতে যদি রোগনির্ণয় এবং চিকিৎসা শুরু হয়, তা হলে রোগীর মৃত্যু হওয়া উচিত নয় ।"

চিকিৎসক সজল বিশ্বাস আরও বলেন, " আমাদের রাজ্যে হাইজেনিক কন্ডিশন আমরা এখনও তৈরি করতে পারলাম না । এলাকায় জঞ্জাল পরিষ্কার করার জন্য যে সিস্টেম গড়ে ওঠা উচিত ছিল, তা ঠিক মতো গড়ে ওঠেনি । পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের উপর গুরুত্ব দেওয়া জরুরি, তা হলে এগুলি থেকে আমরা রক্ষা পেতে পারি ।"

চিকিৎসকরা জানিয়েছেন, ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম স্ক্রাব টাইফাস । মাইট নামে ছোটো একটি পোকার মাধ্যমে এই রোগটি মানুষের শরীরে সংক্রামিত হচ্ছে । চার-পাঁচ বছর আগেও স্ক্রাব টাইফাসের সংক্রমণ এতটা দেখা যেত না । অন্য একটি কারণেও হতে পারে স্ক্রাব টাইফাসের সংক্রমণ । তা হল, জঙ্গল এখন সাফ হয়ে যাচ্ছে । সেখান থেকে পোকা-মাকড়ের উৎপাত বাড়তে পারে । ১৯৩০-এ জাপানে প্রথম স্ক্রাব টাইফাস চিহ্নিত হয়েছিল । ভারত, চিন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, এই দেশগুলোর মধ্যে আগে সীমাবদ্ধ । এখন অন্যত্র ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা ।

কলকাতা, 24 নভেম্বর : স্ক্রাব টাইফাসে মৃত্যু এড়ানো যাচ্ছে না । গ্রামের পাশাপাশি শহরাঞ্চলের মানুষও আক্রান্ত হচ্ছেন । আক্রান্তের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে ।
কলকাতার মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ১৩ নভেম্বর মুর্শিদাবাদের ডাঙাপাড়ার বাসিন্দা মহাদেব মণ্ডল (৪৯)-এর মৃত্যু হয় । তিনি স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছিলেন । জানা গেছে, ২২ নভেম্বর মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা তরুণ সরকার (৩৩)-র মৃত্যু হয়েছে বহরমপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে‌ । তিনিও স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে । গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও এমনকী, কলকাতাতেও স্ক্রাব টাইফাসের সংক্রমণ দেখা যাচ্ছে । কলকাতার পার্কসার্কাসে অবস্থিত বেসরকারি একটি শিশু হাসপাতালে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন পাঁচজন ৷ তাঁদের আপাতত চিকিৎসা চলছে ।

স্ক্রাব টাইফাসের পরিস্থিতি কতটা উদ্বেগজনক? এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পরিস্থিতি উদ্বেগজনক নয় । কারণ, স্ক্রাব টাইফাস এখন ভেরি কমন ইনফেকশন । তবে, রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু হতে যাতে দেরি না হয়, তার জন্য চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়েছে ।" একইসঙ্গে তিনি বলেন, "স্ক্রাব টাইফাসের ওষুধ রয়েছে । রোগ নিরাময়ের জন্য চিকিৎসাও করা হচ্ছে । এই রোগ খুব সহজে সেরে যায় ।" যদিও, স্ক্রাব টাইফাসে মৃত্যু কেন হচ্ছে, তা দেখতে হবে বলেও তিনি জানিয়েছেন।

সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক

তবে, শুধুমাত্র স্বাস্থ্য অধিকর্তা নন । এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি অংশও জানিয়েছেন, স্ক্রাব টাইফাসের পরিস্থিতি এখনও উদ্বেগজনক হয়ে ওঠেনি । সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক সজল বিশ্বাস বলেন, "স্ক্রাব টাইফাসে উদ্বেগের খুব বেশি কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি না ।" তবে তিনি বলেন, "যে সব এলাকায় অনেক জঞ্জাল, অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, সে সব এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন । পৌরসভা, পঞ্চায়েত যাতে এই দায়িত্ব পালন করে সেটা দেখুন । স্বাস্থ্যকর পরিবেশ যাতে বজায় থাকে, সেটা দেখা জরুরি ।"

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "স্ক্রাব টাইফাসে মৃত্যু হচ্ছে । তবে, এখনও এটা খুব যে বড় এলাকা জুড়ে হয়েছে, এপিডেমিক বা বিশাল আউটব্রেক হয়েছে, তা বলার মতো জায়গায় নেই । প্রতিবছরই কিছু কিছু ঘটনা দেখা যায়, এবারও হচ্ছে । যা-ই ঘটুক না কেন, যে কোনও রোগে মৃত্যু দুর্ভাগ‍্যজনক, অত‍্যন্ত দুঃখজনক । কারণ, স্ক্রাব টাইফাস সামান্য একটি পোকার কামড়ে হচ্ছে । শুরুতে যদি রোগনির্ণয় এবং চিকিৎসা শুরু হয়, তা হলে রোগীর মৃত্যু হওয়া উচিত নয় ।"

চিকিৎসক সজল বিশ্বাস আরও বলেন, " আমাদের রাজ্যে হাইজেনিক কন্ডিশন আমরা এখনও তৈরি করতে পারলাম না । এলাকায় জঞ্জাল পরিষ্কার করার জন্য যে সিস্টেম গড়ে ওঠা উচিত ছিল, তা ঠিক মতো গড়ে ওঠেনি । পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের উপর গুরুত্ব দেওয়া জরুরি, তা হলে এগুলি থেকে আমরা রক্ষা পেতে পারি ।"

চিকিৎসকরা জানিয়েছেন, ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম স্ক্রাব টাইফাস । মাইট নামে ছোটো একটি পোকার মাধ্যমে এই রোগটি মানুষের শরীরে সংক্রামিত হচ্ছে । চার-পাঁচ বছর আগেও স্ক্রাব টাইফাসের সংক্রমণ এতটা দেখা যেত না । অন্য একটি কারণেও হতে পারে স্ক্রাব টাইফাসের সংক্রমণ । তা হল, জঙ্গল এখন সাফ হয়ে যাচ্ছে । সেখান থেকে পোকা-মাকড়ের উৎপাত বাড়তে পারে । ১৯৩০-এ জাপানে প্রথম স্ক্রাব টাইফাস চিহ্নিত হয়েছিল । ভারত, চিন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, এই দেশগুলোর মধ্যে আগে সীমাবদ্ধ । এখন অন্যত্র ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা ।

Intro:কলকাতা, ২৩ নভেম্বর: স্ক্রাব টাইফাসে মৃত্যু এড়ানো যাচ্ছে না। গ্রামের পাশাপাশি শহরাঞ্চলের মানুষও আক্রান্ত হচ্ছেন। আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। তবে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলছে, স্ক্রাব টাইফাসের পরিস্থিতি উদ্বেগজনক নয়। কারণ, স্ক্রাব টাইফাসকে এখন ভেরি কমন ইনফেকশনের মধ্যে ধরা হয়‌। এর ওষুধ রয়েছে। খুব সহজে রোগী সুস্থ হয়ে ওঠেন। যদিও, চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়েছে।


Body:কলকাতার মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে গত ১৩ নভেম্বর মুর্শিদাবাদের ডাঙাপাড়ার বাসিন্দা মহাদেব মণ্ডল (৪৯)-এর মৃত্যু হয়েছিল। এই রোগী স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিলেন। জানা গিয়েছে, গতকাল, ২২ নভেম্বর মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা তরুণ সরকার (৩৩)-এর মৃত্যু হয়েছে বহরমপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে‌। এই রোগীও স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে শুধুমাত্র এই দুই ঘটনা নয়। গ্রামের পাশাপাশি শহরাঞ্চলেও এমনকী, খোদ কলকাতায়ও স্ক্রাব টাইফাসের সংক্রমণ দেখা যাচ্ছে। এ দিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত, কলকাতার পার্কসার্কাসে অবস্থিত বেসরকারি একটি শিশু হাসপাতালে স্ক্রাব টাইফাসে আক্রান্ত পাঁচ জনের চিকিৎসা চলছে।

স্ক্রাব টাইফাসের পরিস্থিতি কতটা উদ্বেগজনক? এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পরিস্থিতি উদ্বেগজনক নয়। কারণ, স্ক্রাব টাইফাস এখন ভেরি কমন ইনফেকশন। প্রচুর পাওয়া যাচ্ছে। তবে, রোগনির্ণয় এবং চিকিৎসা শুরু হতে যাতে দেরি না হয়, তার জন্য চিকিৎসকদের সতর্ক করে দেওয়া হয়েছে।" একই সঙ্গে তিনি বলেন, "স্ক্রাব টাইফাসের ওষুধ আছে। রোগনির্ণয় হচ্ছে। চিকিৎসাও হচ্ছে। এই রোগ খুব সহজে সেরে যায়।" যদিও, স্ক্রাব টাইফাসে মৃত্যু কেন হচ্ছে, তা দেখতে হবে বলেও তিনি জানিয়েছেন।

তবে, শুধুমাত্র স্বাস্থ্য অধিকর্তা নন। এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি অংশও জানিয়েছে, স্ক্রাব টাইফাসের পরিস্থিতি এখনও উদ্বেগজনক হয়ে ওঠেনি। সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস এই বিষয়ে বলেন, "স্ক্রাব টাইফাসে উদ্বেগের খুব বেশি কারণ আমরা এখনও দেখতে পাচ্ছি না।" তবে তিনি বলেন, "যে সব এলাকায় অনেক জঞ্জাল, অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, সে সব এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।
পুরসভা, মিউনিসিপ‍্যালিটি, পঞ্চায়েত যাতে এই দায়িত্ব পালন করে সেটা দেখুন। স্বাস্থ্যকর পরিবেশ যাতে বজায় থাকে, সেটা দেখা জরুরি।"

সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "স্ক্রাব টাইফাসে মৃত্যু হচ্ছে। তবে, এখনও এটা খুব যে বড় এলাকা জুড়ে হয়েছে, এপিডেমিক বা বিশাল আউটব্রেক হয়েছে, তা বলার মতো জায়গায় নেই। প্রতি বছরই কিছু কিছু ঘটনা দেখা যায়, এ বারও হচ্ছে। যা-ই ঘটুক না কেন, যে কোনও রোগে মৃত্যু দুর্ভাগ‍্যজনক, অত‍্যন্ত দুঃখজনক। কারণ, স্ক্রাব টাইফাস সামান্য একটি পোকার কামড়ে হচ্ছে। শুরুতে যদি রোগনির্ণয় এবং চিকিৎসা শুরু হয়, তা হলে রোগীর মৃত্যু হওয়া উচিত নয়।" তিনি বলেন, "স্বাভাবিক ভাবে আমরা বলতে পারি, ছোটখাটো একটি রোগে মানুষ কেন মারা যাবে?"

চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "এই রোগ আমাদের রাজ্যে যেখানে যেখানে দেখা যাচ্ছে, তাও অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ, সেই হাইজেনিক কন্ডিশন আমরা এখনও তৈরি করতে পারলাম না।" তাঁর কথায়, "এটা অত্যন্ত বেদনার জায়গা, আমরা অনেক বড় বড় কথা বলছি। হোর্ডিং লাগাচ্ছি। অনেক পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা বলছি ঠিকই, কিন্তু বাস্তবে কতটা হয়েছে? যে সব এলাকায় জঞ্জাল পরিষ্কার করার দায়িত্ব যাঁদের উপর রয়েছে, তাঁরা কি সেই দায়িত্ব পালন করছেন? যত্রতত্র জঞ্জাল ফেলার অভ্যাস কিছু মানুষের রয়েছে, অভ্যাস ত‍্যাগ করানোর জন্য যে ব‍্যবস্থা নেওয়ার, সেই কাজ-ই-বা কতটা হচ্ছে?" একদিকে, কিছু মানুষের অভ‍্যাস যেমন রয়েছে, তেমনই, জঞ্জাল অপসারণের জন্য যে সিস্টেম গড়ে ওঠা উচিত ছিল, তা ঠিক মতো গড়ে ওঠেনি। এ কথা জানিয়ে সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক বলেন, "দ্রুত যাতে রোগনির্ণয় এবং চিকিৎসা শুরু করা যেতে পারে, সরকারের পক্ষ থেকে এটা দেখা খুব জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের উপর গুরুত্ব দেওয়া জরুরি, তা হলে এগুলি থেকে আমরা রক্ষা পেতে পারি।"


Conclusion:চিকিৎসকরা জানিয়েছেন, ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগের নাম স্ক্রাব টাইফাস। মাইট অর্থাৎ, ছোট একটি পোকার মাধ্যমে এই রোগটি মানুষের শরীরে সংক্রামিত হয়। চার-পাঁচ বছর আগেও স্ক্রাব টাইফাসের সংক্রমণ এতটা দেখা যেত না। অথচ, বছর দুয়েক ধরে এই রোগে অনেক আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে‌। তাঁরা জানিয়েছেন, স্ক্রাব টাইফাস হয়তো বহুদিন ধরেই ছিল। হতে পারে, সচেতনতা বেড়েছে বলে এখন বেশি দেখা যাচ্ছে। অন্য একটি কারণেও হতে পারে স্ক্রাব টাইফাসের সংক্রমণ। তা হল, জঙ্গল এখন সাফ হয়ে যাচ্ছে। সেখান থেকে পোকা-মাকড়ের উৎপাত বাড়তে পারে। শহরাঞ্চলে স্ক্রাব টাইফাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, গ্রামাঞ্চলে একটু বেশি। তবে শহরাঞ্চলেও এখন স্ক্রাব টাইফাসের সংক্রমণ দেখা যাচ্ছে। ১৯৩০-এ জাপানে প্রথম স্ক্রাব টাইফাস চিহ্নিত হয়েছিল বলে জানা যায়। যে কারণে, বহুদিন ধরেই স্ক্রাব টাইফাস রয়েছে। ভারত, চিন, জাপান, থাইল্যান্ড, মায়ানমার, এই দেশগুলোর মধ্যে আগে সীমাবদ্ধ ছিল। এখন অন্যত্র ছড়িয়ে পড়ছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
_______


বাইট:
wb_kol_01a_scrub_typhus_situation_bite_7203421
চিকিৎসক সজল বিশ্বাস


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.