ETV Bharat / city

Corona- School : বঙ্গে পুজোর পরই স্কুল খোলার ভাবনার সিদ্ধান্তকে স্বাগত শিক্ষাবিদদের - COVID-19

পশ্চিমবঙ্গে পুজোর পর স্কুল খোলার ভাবনার কথা এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা ৷ তাঁদের সঙ্গেই কথা বলল ইটিভি ভারত ৷

বঙ্গে পুজোর পরই স্কুল খোলার ভাবনা
বঙ্গে পুজোর পরই স্কুল খোলার ভাবনা
author img

By

Published : Aug 5, 2021, 8:48 PM IST

কলকাতা, 5 অগস্ট : পুজোর ছুটির পর রাজ্যে স্কুল-কলেজ খোলার চেষ্টা করা হবে বলে বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে তিনি একথা ঘোষণা করেন ৷ সেখানেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার একদিন অন্তর ক্লাস করানো যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে ৷ করোনা আবহে বছর দেড়েক বন্ধ রয়েছে স্কুল-কলেজ ৷

মুখ্যমন্ত্রী এদিনেই এই ঘোষণার প্রতিক্রিয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, "আজ যে ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন তাকে আমি স্বাগত জানাচ্ছি ৷ অভিনন্দন জানাচ্ছি ৷ পুজোর ছুটির পর একদিন অন্তর শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে উদ্যোগ নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি ৷ এই ভাবনা কোভিড বিধি মেনে কার্যে পরিণত হতে পারলে সমস্ত ছাত্রছাত্রীর মঙ্গল হবে ৷ তারা তৈরিই হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির অঙ্গনে ৷ গত দেড় বছরে তারা এর থেকে বঞ্চিত হয়েছে ৷ এই ভাবনা বাস্তবে পরিণত হলে সামগ্রিক ভাবে শিক্ষা ব্যবস্থারও মঙ্গল হবে ৷" সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে তিনি বলেন, "সরকার নিশ্চয় সমস্ত দিক ভেবেই পদক্ষেপ করবে ৷ তা করলে সমস্যা হবে না বলেই আশা করছি ৷ "

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এবং শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারীর প্রতিক্রিয়া ৷

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি ৷ এই বিষয়ে আমরা এর আগেও শিক্ষা দফতর-সহ বিভিন্ন জায়গায় জানাবার চেষ্টা করেছি যে শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি বাদ দিয়ে একটা সমাজ কোনও ভাবেই চলকতে পারে না ৷ পরিস্থিতি যখন খারাপ থেকেছে তখন এক রকম ছিল ৷ কিন্তু পরিস্থিতি যখন স্বাভাবিকের দিকে যাচ্ছে সেই সময় আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা হয় ৷ প্রথম দিকে বড়দের দিয়ে অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে একদিন অন্তর পঠন পাঠন চালু করা যেতেই পারে ৷ মুখ্যমন্ত্রী যে ভাবনার কথা জানিয়েছেন সেটা যে সময়টা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সে সময়ে তার বাস্তবায়ন করলে ভাল ৷ তবে তা যদি শুধুই কথার কথা হয়ে দাঁড়ায় তাহলে মুশকিল ৷ এমনিতেও যেকোনও ভাবেই শুধু পাশ করিয়ে দেওয়ার ফলে শিক্ষার মান ধ্বংসের দিকে যাচ্ছে ৷ তাই মুখ্যমন্ত্রী যেটা বলছেন তা যদি কার্যকরী করেন তাহলে সেটাকে অভিনন্দন জানাচ্ছি ৷"

সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির ট্রাস্টি কৃষ্ণ দামানি এবং দক্ষিণ কলকাতার টিআইজিএ-র প্রধান শিক্ষক সুব্রত রায়ের প্রতিক্রিয়া ৷

পুজোর সময়ই সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে কিঙ্কর বলেন, "হু (WHO) জানিয়েছে, শিশুদের স্কুলে পাঠানো হোক ৷ কারণ শিশুদের উপর এর প্রভাব অত্যন্ত নগন্য ৷ বাস্তব পরিস্থিতির উপর সিদ্ধান্ত নিতে হবে ৷ শিক্ষাব্যবস্থা তো প্রায় শেষই হয়ে যাচ্ছে ৷ তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ তা বাঁচানোর স্বার্থে তিনি যাতে পদক্ষেপ করেন ৷"

সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির ট্রাস্টি কৃষ্ণ দামানি বলেন, "সংক্রমণের সংখ্যা যদি কমই থাকে তাহলে সেক্ষেত্রে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷"

দক্ষিণ কলকাতার টিআইজিএ-র প্রধান শিক্ষক সুব্রত রায়ও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, "স্কুল যত তাড়াতাড়ি পারা যায় খুলক ৷ মুখ্যমন্ত্রী কেন পুজোর পর বলছেন জানি না ৷ তবে স্কুল যত তাড়াতাড়ি সম্ভব খোলা উচিত ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

কলকাতা, 5 অগস্ট : পুজোর ছুটির পর রাজ্যে স্কুল-কলেজ খোলার চেষ্টা করা হবে বলে বৃহস্পতিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এদিন নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে তিনি একথা ঘোষণা করেন ৷ সেখানেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার একদিন অন্তর ক্লাস করানো যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে ৷ করোনা আবহে বছর দেড়েক বন্ধ রয়েছে স্কুল-কলেজ ৷

মুখ্যমন্ত্রী এদিনেই এই ঘোষণার প্রতিক্রিয়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, "আজ যে ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন তাকে আমি স্বাগত জানাচ্ছি ৷ অভিনন্দন জানাচ্ছি ৷ পুজোর ছুটির পর একদিন অন্তর শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে উদ্যোগ নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি ৷ এই ভাবনা কোভিড বিধি মেনে কার্যে পরিণত হতে পারলে সমস্ত ছাত্রছাত্রীর মঙ্গল হবে ৷ তারা তৈরিই হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির অঙ্গনে ৷ গত দেড় বছরে তারা এর থেকে বঞ্চিত হয়েছে ৷ এই ভাবনা বাস্তবে পরিণত হলে সামগ্রিক ভাবে শিক্ষা ব্যবস্থারও মঙ্গল হবে ৷" সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কা নিয়ে তিনি বলেন, "সরকার নিশ্চয় সমস্ত দিক ভেবেই পদক্ষেপ করবে ৷ তা করলে সমস্যা হবে না বলেই আশা করছি ৷ "

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এবং শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারীর প্রতিক্রিয়া ৷

শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি ৷ এই বিষয়ে আমরা এর আগেও শিক্ষা দফতর-সহ বিভিন্ন জায়গায় জানাবার চেষ্টা করেছি যে শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি বাদ দিয়ে একটা সমাজ কোনও ভাবেই চলকতে পারে না ৷ পরিস্থিতি যখন খারাপ থেকেছে তখন এক রকম ছিল ৷ কিন্তু পরিস্থিতি যখন স্বাভাবিকের দিকে যাচ্ছে সেই সময় আমরা অনুরোধ করেছি, আবেদন করেছি যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনা হয় ৷ প্রথম দিকে বড়দের দিয়ে অর্থাৎ কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে একদিন অন্তর পঠন পাঠন চালু করা যেতেই পারে ৷ মুখ্যমন্ত্রী যে ভাবনার কথা জানিয়েছেন সেটা যে সময়টা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সে সময়ে তার বাস্তবায়ন করলে ভাল ৷ তবে তা যদি শুধুই কথার কথা হয়ে দাঁড়ায় তাহলে মুশকিল ৷ এমনিতেও যেকোনও ভাবেই শুধু পাশ করিয়ে দেওয়ার ফলে শিক্ষার মান ধ্বংসের দিকে যাচ্ছে ৷ তাই মুখ্যমন্ত্রী যেটা বলছেন তা যদি কার্যকরী করেন তাহলে সেটাকে অভিনন্দন জানাচ্ছি ৷"

সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির ট্রাস্টি কৃষ্ণ দামানি এবং দক্ষিণ কলকাতার টিআইজিএ-র প্রধান শিক্ষক সুব্রত রায়ের প্রতিক্রিয়া ৷

পুজোর সময়ই সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে কিঙ্কর বলেন, "হু (WHO) জানিয়েছে, শিশুদের স্কুলে পাঠানো হোক ৷ কারণ শিশুদের উপর এর প্রভাব অত্যন্ত নগন্য ৷ বাস্তব পরিস্থিতির উপর সিদ্ধান্ত নিতে হবে ৷ শিক্ষাব্যবস্থা তো প্রায় শেষই হয়ে যাচ্ছে ৷ তাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ তা বাঁচানোর স্বার্থে তিনি যাতে পদক্ষেপ করেন ৷"

সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটির ট্রাস্টি কৃষ্ণ দামানি বলেন, "সংক্রমণের সংখ্যা যদি কমই থাকে তাহলে সেক্ষেত্রে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷"

দক্ষিণ কলকাতার টিআইজিএ-র প্রধান শিক্ষক সুব্রত রায়ও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, "স্কুল যত তাড়াতাড়ি পারা যায় খুলক ৷ মুখ্যমন্ত্রী কেন পুজোর পর বলছেন জানি না ৷ তবে স্কুল যত তাড়াতাড়ি সম্ভব খোলা উচিত ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : পুজোর ছুটির পর স্কুল-কলেজ খোলার ভাবনা রাজ্যের, ঘোষণা মমতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.