কলকাতা, 10 ডিসেম্বর: খুব শীঘ্রই স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ার বিধি বদল করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর । নতুন বিধিতে, শিক্ষক বদলির গোটা প্রক্রিয়াটি অনলাইনে করা হবে বলে জানা যাচ্ছে । বদলির আবেদন করা থেকে শুরু করে আবেদন অনুমোদন করার পুরো প্রক্রিয়াটাই অনলাইনে করা হবে । বিকাশ ভবন সূত্রের খবর, নতুন বিধিতে খর্ব হতে পারে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা । শিক্ষক বদলি প্রক্রিয়া অনলাইনে হয়ে গেলে আবেদন অনুমোদনের পর সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে । স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এখন এই নতুন বিধির খসড়া তৈরি করা হচ্ছে ।
গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে ৷ আমরা শিক্ষা দপ্তরকে বলেছি বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে । গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি ।" মাঝেমধ্যেই শিক্ষক বদলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে । দিনের পর দিন ধরে আবেদনের পাহাড় জমতে থাকে দপ্তরে । আবার অনেক সময় দপ্তর থেকে বদলির অনুমোদন দিয়ে দেওয়া হলেও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় থমকে যায় বদলি প্রক্রিয়া । যার ফলে গোটা প্রক্রিয়াটাই ঝুলে থাকে বছরের পর বছর ।
এই কারণেই নতুন বিধিতে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা খর্ব করে স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ায় গতি আনতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার । সূত্রের খবর, বদলি প্রক্রিয়ার জটিলতা এড়াতে স্কুল শিক্ষা দপ্তরের নতুন পোর্টাল 'বাংলার শিক্ষা'কেই হাতিয়ার করবে রাজ্য সরকার । স্কুল শিক্ষা দপ্তরের এই পোর্টালেই বদলির আবেদন করতে পারবেন স্কুল শিক্ষকরা । এই পোর্টালেই অনলাইনে অনুমোদন দেবে দপ্তর । এ ছাড়া, স্বাস্থ্য সংক্রান্ত কারণে বদলির বিধিতেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিকাশ ভবন সূত্র ৷