ETV Bharat / city

বদলি প্রক্রিয়ার নতুন বিধি, খর্ব হতে পারে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা

author img

By

Published : Dec 10, 2019, 3:40 AM IST

নতুন বিধিতে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা খর্ব করে স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ায় গতি আনতে সচেষ্ট হচ্ছে রাজ্য সরকার

School Service Commission
বদলি প্রক্রিয়ার নতুন বিধি, খর্ব হতে পারে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা

কলকাতা, 10 ডিসেম্বর: খুব শীঘ্রই স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ার বিধি বদল করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর । নতুন বিধিতে, শিক্ষক বদলির গোটা প্রক্রিয়াটি অনলাইনে করা হবে বলে জানা যাচ্ছে । বদলির আবেদন করা থেকে শুরু করে আবেদন অনুমোদন করার পুরো প্রক্রিয়াটাই অনলাইনে করা হবে । বিকাশ ভবন সূত্রের খবর, নতুন বিধিতে খর্ব হতে পারে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা । শিক্ষক বদলি প্রক্রিয়া অনলাইনে হয়ে গেলে আবেদন অনুমোদনের পর সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে । স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এখন এই নতুন বিধির খসড়া তৈরি করা হচ্ছে ।

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে ৷ আমরা শিক্ষা দপ্তরকে বলেছি বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে । গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি ।" মাঝেমধ্যেই শিক্ষক বদলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে । দিনের পর দিন ধরে আবেদনের পাহাড় জমতে থাকে দপ্তরে । আবার অনেক সময় দপ্তর থেকে বদলির অনুমোদন দিয়ে দেওয়া হলেও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় থমকে যায় বদলি প্রক্রিয়া । যার ফলে গোটা প্রক্রিয়াটাই ঝুলে থাকে বছরের পর বছর ।

এই কারণেই নতুন বিধিতে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা খর্ব করে স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ায় গতি আনতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার । সূত্রের খবর, বদলি প্রক্রিয়ার জটিলতা এড়াতে স্কুল শিক্ষা দপ্তরের নতুন পোর্টাল 'বাংলার শিক্ষা'কেই হাতিয়ার করবে রাজ্য সরকার । স্কুল শিক্ষা দপ্তরের এই পোর্টালেই বদলির আবেদন করতে পারবেন স্কুল শিক্ষকরা । এই পোর্টালেই অনলাইনে অনুমোদন দেবে দপ্তর । এ ছাড়া, স্বাস্থ্য সংক্রান্ত কারণে বদলির বিধিতেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিকাশ ভবন সূত্র ৷

কলকাতা, 10 ডিসেম্বর: খুব শীঘ্রই স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ার বিধি বদল করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর । নতুন বিধিতে, শিক্ষক বদলির গোটা প্রক্রিয়াটি অনলাইনে করা হবে বলে জানা যাচ্ছে । বদলির আবেদন করা থেকে শুরু করে আবেদন অনুমোদন করার পুরো প্রক্রিয়াটাই অনলাইনে করা হবে । বিকাশ ভবন সূত্রের খবর, নতুন বিধিতে খর্ব হতে পারে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা । শিক্ষক বদলি প্রক্রিয়া অনলাইনে হয়ে গেলে আবেদন অনুমোদনের পর সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে । স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এখন এই নতুন বিধির খসড়া তৈরি করা হচ্ছে ।

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে ৷ আমরা শিক্ষা দপ্তরকে বলেছি বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে । গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি ।" মাঝেমধ্যেই শিক্ষক বদলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ ওঠে । দিনের পর দিন ধরে আবেদনের পাহাড় জমতে থাকে দপ্তরে । আবার অনেক সময় দপ্তর থেকে বদলির অনুমোদন দিয়ে দেওয়া হলেও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় থমকে যায় বদলি প্রক্রিয়া । যার ফলে গোটা প্রক্রিয়াটাই ঝুলে থাকে বছরের পর বছর ।

এই কারণেই নতুন বিধিতে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা খর্ব করে স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ায় গতি আনতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার । সূত্রের খবর, বদলি প্রক্রিয়ার জটিলতা এড়াতে স্কুল শিক্ষা দপ্তরের নতুন পোর্টাল 'বাংলার শিক্ষা'কেই হাতিয়ার করবে রাজ্য সরকার । স্কুল শিক্ষা দপ্তরের এই পোর্টালেই বদলির আবেদন করতে পারবেন স্কুল শিক্ষকরা । এই পোর্টালেই অনলাইনে অনুমোদন দেবে দপ্তর । এ ছাড়া, স্বাস্থ্য সংক্রান্ত কারণে বদলির বিধিতেও নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিকাশ ভবন সূত্র ৷

Intro:কলকাতা, ৯ ডিসেম্বর: খুব শীঘ্রই স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ার বিধি বদল করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। নতুন বিধিতে, শিক্ষক বদলির গোটা প্রক্রিয়াটি অনলাইনে করা হবে বলে জানা যাচ্ছে। বদলির আবেদন করা থেকে শুরু করে আবেদন অনুমোদন করার পুরো প্রক্রিয়াটাই অনলাইনে করা হবে। সূত্রের খবর, নতুন বিধিতে খর্ব করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা। শিক্ষক বদলি প্রক্রিয়া অনলাইনে হয়ে গেলে আবেদন অনুমোদনের পর সরাসরি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এখন এই নতুন বিধির খসড়া তৈরি করা হচ্ছে।
Body:আজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একটি সংবাদমাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘‘শিক্ষক বদলি নিয়ে ক্ষোভ জন্মাচ্ছে৷ আমরা শিক্ষা দপ্তরকে বলেছি বদলির বিষয়ে একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে। গোটা বিষয়টি আমরা অনলাইনে করার চেষ্টা করছি।" মাঝেমধ্যেই শিক্ষক বদলি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠে। দেখা যায়, দিনের পর দিন ধরে আবেদনের পাহাড় জমতে থাকে দপ্তরে। আবার অনেক সময় দপ্তর থেকে বদলির অনুমোদন দিয়ে দেওয়া হলেও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় থমকে যায় বদলি প্রক্রিয়া। যার ফলে গোটা প্রক্রিয়াটাই ঝুলে থাকে বছরের পর বছর।

জানা গেছে, এই কারণেই নতুন বিধিতে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা খর্ব করে স্কুল শিক্ষক বদলি প্রক্রিয়ায় গতি আনতে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, বদলি প্রক্রিয়ার জটিলতা এড়াতে স্কুল শিক্ষা দপ্তরের নতুন পোর্টাল 'বাংলার শিক্ষা'কেই হাতিয়ার করবে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তরের এই পোর্টালেই বদলির আবেদন করতে পারবেন স্কুল শিক্ষকরা। আর এই পোর্টালেই অনলাইনে অনুমোদন দেবে দপ্তর। এ ছাড়া, মেডিক্যাল গ্রাউন্ডে বদলির বিধিকেও ঢেলে সাজানো হচ্ছে বলে জানা গেছে।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.