- পুরুলিয়ায় আটকে থাকা 80 জন শ্রমিককে বিশেষ বাসে ফেরানো হল মুর্শিদাবাদ
তৃতীয় দিন : পুরুলিয়ায় আটকে থাকা 80 জনকে ফেরানো হল মুর্শিদাবাদে
07:47 March 27
কলকাতা, 27 মার্চ : পরিস্থিতি যাতে কোনওভাবেই নাগালের বাইরে বেড়িয়ে না যায়, সেইকারণে দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ লকডাউন চলবে 21 দিন ব্যাপী ৷ শুক্রবার এই লকডাউনের তৃতীয় দিন ৷ লকডাউনে আজ রাজ্যের কোথায় কেমন পরিস্থিতি ?
22:42 March 26
- পূর্ব মেদিনীপুরে সমাজ বিরোধীদের জমায়েত হঠাতে গিয়ে আক্রান্ত পুলিশ ৷
- লকডাউনে পুরুলিয়া জেলার কাশীপুর কৃষক-বাজারে গণ্ডি কেটে সামাজিক দূরত্বে রাখতে ক্রেতাদের পরামর্শ দিলেন বিধায়ক স্বপন বেলথরিয়া ।
- লকডাউনে কালোবাজারি । নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি রুখতে অভিযান দুর্গাপুর পৌর নিগমের বোরো চেয়ারম্যানের ।
- রাস্তার ধারে ছাদহীন ভবঘুরেদের হাতে রাতের খাবার তুলে দিল মেদিনীপুর পৌরসভা ৷
- লকডাউনের মধ্যেই চলছিল মদ বিক্রি ৷ খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেন জামুড়িয়ার BDO।
- গোডাউনের দরজা ভেঙে মুদিখানার সামগ্রী লুট ব্যান্ডেলে । তেল, ডাল, চাল, আটা ও ময়দা প্রচুর পরিমানে মজুত ছিল গোডাউনে । ঘটনার তদন্তে ব্যান্ডেল থানার পুলিশ ।
20:56 March 26
- গতকাল বিকেল পাঁচটা থেকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত আইন ভাঙার অভিযোগে মোট 453 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ৷
- লক ডাউনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় রাজ্যের একাধিক এলাকায় আড্ডাবাজদের মোটর বাইক বাজেয়াপ্ত করল পুলিশ ।
20:54 March 26
- কালনার সমুদ্রগড় স্টেশন চত্বরে ভবঘুরেদের মাস্ক, স্যানিটাইজ়ার, ও খাবার বিলি করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ ।
20:50 March 26
- মুখ্যমন্ত্রীর ছবি সংবলিত হ্যান্ড স্যানিটাইজ়ার মালদা শহরে৷ আগামীকাল কাউন্সিলর দুলাল সরকারের ব্যবস্থাপনায় ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বিলি করা হবে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি এই হ্যান্ড স্যানিটাইজ়ার৷
- কালিয়াচকে বিভিন্ন দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল একদল যুবক৷
18:41 March 26
- লকডাউনে অন্ডালসহ দুর্গাপুরের একাধিক এলাকায় ভবঘুরেদের হাতে খাবার তুলে দিল পুলিশ ৷
18:31 March 26
- লকডাউনের মধ্যেই জামুরিয়ার একাধিক শ্রমিক একসঙ্গে কাজ করছে ইটভাটাগুলিতে । জামুরিয়ার বেলবাদ থেকে শুরু করে কেন্দা পর্যন্ত, ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক ইটভাটা। প্রতিটি ইটভাটাই ছিল সকাল থেকে খোলা।
18:11 March 26
- লকডাউনে পোস্তা বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও ৷
- পুলিশের সঙ্গে ডিস্ট্রিবিউটরদের সমস্যা ৷ বাজারে অমিল দুধ ৷
- লকডাউনে ভিন রাজ্যগুলিতে আটকে কুমোরটুলির বহু শিল্পী ৷ বাড়ি ফিরতে না পেরে বাড়ছে উৎকণ্ঠা ৷
- হোম ডেলিভারি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আটকালে কড়া ব্যবস্থা নেওয়ার দাওয়াই মমতার ৷
- লকডাউনের দ্বিতীয় দিনে খিদিরপুর মার্কেট পরিদর্শনে গেলেন মেয়র ফিরহাদ হাকিম ৷
- সকাল থেকেই লম্বা লাইন শহর ও শহরতলির ফুলের দোকানে। ভিড় কমাতে কড়া প্রশাসন । জমায়েত কমাতে দোকানের সামনে চক দিয়ে দাগ কেটে দেয় পুলিশ ৷ এমনই ছবি আজ রাজ্যের বিভিন্ন এলাকায় ।
- দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের সুরক্ষার জন্য ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
18:01 March 26
- লকডাউনের দ্বিতীয় দিনে বেনাচিতি বাজারে পুলিশের রুট মার্চ। লাঠি উঁচিয়ে বাইরে থাকা মানুষদের ঘরে ঢুকিয়ে দিল পুলিশ।
16:54 March 26
- জরুরি পরিস্থিতির জন্য বিশেষ বাস পরিষেবা চালু করল রাজ্য ৷ ছয়টি রুটে চলবে জরুরিকালীন বাস পরিষেবা ৷
07:47 March 27
কলকাতা, 27 মার্চ : পরিস্থিতি যাতে কোনওভাবেই নাগালের বাইরে বেড়িয়ে না যায়, সেইকারণে দেশজুড়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ লকডাউন চলবে 21 দিন ব্যাপী ৷ শুক্রবার এই লকডাউনের তৃতীয় দিন ৷ লকডাউনে আজ রাজ্যের কোথায় কেমন পরিস্থিতি ?
- পুরুলিয়ায় আটকে থাকা 80 জন শ্রমিককে বিশেষ বাসে ফেরানো হল মুর্শিদাবাদ
22:42 March 26
- পূর্ব মেদিনীপুরে সমাজ বিরোধীদের জমায়েত হঠাতে গিয়ে আক্রান্ত পুলিশ ৷
- লকডাউনে পুরুলিয়া জেলার কাশীপুর কৃষক-বাজারে গণ্ডি কেটে সামাজিক দূরত্বে রাখতে ক্রেতাদের পরামর্শ দিলেন বিধায়ক স্বপন বেলথরিয়া ।
- লকডাউনে কালোবাজারি । নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর কালোবাজারি রুখতে অভিযান দুর্গাপুর পৌর নিগমের বোরো চেয়ারম্যানের ।
- রাস্তার ধারে ছাদহীন ভবঘুরেদের হাতে রাতের খাবার তুলে দিল মেদিনীপুর পৌরসভা ৷
- লকডাউনের মধ্যেই চলছিল মদ বিক্রি ৷ খবর পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নেন জামুড়িয়ার BDO।
- গোডাউনের দরজা ভেঙে মুদিখানার সামগ্রী লুট ব্যান্ডেলে । তেল, ডাল, চাল, আটা ও ময়দা প্রচুর পরিমানে মজুত ছিল গোডাউনে । ঘটনার তদন্তে ব্যান্ডেল থানার পুলিশ ।
20:56 March 26
- গতকাল বিকেল পাঁচটা থেকে আজ বিকেল পাঁচটা পর্যন্ত আইন ভাঙার অভিযোগে মোট 453 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ৷
- লক ডাউনের দ্বিতীয় দিনের সন্ধ্যায় রাজ্যের একাধিক এলাকায় আড্ডাবাজদের মোটর বাইক বাজেয়াপ্ত করল পুলিশ ।
20:54 March 26
- কালনার সমুদ্রগড় স্টেশন চত্বরে ভবঘুরেদের মাস্ক, স্যানিটাইজ়ার, ও খাবার বিলি করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ ।
20:50 March 26
- মুখ্যমন্ত্রীর ছবি সংবলিত হ্যান্ড স্যানিটাইজ়ার মালদা শহরে৷ আগামীকাল কাউন্সিলর দুলাল সরকারের ব্যবস্থাপনায় ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বিলি করা হবে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি এই হ্যান্ড স্যানিটাইজ়ার৷
- কালিয়াচকে বিভিন্ন দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল একদল যুবক৷
18:41 March 26
- লকডাউনে অন্ডালসহ দুর্গাপুরের একাধিক এলাকায় ভবঘুরেদের হাতে খাবার তুলে দিল পুলিশ ৷
18:31 March 26
- লকডাউনের মধ্যেই জামুরিয়ার একাধিক শ্রমিক একসঙ্গে কাজ করছে ইটভাটাগুলিতে । জামুরিয়ার বেলবাদ থেকে শুরু করে কেন্দা পর্যন্ত, ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক ইটভাটা। প্রতিটি ইটভাটাই ছিল সকাল থেকে খোলা।
18:11 March 26
- লকডাউনে পোস্তা বাজার পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মাও ৷
- পুলিশের সঙ্গে ডিস্ট্রিবিউটরদের সমস্যা ৷ বাজারে অমিল দুধ ৷
- লকডাউনে ভিন রাজ্যগুলিতে আটকে কুমোরটুলির বহু শিল্পী ৷ বাড়ি ফিরতে না পেরে বাড়ছে উৎকণ্ঠা ৷
- হোম ডেলিভারি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আটকালে কড়া ব্যবস্থা নেওয়ার দাওয়াই মমতার ৷
- লকডাউনের দ্বিতীয় দিনে খিদিরপুর মার্কেট পরিদর্শনে গেলেন মেয়র ফিরহাদ হাকিম ৷
- সকাল থেকেই লম্বা লাইন শহর ও শহরতলির ফুলের দোকানে। ভিড় কমাতে কড়া প্রশাসন । জমায়েত কমাতে দোকানের সামনে চক দিয়ে দাগ কেটে দেয় পুলিশ ৷ এমনই ছবি আজ রাজ্যের বিভিন্ন এলাকায় ।
- দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা শ্রমিকদের সুরক্ষার জন্য ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
18:01 March 26
- লকডাউনের দ্বিতীয় দিনে বেনাচিতি বাজারে পুলিশের রুট মার্চ। লাঠি উঁচিয়ে বাইরে থাকা মানুষদের ঘরে ঢুকিয়ে দিল পুলিশ।
16:54 March 26
- জরুরি পরিস্থিতির জন্য বিশেষ বাস পরিষেবা চালু করল রাজ্য ৷ ছয়টি রুটে চলবে জরুরিকালীন বাস পরিষেবা ৷