কলকাতা, 17 মে : রাজীব কুমারকে গ্রেপ্তারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালতের নির্দেশ, রাজীবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে CBI । একাধিক মহল বলছে, শীর্ষ আদালতের নির্দেশে রাজীব কুমারসহ রাজ্য সরকারের মুখ পুড়ল । যদিও বিরোধীদের দাবি, এরকম শিক্ষা হওয়াই উচিত ।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, "যারা পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করে, তাদের এরকম শিক্ষা হওয়াই উচিত ।" তিনি শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে বলেন, "অপরাধমূলক কাজের ক্ষেত্রে যদি কেউ সার্ভিস রুল ভাঙেন, তবে তিনি যে পদেই থাকুন না কেন তাঁর শাস্তি হওয়া উচিত । না হলে প্রশাসন নিরপেক্ষভাবে তার কাজ চালাতে পারে না । সমস্ত IAS, IPS আধিকারিকদের সবসময় কোড বা নীতি মেনে চলা উচিত ।"
অন্যদিকে, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য শীর্ষ আদালতের নির্দেশ প্রসঙ্গে বলেন, "এরকম ঘটবে এটা অনেকেই মনে করেছিলেন । মামলার তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে পরিচালিত হচ্ছে । সুতরাং আইন আইনের মতো চলবে ।" কংগ্রেস নেতা জানান, রাজীব কুমার সম্পর্কে অনেকদিন ধরেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছিল । অভিযোগগুলোর যথেষ্ট সারবত্তা ছিল । এই নির্দেশ যে রাজ্যের শাসকদলের পক্ষে অস্বস্তিদায়ক হবে, এটাই স্বাভাবিক । প্রমাণিত হবে, প্রাক্তন নগরপালকে সরকারের সুরক্ষা দেওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে ।