ETV Bharat / city

বাজেটে অর্থনীতির কম, রাজনীতির কথা বেশি : সায়ন্তন - রাজ্য বাজেট

রাজ্যে কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ সহ একাধিক বিষয়ে আর্থিক বরাদ্দের প্রস্তাব দেন অর্থমন্ত্রী ৷ কড়া ভাষায় রাজ্য় বাজেটের সমালোচনা করলেন BJP নেতা সায়ন্তন বসু ।

Sayantan on state budget
বাজেট নিয়ে সায়ন্তন বসুর প্রতিক্রিয়া
author img

By

Published : Feb 10, 2020, 7:11 PM IST

Updated : Feb 10, 2020, 7:45 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : রাজ্যে কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগসহ একাধিক খাতে আর্থিক বরাদ্দের প্রস্তাব দেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ তবে এই বাজেট নিয়ে খুশি নয় রাজ্য BJP ৷ বাজেটে অর্থনীতির থেকে রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মত BJP নেতা সায়ন্তন বসুর ৷

বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, বাংলায় 22 হাজার 66 কোটি টাকা বিদেশি বিনিয়োগ হয়েছে । এই ব্যাপারে সায়ন্তন বসুর প্রতিক্রিয়া, "500 কোটি টাকা কোথা থেকে বরাদ্দ হল? হাজার টাকা দিলে তার জন্য আবার কাটমানি নেবে । শিল্পের ক্ষেত্রে কারা বিনিয়োগ করল? সেটা কি ব্যানার্জি পরিবার করেছে? 4 লাখ কোটি টাকার বিনিয়োগ হয়ে থাকলে অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, একটি শিল্পের নাম বলুন যেখানে বিনিয়োগ হয়েছে ।"

রাজ্য সরকারকে কটাক্ষ করে সায়ন্তনের আরও সংযোজন, "বাজেট ভাষণে অর্থনীতির কথা কম, ওঁদের রাজনীতির কথা বেশি । প্রথম দিকে মনে হচ্ছিল শহিদ মিনারে তৃণমূল ছাত্র পরিষদের কোনও সভায় কেন্দ্রবিরোধী ভাষণ হচ্ছে ।"

সায়ন্তন বসুর প্রতিক্রিয়া

বিধানসভায় আজ অমিত মিত্র বলেন, দেশে GDP বৃদ্ধি তলানিতে ঠেকেছে । সেখানে বাংলায় এর হার 10.4 শতাংশ পৌঁছেছে । যা দেশের থেকে 10 গুণ বেশি । এই প্রসঙ্গে সায়ন্তন বসুর প্রতিক্রিয়া, "রাজ্যের অর্থনীতি শূন্যের উপর ভর করে 10 শতাংশ GDP বেড়েছে । অর্থমন্ত্রী বরং বলুন, বাংলায় হিন্দ মোটর, জিশপ, এশিয়ান পেইন্টসের মতো বড় বড় কলকারখানাগুলি কেন বন্ধ হয়ে যাচ্ছে? এ'রাজ্যের মানুষ, এখানকার শ্রমিকেরা রাজ্যের বাইরে কাজ করতে যাচ্ছেন, তার দায় কে নেবে?"

নিখরচায় বিদ্যুৎ পরিষেবা দিতে হাসির আলো প্রকল্প ও 200 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । জানিয়েছেন, ত্রৈমাসিক 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাশুল মকুব করা হবে । রাজ্যের প্রায় 35 লাখ পরিবার এই প্রকল্পে উপকৃত হবে বলে দাবি অর্থমন্ত্রীর । পাল্টা সায়ন্তন বসুর দাবি, "বিদ্যুৎ সরবরাহে গোলমাল আছে । এ'রাজ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি । আগে বিদ্যুতের দাম কমান ।"

কলকাতা, 10 ফেব্রুয়ারি : রাজ্যে কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগসহ একাধিক খাতে আর্থিক বরাদ্দের প্রস্তাব দেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ তবে এই বাজেট নিয়ে খুশি নয় রাজ্য BJP ৷ বাজেটে অর্থনীতির থেকে রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে মত BJP নেতা সায়ন্তন বসুর ৷

বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, বাংলায় 22 হাজার 66 কোটি টাকা বিদেশি বিনিয়োগ হয়েছে । এই ব্যাপারে সায়ন্তন বসুর প্রতিক্রিয়া, "500 কোটি টাকা কোথা থেকে বরাদ্দ হল? হাজার টাকা দিলে তার জন্য আবার কাটমানি নেবে । শিল্পের ক্ষেত্রে কারা বিনিয়োগ করল? সেটা কি ব্যানার্জি পরিবার করেছে? 4 লাখ কোটি টাকার বিনিয়োগ হয়ে থাকলে অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি, একটি শিল্পের নাম বলুন যেখানে বিনিয়োগ হয়েছে ।"

রাজ্য সরকারকে কটাক্ষ করে সায়ন্তনের আরও সংযোজন, "বাজেট ভাষণে অর্থনীতির কথা কম, ওঁদের রাজনীতির কথা বেশি । প্রথম দিকে মনে হচ্ছিল শহিদ মিনারে তৃণমূল ছাত্র পরিষদের কোনও সভায় কেন্দ্রবিরোধী ভাষণ হচ্ছে ।"

সায়ন্তন বসুর প্রতিক্রিয়া

বিধানসভায় আজ অমিত মিত্র বলেন, দেশে GDP বৃদ্ধি তলানিতে ঠেকেছে । সেখানে বাংলায় এর হার 10.4 শতাংশ পৌঁছেছে । যা দেশের থেকে 10 গুণ বেশি । এই প্রসঙ্গে সায়ন্তন বসুর প্রতিক্রিয়া, "রাজ্যের অর্থনীতি শূন্যের উপর ভর করে 10 শতাংশ GDP বেড়েছে । অর্থমন্ত্রী বরং বলুন, বাংলায় হিন্দ মোটর, জিশপ, এশিয়ান পেইন্টসের মতো বড় বড় কলকারখানাগুলি কেন বন্ধ হয়ে যাচ্ছে? এ'রাজ্যের মানুষ, এখানকার শ্রমিকেরা রাজ্যের বাইরে কাজ করতে যাচ্ছেন, তার দায় কে নেবে?"

নিখরচায় বিদ্যুৎ পরিষেবা দিতে হাসির আলো প্রকল্প ও 200 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । জানিয়েছেন, ত্রৈমাসিক 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মাশুল মকুব করা হবে । রাজ্যের প্রায় 35 লাখ পরিবার এই প্রকল্পে উপকৃত হবে বলে দাবি অর্থমন্ত্রীর । পাল্টা সায়ন্তন বসুর দাবি, "বিদ্যুৎ সরবরাহে গোলমাল আছে । এ'রাজ্যে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি । আগে বিদ্যুতের দাম কমান ।"

Intro:বাইটBody:বাইটConclusion:
Last Updated : Feb 10, 2020, 7:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.