ETV Bharat / city

দুপুরের বিপ্লব সন্ধ্যায় শেষ, ইস্তফা প্রত্যাহার সৌমিত্রর - বিজেপি

বুধবার দুপুরে বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফার কথা জানিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ৷ সন্ধ্যা জানালেন যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে তিনি ইস্তফা ফিরিয়ে নিচ্ছেন ৷

saumitra khan withdraw his resignation from bjym bengal unit president
দুপুরের বিপ্লব সন্ধ্যায় শেষ, ইস্তফা প্রত্যাহার সৌমিত্রর
author img

By

Published : Jul 7, 2021, 7:55 PM IST

Updated : Jul 7, 2021, 9:23 PM IST

কলকাতা, 7 জুলাই : দুপুরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন যে তিনি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন ৷ কয়েক ঘণ্টা যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল বঙ্গ রাজনীতিতে ৷ তার পর সন্ধ্যায় তিনি জানালেন যে তিনি আর পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ৷

saumitra-khan-withdraw-his-resignation-from-bjym-bengal-unit-president
সৌমিত্র খাঁ-র ফেসবুক পোস্ট

ফেসবুকে তিনি লিখেছেন যে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের নির্দেশেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ এর পর আর কিছু জানাননি তিনি ৷

আরও পড়ুন : Saumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

যদিও বুধবার তিনি কার্যত বিস্ফোরক ছিলেন ৷ প্রথমে তিনি ফেসবুকে দু’টি পোস্ট করে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তার পর ফেসবুক লাইভে এসে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলেন ৷ সরাসরি অভিযুক্ত করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷

তাঁর অভিযোগ ছিল যে বিজেপিতে নিজেকে জাহির করতে চাইছেন শুভেন্দু ৷ তিনি দিল্লির নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন ৷ তাই তিনি সংগঠনের কাজ ঠিকমতো করতে পারছেন না ৷ সেই কারণেই তিনি সরে যাচ্ছেন ৷

আরও পড়ুন : দিল্লিকে ভুল বোঝানো বিরোধী দলনেতাকে আয়নায় মুখ দেখার পরামর্শ সৌমিত্রর

এমনকি, ওই লাইভ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তিনি তোপ দাগেন ৷ তাঁর দাবি ছিল, বিজেপির রাজ্য সভাপতিকে কোনও কথা বলা হলে তিনি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না ৷

স্বাভাবিক ভাবেই বুধবার দুপুরের পর থেকেই হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা যায় যে কেন্দ্রের মন্ত্রী না হতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন সৌমিত্র ৷ তিনি এবার মন্ত্রী হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন ৷ গত 15 দিন তিনি দিল্লিতেই ছিলেন ৷ বিজেপির বেশ কয়েকজন শীর্ষনেতার কাছে দরবারও করেন ৷ কিন্তু তাতেও কাজ হয়নি ৷

আরও পড়ুন : সৌমিত্রকে মর্যাদা দেয়নি বিজেপি, তৃণমূলে দেখতে চান সুজাতা

এদিকে সৌমিত্রর অভিযোগকে গুরুত্বহীন বলে গোটা বিষয়টি বিকেলেই এড়িয়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি ৷ শুধু সৌমিত্রকে নিজের ভাই বলে উল্লেখ করেন ৷

ফলে রাজনৈতিক মহলের প্রশ্ন, কেন এত তাড়াতাড়ি নিজের মত বদলে ফেললেন সৌমিত্র ? দুপুরের রণংদেহী মেজাজ কোন যাদুমন্ত্রে উধাও হয়ে গেল সন্ধ্যায় ? তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কি তিনি কড়া বার্তা পেয়েছেন ? নাকি রাজ্যের কোনও শীর্ষনেতার দৌত্যে আপাতত তাঁকে নিরস্ত্র করা গেল ?

আরও পড়ুন : বাংলা থেকে 4 , ত্রিপুরা থেকে প্রথম, মোদির মন্ত্রিসভায় তারুণ্যে জোর

কলকাতা, 7 জুলাই : দুপুরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন যে তিনি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছেড়ে দিচ্ছেন ৷ কয়েক ঘণ্টা যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেল বঙ্গ রাজনীতিতে ৷ তার পর সন্ধ্যায় তিনি জানালেন যে তিনি আর পদত্যাগ ফিরিয়ে নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে ৷

saumitra-khan-withdraw-his-resignation-from-bjym-bengal-unit-president
সৌমিত্র খাঁ-র ফেসবুক পোস্ট

ফেসবুকে তিনি লিখেছেন যে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের নির্দেশেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ এর পর আর কিছু জানাননি তিনি ৷

আরও পড়ুন : Saumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

যদিও বুধবার তিনি কার্যত বিস্ফোরক ছিলেন ৷ প্রথমে তিনি ফেসবুকে দু’টি পোস্ট করে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তার পর ফেসবুক লাইভে এসে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে প্রশ্ন তোলেন ৷ সরাসরি অভিযুক্ত করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷

তাঁর অভিযোগ ছিল যে বিজেপিতে নিজেকে জাহির করতে চাইছেন শুভেন্দু ৷ তিনি দিল্লির নেতৃত্বকে ভুল বোঝাচ্ছেন ৷ তাই তিনি সংগঠনের কাজ ঠিকমতো করতে পারছেন না ৷ সেই কারণেই তিনি সরে যাচ্ছেন ৷

আরও পড়ুন : দিল্লিকে ভুল বোঝানো বিরোধী দলনেতাকে আয়নায় মুখ দেখার পরামর্শ সৌমিত্রর

এমনকি, ওই লাইভ থেকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও তিনি তোপ দাগেন ৷ তাঁর দাবি ছিল, বিজেপির রাজ্য সভাপতিকে কোনও কথা বলা হলে তিনি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না ৷

স্বাভাবিক ভাবেই বুধবার দুপুরের পর থেকেই হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা যায় যে কেন্দ্রের মন্ত্রী না হতে পেরে ক্ষোভ প্রকাশ করেছেন সৌমিত্র ৷ তিনি এবার মন্ত্রী হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন ৷ গত 15 দিন তিনি দিল্লিতেই ছিলেন ৷ বিজেপির বেশ কয়েকজন শীর্ষনেতার কাছে দরবারও করেন ৷ কিন্তু তাতেও কাজ হয়নি ৷

আরও পড়ুন : সৌমিত্রকে মর্যাদা দেয়নি বিজেপি, তৃণমূলে দেখতে চান সুজাতা

এদিকে সৌমিত্রর অভিযোগকে গুরুত্বহীন বলে গোটা বিষয়টি বিকেলেই এড়িয়ে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি ৷ শুধু সৌমিত্রকে নিজের ভাই বলে উল্লেখ করেন ৷

ফলে রাজনৈতিক মহলের প্রশ্ন, কেন এত তাড়াতাড়ি নিজের মত বদলে ফেললেন সৌমিত্র ? দুপুরের রণংদেহী মেজাজ কোন যাদুমন্ত্রে উধাও হয়ে গেল সন্ধ্যায় ? তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কি তিনি কড়া বার্তা পেয়েছেন ? নাকি রাজ্যের কোনও শীর্ষনেতার দৌত্যে আপাতত তাঁকে নিরস্ত্র করা গেল ?

আরও পড়ুন : বাংলা থেকে 4 , ত্রিপুরা থেকে প্রথম, মোদির মন্ত্রিসভায় তারুণ্যে জোর

Last Updated : Jul 7, 2021, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.