ETV Bharat / city

Saokat Molla avoids CBI attendance: সিবিআইয়ের সমন এড়ালেন শওকত মোল্লা, চাইলেন আরও 15 দিন সময় - সিবিআই হাজিরা এড়ালেন

কয়লা পাচার কাণ্ডে (coal scam case) আজ শওকত মোল্লাকে তলব করা হলেও, তিনি নিজাম প্যালেসে যাচ্ছেন না (Saokat Molla avoids CBI attendance)৷ তাঁর বদলে সিবিআইয়ের কাছে যাচ্ছেন তাঁর আইনজীবীরা ৷

Saokat Molla avoids CBI attendance in coal scam case, wants 15 days time
সিবিআইয়ের সমন এড়ালেন শওকত মোল্লা, চাইলেন আরও 15 দিন সময়
author img

By

Published : May 27, 2022, 10:26 AM IST

কলকাতা, 27 মে: কয়লা পাচার কাণ্ডে (coal scam case) আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla avoids CBI attendance)। কিন্তু আজ তিনি নিজাম প্যালেসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না । তাঁর পরিবর্তে নিজাম পালেসে যাবেন তাঁর আইনজীবীরা ।

জানা গিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকার ফলে শওকত মোল্লা সিবিআইয়ের কাছ থেকে 15 দিনের সময় চেয়েছেন । আজ তাঁর পরিবর্তে তাঁর আইনজীবীরা নিজাম প্যালেসে গিয়ে সিবিআইকে সেই চিঠি দেবেন ৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য 15 দিনের সময়সীমা চাইবেন তাঁরা । যদিও শওকত মোল্লাকে 15 দিনের সময়সীমা আদৌও দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না ।

আরও পড়ুন: CBI summons Saokat Molla: কয়লা পাচার কাণ্ডে এবার শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

আসানসোল, রাণীগঞ্জ এলাকার বিভিন্ন কয়লা খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলে ক্যানিং-এর নানা ইট ভাটায় রফতানি করা হয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই । রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তদন্ত নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে তাদের হাতে । যেহেতু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাই তিনি কোনও ভাবেই এর দায় এড়িয়ে যেতে পারেন না বলে দাবি তদন্তকারীদের ৷ সে জন্যই শওকতকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে তলব করা হয়েছিল । পাশাপাশি তাঁকে নিয়ে আসতে বলা হয়েছিল তাঁর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ও তাঁর নামে থাকা বিভিন্ন সংস্থার বৈধ নথিপত্র ।

জানা গিয়েছে, রাণীগঞ্জ ও আসানসোল থেকে অবৈধ ভাবে কয়লা খাদানগুলি থেকে কয়লা তুলে ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিভিন্ন জায়গায় পাঠানো হত । সিবিআই সূত্রের খবর, বেআইনি কয়লা রফতানির অন্যতম জায়গা ছিল ক্যানিং । জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং-এর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ইট ভাটা । সিবিআইয়ের অনুমান, রাণীগঞ্জের বিভিন্ন কয়লা মাফিয়ার হাত ধরে এই সব ইটভাটায় কয়লা আসত । ফলে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ।

কলকাতা, 27 মে: কয়লা পাচার কাণ্ডে (coal scam case) আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla avoids CBI attendance)। কিন্তু আজ তিনি নিজাম প্যালেসে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না । তাঁর পরিবর্তে নিজাম পালেসে যাবেন তাঁর আইনজীবীরা ।

জানা গিয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড থাকার ফলে শওকত মোল্লা সিবিআইয়ের কাছ থেকে 15 দিনের সময় চেয়েছেন । আজ তাঁর পরিবর্তে তাঁর আইনজীবীরা নিজাম প্যালেসে গিয়ে সিবিআইকে সেই চিঠি দেবেন ৷ পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য 15 দিনের সময়সীমা চাইবেন তাঁরা । যদিও শওকত মোল্লাকে 15 দিনের সময়সীমা আদৌও দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না ।

আরও পড়ুন: CBI summons Saokat Molla: কয়লা পাচার কাণ্ডে এবার শওকত মোল্লাকে তলব সিবিআইয়ের

আসানসোল, রাণীগঞ্জ এলাকার বিভিন্ন কয়লা খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলে ক্যানিং-এর নানা ইট ভাটায় রফতানি করা হয়েছিল বলে জানতে পেরেছে সিবিআই । রাজ্যে কয়লা পাচার কাণ্ডে তদন্ত নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য এসেছে তাদের হাতে । যেহেতু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তাই তিনি কোনও ভাবেই এর দায় এড়িয়ে যেতে পারেন না বলে দাবি তদন্তকারীদের ৷ সে জন্যই শওকতকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিজাম প্যালেসে তলব করা হয়েছিল । পাশাপাশি তাঁকে নিয়ে আসতে বলা হয়েছিল তাঁর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ও তাঁর নামে থাকা বিভিন্ন সংস্থার বৈধ নথিপত্র ।

জানা গিয়েছে, রাণীগঞ্জ ও আসানসোল থেকে অবৈধ ভাবে কয়লা খাদানগুলি থেকে কয়লা তুলে ঝাড়খণ্ড, ওড়িশা-সহ বিভিন্ন জায়গায় পাঠানো হত । সিবিআই সূত্রের খবর, বেআইনি কয়লা রফতানির অন্যতম জায়গা ছিল ক্যানিং । জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগনার ক্যানিং-এর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক ইট ভাটা । সিবিআইয়ের অনুমান, রাণীগঞ্জের বিভিন্ন কয়লা মাফিয়ার হাত ধরে এই সব ইটভাটায় কয়লা আসত । ফলে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজনীয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.