ETV Bharat / city

Sandhya Mukhopadhyay Passes away : প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় - প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

গত 27 জানুয়ারি থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন (on 27th january Sandhya Mukhopadhyay was admitted to hospital) ৷

Sandhya Mukhopadhyay Passes away
প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
author img

By

Published : Feb 15, 2022, 7:58 PM IST

Updated : Feb 15, 2022, 9:52 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : সুরের আকাশে অস্তরাগ, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay Passes away) ৷ মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর ৷ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী ৷ তাঁর মৃত্যুতে অবসান হল সঙ্গীতময় এক যুগের ৷

অসুস্থ হয়ে পড়ায় গত 27 জানুয়ারি তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পী ৷ ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল তাঁর ৷ হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই এদিন তাঁর ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন গীতশ্রী ৷

দীর্ঘ প্রায় 70 বছরের সঙ্গীত জীবনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সংখ্যা অজস্র ৷ কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, শচীনদেব বর্মন, আরসি বরালের মতো সুরকারদের সঙ্গে ৷ গেয়েছেন আধুনিক গান, কাজ করেছেন অসংখ্য বাংলা ছায়াছবিতে ৷ বাংলার পাশাপাশি কাজ করেছেন হিন্দি ভাষাতেও ৷ 17টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা ৷ এছাড়াও গেয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত, ভক্তিগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি ৷

আরও পড়ুন : কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...

1931 সালের 4 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ৷ 1965 সালে পান বিএফজেএ অ্যাওয়ার্ড ৷ রাজ্য সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে 2011 সালে ৷ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ৷ চলতি বছরে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করতে চেয়েছিল কেন্দ্র সরকার, কিন্তু গত 25 জানুয়ারি সেই সম্মান প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷

Sandhya Mukhopadhyay Passes away
নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷

গানের জগতে নিজের স্বকীয়তা তৈরি করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ তাঁর কাঁপা কণ্ঠে একের পর এক গান কয়েক দশক ধরে মাদকতা তৈরি করে রেখেছিল শ্রোতাদের মনে, যা আজও বর্তমান ৷ মহালয়ার ভোরে রেডিওয় মহিষাসুরমর্দিনীতে পঙ্কজকুমার মল্লিকের সুরে তাঁর গলায় 'বিমানে বিমানে আলোকের গানে' এই গানটি সমস্ত বাঙালির কাছে এক পরম পাওয়া বলা যায় ৷

কলকাতা, 15 ফেব্রুয়ারি : সুরের আকাশে অস্তরাগ, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay Passes away) ৷ মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 90 বছর ৷ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী ৷ তাঁর মৃত্যুতে অবসান হল সঙ্গীতময় এক যুগের ৷

অসুস্থ হয়ে পড়ায় গত 27 জানুয়ারি তাঁকে প্রথমে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ পরে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পী ৷ ফুসফুসে সংক্রমণও ধরা পড়েছিল তাঁর ৷ হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই এদিন তাঁর ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন গীতশ্রী ৷

দীর্ঘ প্রায় 70 বছরের সঙ্গীত জীবনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সংখ্যা অজস্র ৷ কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, শচীনদেব বর্মন, আরসি বরালের মতো সুরকারদের সঙ্গে ৷ গেয়েছেন আধুনিক গান, কাজ করেছেন অসংখ্য বাংলা ছায়াছবিতে ৷ বাংলার পাশাপাশি কাজ করেছেন হিন্দি ভাষাতেও ৷ 17টি হিন্দি ছবিতে গান গেয়েছেন সন্ধ্যা ৷ এছাড়াও গেয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত, ভক্তিগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি ৷

আরও পড়ুন : কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...

1931 সালের 4 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি ৷ 1965 সালে পান বিএফজেএ অ্যাওয়ার্ড ৷ রাজ্য সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে 2011 সালে ৷ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ৷ চলতি বছরে তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করতে চেয়েছিল কেন্দ্র সরকার, কিন্তু গত 25 জানুয়ারি সেই সম্মান প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷

Sandhya Mukhopadhyay Passes away
নিজের দীর্ঘ সঙ্গীত জীবনে একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷

গানের জগতে নিজের স্বকীয়তা তৈরি করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ তাঁর কাঁপা কণ্ঠে একের পর এক গান কয়েক দশক ধরে মাদকতা তৈরি করে রেখেছিল শ্রোতাদের মনে, যা আজও বর্তমান ৷ মহালয়ার ভোরে রেডিওয় মহিষাসুরমর্দিনীতে পঙ্কজকুমার মল্লিকের সুরে তাঁর গলায় 'বিমানে বিমানে আলোকের গানে' এই গানটি সমস্ত বাঙালির কাছে এক পরম পাওয়া বলা যায় ৷

Last Updated : Feb 15, 2022, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.