ETV Bharat / city

Md Salim on Mamata Security: উদ্বিগ্ন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পরামর্শ সেলিমের - মহম্মদ সেলিম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে গিয়ে রাজ্যপালকে দেখা করে আসার পরামর্শ দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM leader Mohammed Salim)।

Mohammed Salim advises concerned Governor to go to CM Mamata house
Md Salim
author img

By

Published : Jul 6, 2022, 10:24 PM IST

কলকাতা, 6 জুলাই: এক বেসরকারি সংবাদমাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদ্বীপ ধনকড় (Jagdeep Dhankhar) । বুধবার সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে গিয়ে রাজ্যপালকে দেখা করে আসার পরামর্শ দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(CPIM leader Mohammed Salim) । তাঁর কথায়, "আমার মনে হয় এই মুহূর্তে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীর বাড়িয়ে গিয়ে দেখা করে আসা । কারণ মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢুকে পড়ছে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় প্রশ্ন উঠেছে । তাই যাদবপুরে তৎকালীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ঘেরাও হওয়ার পর যেমন রাজ্যপাল দেখা করতে যান । তেমনই এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া উচিত রাজ্যপালের ।"

এখানেই থামেননি মহম্মদ সেলিম । রাজ্য পুলিশকে কটাক্ষ করে সেলিম বলেন, " পুলিশ আইন অনুযায়ী না চললে মুখ্যমন্ত্রীর ঘরে আরও লোক ঢুকবে । আমরা চাই তাঁর নিরাপত্তা আরও কঠোর হোক । কিন্তু প্রযুক্তির যুগে মোবাইল ব্যবহার বন্ধ করে কীভাবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা হতে পারে, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে ।" ভারতীয় বংশোদ্ধূত পরিচালক লীনা মণিমেকালাই-এর তৈরি তথ্যচিত্রের পোস্টারে দেবী কালী রূপে সজ্জিত এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে । সেই পোস্টার নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কমেন্টস ও রাজ্য বিজেপির এফআইআর অভিযান বিষয়ে মহম্মদ সেলিম মুখ খোলেন । তাঁর মতে, ধর্ম এতটা ঠুনকো নয় । সুফিবাদী, বহুরূপীদের উদাহরণ টেনে সেলিম বলেন, "বালকৃষ্ণকে মাখন চোর বলা হত । তাই বলে কৃষ্ণ চোর? অবশ্যই নয় । ধর্ম বিশ্বাস এতটা ঠুনকো নয় ।"

উদ্বিগ্ন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পরামর্শ মহম্মদ সেলিমের

এরপরেই কেন্দ্র রাজ্য উভয় সরকারকে আক্রমণ করে সেলিমের দাবি, গ্যাসের দাম বৃদ্ধিতে ও লাগাতার দুর্নীতি এসব ইস্যু থেকে চোখ ঘোরাতেই এবং টিভি চ্যানেলকে মাতিয়ে রাখতেই পরিকল্পনা মাফিক কাজ করছে দুই সরকার । যার বিরূদ্ধে বামেরা বৃহত্তর আন্দোলনে নামবে (Mohammed Salim advises concerned Governor to go to CM Mamata house) ।

আরও পড়ুন: মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায়

মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন রাজ্য কমিটির বৈঠক ছিল সিপিআইএমের । সেই বৈঠক শেষে বুধবার বিকালে সাংবাদিক বৈঠক ডাকেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি জানান, পঞ্চায়েত নির্বাচন গ্রামে গ্রামে 'প্রতিরোধ বাহিনী' গড়ে তুলবে সিপিআইএম । যাঁরা দুর্নীতি ও তোলাবাজদের বিরূদ্ধে চোখে চোখ রেখে জবাব চাইবে । পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে স্থানীয় ইস্যু ধরে এগনো হবে ।

কলকাতা, 6 জুলাই: এক বেসরকারি সংবাদমাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদ্বীপ ধনকড় (Jagdeep Dhankhar) । বুধবার সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে গিয়ে রাজ্যপালকে দেখা করে আসার পরামর্শ দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(CPIM leader Mohammed Salim) । তাঁর কথায়, "আমার মনে হয় এই মুহূর্তে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীর বাড়িয়ে গিয়ে দেখা করে আসা । কারণ মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢুকে পড়ছে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় প্রশ্ন উঠেছে । তাই যাদবপুরে তৎকালীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ঘেরাও হওয়ার পর যেমন রাজ্যপাল দেখা করতে যান । তেমনই এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া উচিত রাজ্যপালের ।"

এখানেই থামেননি মহম্মদ সেলিম । রাজ্য পুলিশকে কটাক্ষ করে সেলিম বলেন, " পুলিশ আইন অনুযায়ী না চললে মুখ্যমন্ত্রীর ঘরে আরও লোক ঢুকবে । আমরা চাই তাঁর নিরাপত্তা আরও কঠোর হোক । কিন্তু প্রযুক্তির যুগে মোবাইল ব্যবহার বন্ধ করে কীভাবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা হতে পারে, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে ।" ভারতীয় বংশোদ্ধূত পরিচালক লীনা মণিমেকালাই-এর তৈরি তথ্যচিত্রের পোস্টারে দেবী কালী রূপে সজ্জিত এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে । সেই পোস্টার নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কমেন্টস ও রাজ্য বিজেপির এফআইআর অভিযান বিষয়ে মহম্মদ সেলিম মুখ খোলেন । তাঁর মতে, ধর্ম এতটা ঠুনকো নয় । সুফিবাদী, বহুরূপীদের উদাহরণ টেনে সেলিম বলেন, "বালকৃষ্ণকে মাখন চোর বলা হত । তাই বলে কৃষ্ণ চোর? অবশ্যই নয় । ধর্ম বিশ্বাস এতটা ঠুনকো নয় ।"

উদ্বিগ্ন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার পরামর্শ মহম্মদ সেলিমের

এরপরেই কেন্দ্র রাজ্য উভয় সরকারকে আক্রমণ করে সেলিমের দাবি, গ্যাসের দাম বৃদ্ধিতে ও লাগাতার দুর্নীতি এসব ইস্যু থেকে চোখ ঘোরাতেই এবং টিভি চ্যানেলকে মাতিয়ে রাখতেই পরিকল্পনা মাফিক কাজ করছে দুই সরকার । যার বিরূদ্ধে বামেরা বৃহত্তর আন্দোলনে নামবে (Mohammed Salim advises concerned Governor to go to CM Mamata house) ।

আরও পড়ুন: মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায়

মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন রাজ্য কমিটির বৈঠক ছিল সিপিআইএমের । সেই বৈঠক শেষে বুধবার বিকালে সাংবাদিক বৈঠক ডাকেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি জানান, পঞ্চায়েত নির্বাচন গ্রামে গ্রামে 'প্রতিরোধ বাহিনী' গড়ে তুলবে সিপিআইএম । যাঁরা দুর্নীতি ও তোলাবাজদের বিরূদ্ধে চোখে চোখ রেখে জবাব চাইবে । পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে স্থানীয় ইস্যু ধরে এগনো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.