কলকাতা, 6 জুলাই: এক বেসরকারি সংবাদমাধ্যমে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল জগদ্বীপ ধনকড় (Jagdeep Dhankhar) । বুধবার সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে গিয়ে রাজ্যপালকে দেখা করে আসার পরামর্শ দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম(CPIM leader Mohammed Salim) । তাঁর কথায়, "আমার মনে হয় এই মুহূর্তে রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীর বাড়িয়ে গিয়ে দেখা করে আসা । কারণ মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢুকে পড়ছে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় প্রশ্ন উঠেছে । তাই যাদবপুরে তৎকালীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ঘেরাও হওয়ার পর যেমন রাজ্যপাল দেখা করতে যান । তেমনই এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়া উচিত রাজ্যপালের ।"
এখানেই থামেননি মহম্মদ সেলিম । রাজ্য পুলিশকে কটাক্ষ করে সেলিম বলেন, " পুলিশ আইন অনুযায়ী না চললে মুখ্যমন্ত্রীর ঘরে আরও লোক ঢুকবে । আমরা চাই তাঁর নিরাপত্তা আরও কঠোর হোক । কিন্তু প্রযুক্তির যুগে মোবাইল ব্যবহার বন্ধ করে কীভাবে কঠোর নিরাপত্তার ব্যবস্থা হতে পারে, তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে ।" ভারতীয় বংশোদ্ধূত পরিচালক লীনা মণিমেকালাই-এর তৈরি তথ্যচিত্রের পোস্টারে দেবী কালী রূপে সজ্জিত এক মহিলাকে ধূমপান করতে দেখা গিয়েছে । সেই পোস্টার নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর কমেন্টস ও রাজ্য বিজেপির এফআইআর অভিযান বিষয়ে মহম্মদ সেলিম মুখ খোলেন । তাঁর মতে, ধর্ম এতটা ঠুনকো নয় । সুফিবাদী, বহুরূপীদের উদাহরণ টেনে সেলিম বলেন, "বালকৃষ্ণকে মাখন চোর বলা হত । তাই বলে কৃষ্ণ চোর? অবশ্যই নয় । ধর্ম বিশ্বাস এতটা ঠুনকো নয় ।"
এরপরেই কেন্দ্র রাজ্য উভয় সরকারকে আক্রমণ করে সেলিমের দাবি, গ্যাসের দাম বৃদ্ধিতে ও লাগাতার দুর্নীতি এসব ইস্যু থেকে চোখ ঘোরাতেই এবং টিভি চ্যানেলকে মাতিয়ে রাখতেই পরিকল্পনা মাফিক কাজ করছে দুই সরকার । যার বিরূদ্ধে বামেরা বৃহত্তর আন্দোলনে নামবে (Mohammed Salim advises concerned Governor to go to CM Mamata house) ।
আরও পড়ুন: মমতার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মন্ত্রীরা, সরছেন বিবেক সহায়
মঙ্গলবার ও বুধবার পরপর দুদিন রাজ্য কমিটির বৈঠক ছিল সিপিআইএমের । সেই বৈঠক শেষে বুধবার বিকালে সাংবাদিক বৈঠক ডাকেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তিনি জানান, পঞ্চায়েত নির্বাচন গ্রামে গ্রামে 'প্রতিরোধ বাহিনী' গড়ে তুলবে সিপিআইএম । যাঁরা দুর্নীতি ও তোলাবাজদের বিরূদ্ধে চোখে চোখ রেখে জবাব চাইবে । পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরে স্থানীয় ইস্যু ধরে এগনো হবে ।