কলকাতা, 15 ফেব্রুয়ারি : শ্যামল মিত্রের পুত্র হওয়ায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভীষণ কাছ থেকে দেখেছেন তিনি ৷ গীতশ্রীর সঙ্গে ছেলেবেলার অনেক স্মৃতি মনের মনিকোঠায় যত্নে রেখেছেন সৈকত মিত্র ৷ প্রিয় সন্ধ্যা পিসির প্রয়াণের পর শ্যামল-পুত্র ডুব দিলেন সেসব স্মৃতিতেই (Saikat Mitra recalls his memory with Sandhya Mukhopadhyay) ৷ তাঁর কথায়, "সঙ্গীত শিল্পীর আগে একজন অসাধারণ মানুষ ছিল সন্ধ্যা পিসি। যাঁর তুলনা এই দেশে কেন পৃথিবীতে মেলা ভার ৷"
ছোটবেলায় তাদের বাড়িতে হামেশাই আসা-যাওয়া ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। হাসি-ঠাট্টার মাঝে সাধারণ মানুষ হিসেবে সেখানে গীতশ্রীকে পেয়েছেন সৈকত । শ্যামল মিত্র নিজের জন্মদিন ভুলে গেলেও সন্ধ্যা মুখোপাধ্যায় ভুলতেন না বলে জানালেন সৈকত মিত্র। শ্যামল-পুত্রের কথায়, "সন্ধ্যা বেলায় ফুল এবং সুগন্ধি নিয়ে বাবার জন্মদিনে উপস্থিত হতেন। বাবা অবাক হয়ে যেতেন উপহার পেয়ে। সন্ধ্যা পিসি তখন মনে করিয়ে দিতেন জন্মদিনের কথা। তারপর খাওয়া-দাওয়া-গান হত ৷"
বাড়ির পরিবেশে দেখেছেন আবার সহ-শিল্পী হিসেবেও সন্ধ্যা মুখোপাধ্যায়কে পেয়েছেন সৈকত। তিনি আক্ষেপের সুরে বলেন, "একটি ছবিতে প্লে-ব্যাক করেছিলাম দুজনে। আমাকে গাইড করেছিলেন পিসি। আবার কোনও অনুষ্ঠান টিভিতে দেখে ভালখারাপ যাই লাগত ফোন করতেন। সকালে রেওয়াজ করেছি কি না খোঁজ নিতেন।প্রকৃত অভিভাবক, একজন কাছের মানুষকে হারালাম ৷"
আরও পড়ুন : Sandhya Mukherjee Songs : কালজয়ী সব গানে আকাশের অস্তরাগে চির অমর গীতশ্রী
সঙ্গীত শিল্পীর বাইরে সঙ্গীত অ্যাকাডেমির প্রশাসক হিসেবে দেখার অভিজ্ঞতা রয়েছে সৈকত মিত্রের। সৈকত বলেন, "উনি যে কত ভালো প্রশাসক ছিলেন তা সেই সময় দেখা গিয়েছে। অ্যাকাডেমির প্রভূত উন্নতি হয়েছিল তার সময়ে ৷"