কলকাতা, 18 মে : অভিনেত্রী পল্লবী দে রহস্যমৃত্যুর ঘটনায় সাগ্নিক চক্রবর্তীকে আগামী 26 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত ৷ গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গড়ফা থানার তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করে পল্লবী দের লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে ৷ আজ সাগ্নিক চক্রবর্তীকে গড়ফা থানা থেকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয় । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুজন পুলিশ আধিকারিকও (Sagnik Chakraborty gets police custody in Pallavi dey death case)।
মূলত সাগ্নিককে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল কলকাতা পুলিশ । পাশাপাশি তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনায় আর কী কী তথ্য পাওয়া যায়, যা এখনও সামনে আসেনি তার চেষ্টা করবে পুলিশ বলে জানা গিয়েছে ৷ এছাড়াও পল্লবী এবং সাগ্নিকের মধ্যে টাকা পয়সাকে কেন্দ্র করে ঝামেলা হত, নাকি সম্পর্কে টানাপোড়েন ছিল তা জানতে চান তদন্তকারীরা (Mysterious death of Actress Pallavi Dey)।
পল্লবীর গড়ফার এবং নিউটাউনের ফ্ল্যাটের টাকা, অভিজাত গাড়ির ইএমআই-এর টাকার হিসাব এবং সাগ্নিকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কবে কোন কোন খাতে টাকা লেনদেন হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা বলে খবর । যদিও পল্লবীর পরিবারের দাবি, বেশিরভাগ সময় পল্লবীর কাছ থেকে টাকা ধার নিয়ে নিজের শখ পূরণ করতেন তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী ।
আরও পড়ুন : Mysterious death of Actress Pallavi Dey : পল্লবী দে-র রহস্যমৃত্যুতে ধৃত লিভ-ইন পার্টনার সাগ্নিক
তাহলে কি টাকা-পয়সার জন্যই পল্লবীকে ব্যবহার করতেন সাগ্নিক ? তাছাড়াও পরিচারিকার দাবির পর, তাদের সম্পর্কের মাঝে তৃতীয় কারও আগমন হয়েছিল কি না ! তাঁকে কেন্দ্র করেই দুজনের মধ্যে সম্পর্কে চিড় ধরেছিল কি না, এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা । ফলে এক্ষেত্রে সাগ্নিককে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালানোর খুব প্রয়োজন ছিল বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা ।