ETV Bharat / city

Sadhan Pande Funeral : নিমতলায় গান স্যালুটে সাধন পান্ডেকে শেষ বিদায় জানাল রাজ্য - TMC Leader Abhishek Banerjee Pays Last Respect to Sandhan Pande

রবিবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডের (Sadhan Pande Passes Away) ৷ সোমবার বাড়ি থেকে বিধানসভা হয়ে তাঁর মরদেহ নিমতলায় নিয়ে যাওয়া হয় ৷ বিধানসভায় মন্ত্রিসভার প্রয়াত সদস্যকে শেষশ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিমতলায় শেষ বিদায় জানাতে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

sadhan-pande-funeral-at-nimtala-today
Sadhan Pande Funeral : নিমতলায় গান স্যালুটে সাধন পান্ডেকে শেষ বিদায় জানাল রাজ্য
author img

By

Published : Feb 21, 2022, 8:15 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি : নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্নের আগে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডেকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হল (sadhan pande funeral at nimtala today) ।

রবিবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । রাতে দেহ নিয়ে আসা হয় কলকাতায় । রাখা হয় পিস ওয়ার্ল্ডে । সকাল সাড়ে 8টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে । সেখানে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষশ্রদ্ধা জানান । তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় গোয়াবাগানের বাসভবনে । সেখান থেকে আজ সকালে শেষবারের জন্য তাঁর দেহ নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায় । সঙ্গে ছিলেন কন্যা শ্রেয়া পান্ডে । ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও অতীন ঘোষ ।

অসংখ্য অনুরাগী এদিন শেষশ্রদ্ধা জানানোর জন্য বিধানসভার বাইরে এসে ভিড় করেন । এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় উপস্থিত থেকে তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীকে শেষশ্রদ্ধা জানান (Bengal CM Mamata Banerjee Pays Last Respect to Sandhan Pande) । তবে আশ্চর্যজনকভাবে এদিন বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুধু তিনি নন, সাধন পান্ডেকে শেষশ্রদ্ধা জানানোর ন্যূনতম সৌজন্য দেখিয়ে উপস্থিত হলেন না কোনও বিরোধী বিধায়ক । বিদায়বেলায় তাঁকে চোখের দেখাও দেখতে এলেন না কেউ । আর এই ঘটনায় শুরু হয়েছে প্রবল বিতর্ক ।

sadhan-pande-funeral-at-nimtala-today
বিধানসভায় শেষশ্রদ্ধা

এদিন বিধানসভায় মন্ত্রীকে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন নির্মল ঘোষ, তাপস রায়-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক নেতা মন্ত্রী ।

প্রসঙ্গত, বিধানসভায় আটবারের সদস্য ছিলেন সাধন পান্ডে ৷ আর সেই কারণেই তাঁর শেষযাত্রায় বিধানসভা ছিল গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন । এদিন বিধানসভার কর্মী থেকে তাঁর প্রাক্তন সহকর্মীদের মধ্যে এই তৃণমূল নেতার জীবনের অতীত স্মৃতি ঘুরে ফিরে আসছিল । তাঁর সুমিষ্ট ব্যবহার, সকলের সঙ্গে মিলেমিশে যাওয়ার ক্ষমতা- সবটাই ফিরে ফিরে আসছিল তাঁদের কথায় । এদিন তাঁর মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে শেষবার দেখেও কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নীরবতাই বলে দিচ্ছিল কতটা ব্যথিত তিনি ।

sadhan-pande-funeral-at-nimtala-today
সাধন পান্ডের পরিবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য হাজির হয়েছিলেন নিমতলা মহাশ্মশানে (TMC Leader Abhishek Banerjee Pays Last Respect to Sandhan Pande) । সেখানেই সাধন পান্ডেকে শেষশ্রদ্ধা জানান এই যুবনেতা । এরপর নিমতলা মহাশশ্মানেই গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ।

প্রথমে বটতলা এবং পরে মানিকতলা থেকে জয়ী তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সাধন পান্ডে সাধারণ মানুষের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন । প্রথম থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । করোনার সেকেন্ড ওয়েভ কলকাতায় আছড়ে পড়ার পরেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি । তারপর থেকে বারবারই অসুস্থ হয়ে পড়ছিলেন মন্ত্রী । হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন । কিন্তু ডিসেম্বর মাস থেকে ফের অসুস্থ হতে শুরু করেন তিনি ।

sadhan-pande-funeral-at-nimtala-today
সাধন পান্ডের পরিবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তারপরেই তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছিল । তবে শেষ রক্ষা হয়নি । তাই এদিন শেষযাত্রায় আগাগোড়াই ছিল মানুষের ঢল । সাধন অনুরাগীদের ভিড় । কাউকে কাউকে এই জনপ্রিয় নেতার চলে যাওয়ার ছবি দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় । তাদেরই একজন বলেন, ‘‘মৃত্যু এমন একটি চরম সত্য যা সকলকেই মেনে নিতে হয় । তবে কিছু কিছু মৃত্যু শূন্যতা তৈরি করে । হয়তো সাধন পান্ডের চলে যাওয়া এদিন বিধানসভা, রাজনৈতিক মহল বা তার ভক্তদের মধ্যে তেমনি শূন্যতা তৈরি করে গেল ।’’

আরও পড়ুন : Sadhan Pande Passes Away : প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে

কলকাতা, 21 ফেব্রুয়ারি : নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্নের আগে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডেকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হল (sadhan pande funeral at nimtala today) ।

রবিবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । রাতে দেহ নিয়ে আসা হয় কলকাতায় । রাখা হয় পিস ওয়ার্ল্ডে । সকাল সাড়ে 8টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে । সেখানে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষশ্রদ্ধা জানান । তারপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় গোয়াবাগানের বাসভবনে । সেখান থেকে আজ সকালে শেষবারের জন্য তাঁর দেহ নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায় । সঙ্গে ছিলেন কন্যা শ্রেয়া পান্ডে । ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও অতীন ঘোষ ।

অসংখ্য অনুরাগী এদিন শেষশ্রদ্ধা জানানোর জন্য বিধানসভার বাইরে এসে ভিড় করেন । এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় উপস্থিত থেকে তাঁর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীকে শেষশ্রদ্ধা জানান (Bengal CM Mamata Banerjee Pays Last Respect to Sandhan Pande) । তবে আশ্চর্যজনকভাবে এদিন বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শুধু তিনি নন, সাধন পান্ডেকে শেষশ্রদ্ধা জানানোর ন্যূনতম সৌজন্য দেখিয়ে উপস্থিত হলেন না কোনও বিরোধী বিধায়ক । বিদায়বেলায় তাঁকে চোখের দেখাও দেখতে এলেন না কেউ । আর এই ঘটনায় শুরু হয়েছে প্রবল বিতর্ক ।

sadhan-pande-funeral-at-nimtala-today
বিধানসভায় শেষশ্রদ্ধা

এদিন বিধানসভায় মন্ত্রীকে শ্রদ্ধা জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ ছিলেন নির্মল ঘোষ, তাপস রায়-সহ উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক নেতা মন্ত্রী ।

প্রসঙ্গত, বিধানসভায় আটবারের সদস্য ছিলেন সাধন পান্ডে ৷ আর সেই কারণেই তাঁর শেষযাত্রায় বিধানসভা ছিল গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন । এদিন বিধানসভার কর্মী থেকে তাঁর প্রাক্তন সহকর্মীদের মধ্যে এই তৃণমূল নেতার জীবনের অতীত স্মৃতি ঘুরে ফিরে আসছিল । তাঁর সুমিষ্ট ব্যবহার, সকলের সঙ্গে মিলেমিশে যাওয়ার ক্ষমতা- সবটাই ফিরে ফিরে আসছিল তাঁদের কথায় । এদিন তাঁর মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যকে শেষবার দেখেও কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর নীরবতাই বলে দিচ্ছিল কতটা ব্যথিত তিনি ।

sadhan-pande-funeral-at-nimtala-today
সাধন পান্ডের পরিবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য হাজির হয়েছিলেন নিমতলা মহাশ্মশানে (TMC Leader Abhishek Banerjee Pays Last Respect to Sandhan Pande) । সেখানেই সাধন পান্ডেকে শেষশ্রদ্ধা জানান এই যুবনেতা । এরপর নিমতলা মহাশশ্মানেই গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানানো হয় রাজ্য সরকারের পক্ষ থেকে ।

প্রথমে বটতলা এবং পরে মানিকতলা থেকে জয়ী তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সাধন পান্ডে সাধারণ মানুষের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন । প্রথম থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি । করোনার সেকেন্ড ওয়েভ কলকাতায় আছড়ে পড়ার পরেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি । তারপর থেকে বারবারই অসুস্থ হয়ে পড়ছিলেন মন্ত্রী । হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন । কিন্তু ডিসেম্বর মাস থেকে ফের অসুস্থ হতে শুরু করেন তিনি ।

sadhan-pande-funeral-at-nimtala-today
সাধন পান্ডের পরিবারের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়

তারপরেই তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছিল । তবে শেষ রক্ষা হয়নি । তাই এদিন শেষযাত্রায় আগাগোড়াই ছিল মানুষের ঢল । সাধন অনুরাগীদের ভিড় । কাউকে কাউকে এই জনপ্রিয় নেতার চলে যাওয়ার ছবি দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় । তাদেরই একজন বলেন, ‘‘মৃত্যু এমন একটি চরম সত্য যা সকলকেই মেনে নিতে হয় । তবে কিছু কিছু মৃত্যু শূন্যতা তৈরি করে । হয়তো সাধন পান্ডের চলে যাওয়া এদিন বিধানসভা, রাজনৈতিক মহল বা তার ভক্তদের মধ্যে তেমনি শূন্যতা তৈরি করে গেল ।’’

আরও পড়ুন : Sadhan Pande Passes Away : প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.