ETV Bharat / city

RSS to Recruit Swayamsevak : 24-এর ভোটের আগে সংগঠনের শক্তিবৃদ্ধিতে রেকর্ড সংখ্যক স্বয়ংসেবক নিয়োগের পথে আরএসএস - RSS

2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) ৷ তাই তারা বাংলা-সহ উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যে রেকর্ড সংখ্যক স্বয়ংসেবক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ৷ এই অঞ্চলের সংগঠন বৃদ্ধি করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে (RSS to Recruit Record Numbers Swayamsevak before 2024 Lok Sabha Elections) ৷

rss-to-recruit-record-numbers-swayamsevak-before-2024-lok-sabha-elections
RSS to Recruit Swayamsevak : 24-এর ভোটের আগে সংগঠনের শক্তিবৃদ্ধিতে রেকর্ড সংখ্যক স্বয়ংসেবক নিয়োগের পথে আরএসএস
author img

By

Published : May 11, 2022, 9:08 PM IST

কলকাতা, 11 মে : নজরে 2024-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ৷ বাংলা-সহ উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যের সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) ৷ তাই সংঘের তরফে 35 হাজার স্বয়ংসেবক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

যদিও এই বিষয়ে এখনই আরএসএসের (RSS) কেউ মুখ খুলতে নারাজ ৷ সংগঠনের এক প্রবীণ সদস্য বললেন, "2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি যদি জয়লাভ করে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লিতে হ্যাটট্রিক হবে । তাই আরএসএস নাগপুরের নির্দেশে গোটা উত্তরপূর্ব ভারত জুড়েই সাংগঠনিকভাবে কাজে গতি আনতে চাইছে । তার জন্য এই স্বেচ্ছাসেবক নিয়োগ করছে (RSS to Recruit Record Numbers Swayamsevak before 2024 Lok Sabha Elections) ।’’

আরএসএসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্য বাংলা, অসম, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজরামে সংগঠন বৃদ্ধিতে এই পদক্ষেপ করা হচ্ছে৷ ধাপে ধাপে এই নিয়োগ হবে । প্রাথমিক ভাবে 5 হাজার করে স্বয়ংসেবক নিয়োগ করা হবে ।

ইতিমধ্যেই কলকাতার কেশব ভবনকে উত্তরপূর্ব ভারতের প্রধান শাখা অফিস করা হয়েছে ৷ বাংলাকে কেন্দ্র করেই সংগঠন বৃদ্ধির কাজ চলছে ৷ আরএসএস সূত্রে খবর, কোভিড অতিমারী পরিস্থিতির পর সংগঠনের বহু শাখা অফিস বন্ধ হয়ে গিয়েছে ৷ তাই সেগুলি নতুন করে খুলে সামাজিক কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি ওই কার্যালয়গুলি থেকে রোজ সূর্য প্রণাম-সহ একাধিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও করছে সংঘ ৷

তার মধ্যে এই স্বয়ংসেবক নিয়োগের বিষয়টি সামনে এল ৷ আরএসএসের ওই প্রবীণ সদস্য বলছেন, ‘‘এটা একেবারেই রের্কড সংখ্যক নিয়োগ । তার জন্য আরএসএস এখন থেকেই আদাজল খেয়ে ময়দানে নামতে চলেছে । আর তার জন্য উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে দুই বছরের জন্য সংগঠনের বিশেষ মহড়া চলবে ।’’

আরএসএস সূত্রে জানা গিয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনের আগে বাংলা-সহ গোটা উত্তরপূর্ব ভারতে আরএসএসের সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য । সংঘ প্রধান মোহন ভাগবতের পাখির চোখ বাংলা-সহ উত্তরপূর্ব ভারতের সংগঠনকে ঢেলে সজানো । আর সংঘের সাংগঠনিক কাজে গতি নিয়ে আসা । তার জন্য বাংলার-সহ এই রাজ্যগুলিতে 6 মাস ধরে এই স্বয়ংসেবক নিয়োগের কাজ শেষ করতেও বলা হয়েছে ।

আরও পড়ুন : RSS West Bengal : এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস

কলকাতা, 11 মে : নজরে 2024-এর লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ৷ বাংলা-সহ উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্যের সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (Rashtriya Swayamsevak Sangh) ৷ তাই সংঘের তরফে 35 হাজার স্বয়ংসেবক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

যদিও এই বিষয়ে এখনই আরএসএসের (RSS) কেউ মুখ খুলতে নারাজ ৷ সংগঠনের এক প্রবীণ সদস্য বললেন, "2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপি যদি জয়লাভ করে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লিতে হ্যাটট্রিক হবে । তাই আরএসএস নাগপুরের নির্দেশে গোটা উত্তরপূর্ব ভারত জুড়েই সাংগঠনিকভাবে কাজে গতি আনতে চাইছে । তার জন্য এই স্বেচ্ছাসেবক নিয়োগ করছে (RSS to Recruit Record Numbers Swayamsevak before 2024 Lok Sabha Elections) ।’’

আরএসএসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্য বাংলা, অসম, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজরামে সংগঠন বৃদ্ধিতে এই পদক্ষেপ করা হচ্ছে৷ ধাপে ধাপে এই নিয়োগ হবে । প্রাথমিক ভাবে 5 হাজার করে স্বয়ংসেবক নিয়োগ করা হবে ।

ইতিমধ্যেই কলকাতার কেশব ভবনকে উত্তরপূর্ব ভারতের প্রধান শাখা অফিস করা হয়েছে ৷ বাংলাকে কেন্দ্র করেই সংগঠন বৃদ্ধির কাজ চলছে ৷ আরএসএস সূত্রে খবর, কোভিড অতিমারী পরিস্থিতির পর সংগঠনের বহু শাখা অফিস বন্ধ হয়ে গিয়েছে ৷ তাই সেগুলি নতুন করে খুলে সামাজিক কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি ওই কার্যালয়গুলি থেকে রোজ সূর্য প্রণাম-সহ একাধিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও করছে সংঘ ৷

তার মধ্যে এই স্বয়ংসেবক নিয়োগের বিষয়টি সামনে এল ৷ আরএসএসের ওই প্রবীণ সদস্য বলছেন, ‘‘এটা একেবারেই রের্কড সংখ্যক নিয়োগ । তার জন্য আরএসএস এখন থেকেই আদাজল খেয়ে ময়দানে নামতে চলেছে । আর তার জন্য উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে দুই বছরের জন্য সংগঠনের বিশেষ মহড়া চলবে ।’’

আরএসএস সূত্রে জানা গিয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনের আগে বাংলা-সহ গোটা উত্তরপূর্ব ভারতে আরএসএসের সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য । সংঘ প্রধান মোহন ভাগবতের পাখির চোখ বাংলা-সহ উত্তরপূর্ব ভারতের সংগঠনকে ঢেলে সজানো । আর সংঘের সাংগঠনিক কাজে গতি নিয়ে আসা । তার জন্য বাংলার-সহ এই রাজ্যগুলিতে 6 মাস ধরে এই স্বয়ংসেবক নিয়োগের কাজ শেষ করতেও বলা হয়েছে ।

আরও পড়ুন : RSS West Bengal : এবার বামেদের ধাঁচে পশ্চিমবঙ্গে সর্বক্ষণের কর্মী নিয়োগ করবে আরএসএস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.