কলকাতা, 27মে: কলকাতায় আপাতত সমস্ত রোয়িং ক্লাব বন্ধ রাখার নির্দেশ দিল লালবাজার । পুলিশের তরফ থেকে একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর গঠন করে এই সমস্ত রোয়িং ক্লাবগুলির নিরাপত্তা খতিয়ে দেখার পর ছাড়পত্র দেওয়া হবে রোয়িংয়ে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে শুক্রবার লালবাজারে ক্যালকাটা রোয়িং ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব ক্লাব-সহ একাধিক রোয়িং ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশে নগরপাল ও একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা । তারপরেই লালবাজারের পক্ষ থেকে শহরের প্রতিটি রোয়িং ক্লাবের কর্মকর্তাদের জানানো হয়েছে আপাতত বন্ধ করতে হবে রোয়িং ৷ প্রতিটি ক্লাবের রোয়িংয়ের নিরাপত্তা ব্যবস্থা ভালভাবে খতিয়ে দেখা হবে ৷ তারপর মিলবে ছাড়পত্র। পাশাপাশি লালবাজারের তরফে একটি এসপিও গঠন হবে ৷ যারা শহরের রোয়িং ক্লাবগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে রোয়িংয়ের ছাড়পত্র দেবে ৷
সম্প্রতি রবীন্দ্র সরোবর লেকে রোয়িং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দুই কিশোরের। সেই ঘটনার পরেই প্রশ্ন উঠেছিল শহরের রোয়িং ক্লাবগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে নির্দেশ দেন যে শহরের প্রত্যেকটি রোয়িং ক্লাবের কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করতে । সেই নির্দেশের পরেই আজকের এই বৈঠক ৷
আরও পড়ুন : Boat Capsizes in Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় হঠাৎ কালবৈশাখী, বোট উলটে মৃত দুই কিশোর