কলকাতা, 29 মার্চ : বোর্ডিংয়ের সময় পেরিয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে আমেদাবাদগামী বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে (Rituparna Sengupta not allowed to board flight in Kolkata Airport) ৷ মিস হয়েছে শুটিং ৷ ঘটনায় এখনও ক্ষোভ যায়নি তাঁর ৷ নিজের শহরে তাঁকে এভাবে প্রত্যাখ্যাত হতে হবে স্বপ্নেও ভাবেননি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ নিজে ভুল করেছেন জেনেও একরাশ আক্ষেপ নিয়ে টুইটারে সোচ্চার হয়েছেন অভিনেত্রী ৷ ঋতুপর্ণার সেই টুইটেই জবাব এল এয়ারলাইন্স সংস্থার তরফে ৷
তাঁর সঙ্গে হওয়া এদিন বিমানবন্দরের ঘটনার বিবরণ, বিমানের টিকিট, এয়ারলাইন্স সংস্থার নির্দেশাবলী পোস্ট করে ঋতুপর্ণা টুইটে লেখেন, "সময়ের আগে সবকিছু করা নিঃসন্দেহে ভাল অভ্যাস ৷ কিন্তু সময়ের আগে পৌঁছনো সত্ত্বেও যাত্রীকে না-নেওয়া খুব খারাপ বিষয় ৷ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল বিষয়টিতে দৃষ্টিপাত করার ৷"
ঋতুপর্ণার টুইটের জবাব দেয় ইন্ডিগো (Indigo replied to Rituparna Sengupta's tweet) ৷ এয়ারলাইন্স সংস্থার তরফে নন্দিনী নামক এক আধিকারিক লেখেন, "ম্যাডাম আমরা শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করছি ৷" যদিও এয়ারলাইন্স সংস্থা অভিনেত্রীর সঙ্গে পরে যোগাযোগ করেছিল কি না, বিষয়টি স্পষ্ট নয় এখনও ৷
ঠিক কী ঘটেছিল এদিন সকালে :
কলকাতা বিমানবন্দর থেকে মঙ্গলবার সকালে আমেদাবাদগামী বিমানে চড়ার কথা ছিল অভিনেত্রীর ৷ ভোর 5টা 26 মিনিটের সেই বিমানে ওঠার জন্য বোর্ডিংয়ের শেষ সময় ছিল 4টে 55 মিনিট ৷ কিন্তু ঋতুপর্ণা প্রয়োজনীয় সমস্তকিছু নিয়ে হাজির হন 5টা 10 থেকে 5টা 12-র মধ্যে ৷ অভিনেত্রীর অনুরোধ সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে কোনওভাবেই তাঁকে বিমানে চড়ার অনুমতি দেয়নি কর্তব্যরত আধিকারিকেরা ৷
এরপরেই অভিনেত্রী প্রশ্ন তোলেন এয়ারলাইন্স সংস্থার সদিচ্ছা নিয়ে ৷ 40 মিনিট ধরে কাকুতি-মিনতি, এমনকী কান্নাকাটির পরও নরম হয়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ৷ 50 পা দূরে দাঁড়িয়েও এভাবে বিমানে উঠতে না-পারার হতাশা এদিন ঝরে পড়ে ঋতুপর্ণার টুইটে ৷ এমনকি বিমানে তখনও অ্যারোব্রিজ সংযুক্ত ছিল বলেও দাবি করেছেন অভিনেত্রী ৷
এয়ারলাইন্স সংস্থারে দুষলেও সোশ্যাল মিডিয়ায় নীতি পুলিশদের আক্রমণের শিকার হতে হয়েছে অভিনেত্রীকেই ৷ ইন্ড্রাষ্টিতে তাঁর সময়জ্ঞান নিয়ে যে বদনাম রয়েছে, তাও অভিনেত্রীকে স্মরণ করিয়ে দেন তাঁরা ৷