ETV Bharat / city

Kanchan Deb : 5 বছর আগে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল কাঞ্চন দেবের বিরুদ্ধে

author img

By

Published : Jul 1, 2021, 10:24 PM IST

পাঁচ বছর আগে দেবাঞ্জন দেবের খুড়তুতো দাদা কাঞ্চন দেবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন তাঁর স্ত্রী ঋতুপর্ণা ৷ বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হন তিনি ৷ সেবার মুচলেকা দিয়ে রেহাই পান কাঞ্চন ৷ লালবাজার সূত্রে সামনে এসেছে এই তথ্য ৷

Kanchan Deb's wife Rituparna Deb was alleging of torcher five years back
Kanchan Deb : পাঁচ বছর আগে কাঞ্চনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন স্ত্রী ঋতুপর্ণা

কলকাতা, 1 জুলাই : কসবা টিকা কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) খুড়তুতো দাদা কাঞ্চন দেব (Kanchan Deb) যে শুধুমাত্র দেবাঞ্জনের কুকীর্তিরই অংশীদার ছিলেন তাই নয়, এবার সামনে এল তাঁর অন্য এক কীর্তিও ৷ লালবাজার সূত্রে খবর, পাঁচ বছর আগে এই কাঞ্চন দেবের স্ত্রী ঋতুপর্ণা দেব স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিলেন ৷

আরও পড়ুন : পুলিশের সামনে কিভাবে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াল দেবাঞ্জন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

কাঞ্চনের স্ত্রী ঋতুপর্ণার অভিযোগ ছিল, তাঁকে লাগাতার হেনস্থা করতেন কাঞ্চন ৷ এমনকী, স্ত্রীকে মারধর করতেও দ্বিধা করতেন না তিনি ৷ সেই ঘটনায় কোনও ক্রমে রেহাই পান কাঞ্চন দেব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় দাদাকে বাঁচাতে কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন দেবাঞ্জন ৷ কাঞ্চনকে সবরকমভাবে সহযোগিতা করেছিলেন তিনি ৷

সূত্রের খবর, এই ঘটনার পর সেই সময়েই কাঞ্চন দেবকে দিয়ে একটি মুচলেকা লিখিয়ে নেওয়া হয় ৷ তাতে তাঁকে প্রতিশ্রুতি দিতে হয়, স্ত্রীর সঙ্গে ভবিষ্যতে এমন আচরণ আর কখনও করবেন না তিনি ৷ আর তারপরই আইনের হাত থেকে রক্ষা পান কাঞ্চন ৷ সম্প্রতি দেবাঞ্জন দেবকে নিয়ে হইচই শুরু হওয়াতেই কাঞ্চনের নামও প্রকাশ্যে চলে আসে ৷ আর তার জেরেই সামনে আসে পাঁচ বছরের পুরনো ঘটনা ৷

আরও পড়ুন : দেবাঞ্জনের ল্যাপটপে কলকাতা পৌরনিগমের গুরুত্বপূর্ণ নথির স্ক্য়ান কপি

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কলকাতার কসবায় ভুয়ো টিকাকরণ শিবির চালাতে গিয়ে ধরা পড়েন দেবাঞ্জন দেব ৷ যিনি এতদিন নিজেকে আইএএস আধিকারিক বলে মিথ্যা পরিচয় দিতেন ৷ এমনকী, তিনি নিজেকে রাজ্য সরকারের যুগ্মসচিব ও কলকাতা পৌরনিগমের ডেপুটি কমিশনার বলেও দাবি করতেন ৷ যা সর্বৈব মিথ্যে ৷ ভুয়ো টিকা কাণ্ডের পর অবশ্য দেবাঞ্জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ পরে এই ঘটনায় তাঁর কীর্তিমান দাদা কাঞ্চন দেবকেও গ্রেফতার করা হয় ৷

কলকাতা, 1 জুলাই : কসবা টিকা কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (Debanjan Deb) খুড়তুতো দাদা কাঞ্চন দেব (Kanchan Deb) যে শুধুমাত্র দেবাঞ্জনের কুকীর্তিরই অংশীদার ছিলেন তাই নয়, এবার সামনে এল তাঁর অন্য এক কীর্তিও ৷ লালবাজার সূত্রে খবর, পাঁচ বছর আগে এই কাঞ্চন দেবের স্ত্রী ঋতুপর্ণা দেব স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিলেন ৷

আরও পড়ুন : পুলিশের সামনে কিভাবে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াল দেবাঞ্জন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

কাঞ্চনের স্ত্রী ঋতুপর্ণার অভিযোগ ছিল, তাঁকে লাগাতার হেনস্থা করতেন কাঞ্চন ৷ এমনকী, স্ত্রীকে মারধর করতেও দ্বিধা করতেন না তিনি ৷ সেই ঘটনায় কোনও ক্রমে রেহাই পান কাঞ্চন দেব ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় দাদাকে বাঁচাতে কার্যত ঝাঁপিয়ে পড়েছিলেন দেবাঞ্জন ৷ কাঞ্চনকে সবরকমভাবে সহযোগিতা করেছিলেন তিনি ৷

সূত্রের খবর, এই ঘটনার পর সেই সময়েই কাঞ্চন দেবকে দিয়ে একটি মুচলেকা লিখিয়ে নেওয়া হয় ৷ তাতে তাঁকে প্রতিশ্রুতি দিতে হয়, স্ত্রীর সঙ্গে ভবিষ্যতে এমন আচরণ আর কখনও করবেন না তিনি ৷ আর তারপরই আইনের হাত থেকে রক্ষা পান কাঞ্চন ৷ সম্প্রতি দেবাঞ্জন দেবকে নিয়ে হইচই শুরু হওয়াতেই কাঞ্চনের নামও প্রকাশ্যে চলে আসে ৷ আর তার জেরেই সামনে আসে পাঁচ বছরের পুরনো ঘটনা ৷

আরও পড়ুন : দেবাঞ্জনের ল্যাপটপে কলকাতা পৌরনিগমের গুরুত্বপূর্ণ নথির স্ক্য়ান কপি

প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কলকাতার কসবায় ভুয়ো টিকাকরণ শিবির চালাতে গিয়ে ধরা পড়েন দেবাঞ্জন দেব ৷ যিনি এতদিন নিজেকে আইএএস আধিকারিক বলে মিথ্যা পরিচয় দিতেন ৷ এমনকী, তিনি নিজেকে রাজ্য সরকারের যুগ্মসচিব ও কলকাতা পৌরনিগমের ডেপুটি কমিশনার বলেও দাবি করতেন ৷ যা সর্বৈব মিথ্যে ৷ ভুয়ো টিকা কাণ্ডের পর অবশ্য দেবাঞ্জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ পরে এই ঘটনায় তাঁর কীর্তিমান দাদা কাঞ্চন দেবকেও গ্রেফতার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.